পারটেক্স গ্রুপ
অবয়ব
ধরন | প্রাইভেট |
---|---|
শিল্প | আসবাবপত্র, নৌযান, দুগ্ধশিল্প, লৌহ, আবাসন, কৃষি, তুলা, পানীয়, প্লাস্টিক, আইএসপি, বস্ত্রশিল্প, নারিকেল ও সবজিজাত তেল |
প্রতিষ্ঠাকাল | ১৯৫৯[১] |
প্রতিষ্ঠাতা | এম এ হাসেম[২] |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
পণ্যসমূহ | ফুড অ্যান্ড বেভারেজ, স্টিল, আবাসন, আসবাবপত্র, প্লাস্টিক, কাগজ, পাওয়ার, পাট, শিপ ইয়ার্ড, কৃষি, টেক্সটাইল, আইটি ইত্যাদি |
মোট সম্পদ | US$৭.২ বিলিয়ন (৫৫৬.৩বিলিয়ন ৳) (২০১৬) |
কর্মীসংখ্যা | ৫০০০০+[১] |
ওয়েবসাইট | www www www |
পারটেক্স গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। এটি ১৯৫৯ সালে যাত্রা শুরু করে।
পটভূমি
[সম্পাদনা]পারটেক্স স্টার গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। যা ১৯৬২ সালে পারটেক্স নামে যাত্রা শুরু করে। ১৯৮৩ সালে বেসরকারীকরনের মাধ্যমে পারটেক্স স্টার গ্রুপ নামে পরিচালিত হয়ে আসছে। এই গ্রুপের প্রতিষ্ঠাকালীন কর্নধার জনাব এম এ হাশেম।
অঙ্গপ্রতিষ্ঠান
[সম্পাদনা]- ড্যানিশ কনন্ডেসড্ মিল্ক বাংলাদেশ লিমিটেড
- ড্যানিশ ফুড লিমিটেড
- পারটেক্স টিস্যু লিমিটেড
- পারটেক্স কোলা
- স্টার পার্টিকেল বোর্ড মিলস লিমিটেড
- পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লিমিটেড
- পারটেক্স পিভিসি ইন্ডাস্ট্রিজ লিমিটেড
- পারটেক্স এডহেসিভ লিমিটেড
- পারটেক্স ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড
- স্টার জিপসাম বোর্ড মিলস লিমিটেড
- পারটেক্স বোর্ডস অ্যান্ড ডোর্স
- পারটেক্স ফার্নিচার্স
- পারটেক্স বেভারেজ
- পারটেক্স প্লাস্টিক্স
- ঢাকাকম (আইএসপি)
- পারটেক্স লেমিনেট্স লিমিটেড
- অ্যাম্বার পাল্প অ্যান্ড পেপার
- অ্যাম্বার কটন
- করভি মেরিটাইম কোম্পানি লিমিটেড
- ফটোরোমা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৬।
- ↑ "How tycoons from Nepal, Bangladesh, Pakistan and Sri Lanka built thriving business empires - Times of India"। The Times of India। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-০২।