আলীমদ্দীন আহমেদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সৈয়দ আলীমদ্দীন আহমেদ
জন্ম১৮৮৪
মৃত্যু১৯২০
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন

আলীমদ্দীন আহমেদ (১৮৮৪ - ১৯২০) ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম বাঙ্গালী ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। তিনি ঢাকায় হেমচন্দ্র ঘোষের (১৮৮৪ - ১৯৮০) গোপন বিপ্লবী দলের সদস্য ছিলেন। তিনি মাস্টার সাহেব নামেও পরিচিত ছিলেন।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

সৈয়দ আলীমদ্দীন আহমেদ ১৮৮৪ সালে ঢাকার জমাদার লেনের বাঙালি সৈয়দ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ আমিরুদ্দিন পেশায় একজন দর্জি ছিলেন এবং একটি ছোট দর্জি দোকানের মালিক ছিলেন। পিতার মৃত্যুর পর তিনি গৃহশিক্ষক হিসেবে কাজ শুরু করেন। আহমাদ ছিলেন একজন ধর্মপ্রাণ সুন্নি মুসলিম।

বিপ্লবী কর্মকাণ্ড[সম্পাদনা]

বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ব্রিটিশবিরোধী রাজনীতিতে প্রবেশ করেন তিনি। বিপ্লবী হেমচন্দ্র ঘোষ ছিলেন তাঁর বন্ধু। তাঁর তৈরী গুপ্ত সমিতিতে যোগ দেন আলীমদ্দিন। প্রথম বিশ্বযুদ্ধের সময় বিশিষ্ট বিপ্লবীরা ধরা পড়লেও যে অল্প কয়েকজন গোপনে সংগঠন বাঁচিয়ে রাখেন তিনি তাদের অন্যতম। বিপ্লবীদেরকে প্রয়োজনীয় শেল্টার দিয়েছেন, সাহায্য করেছেন অস্ত্রশস্ত্র দিয়ে। পুলিশি ধরপাকড়ের কারণে আত্মগোপন করে চালিয়ে গেছেন ব্রিটিশ বিরোধী কার্যকলাপ। কিন্তু পুলিশ কোনোদিন ধরতে পারেনি তাকে।[১]

মৃত্যু[সম্পাদনা]

আলীমদ্দীন আহমেদ ১৯২০ সালে যক্ষ্মারোগে অল্প বয়সেই মারা যান। পরবর্তীকালে তার নামানুসারে মধ্য কলকাতার একটি রাস্তার নামকরণ করা হয় আলিমুদ্দিন স্ট্রিট।[২]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৮০, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  2. "তাঁর নামেই নামকরণ হয় 'আলিমুদ্দিন স্ট্রিট', বিস্মৃতির অন্তরালে সেই বাঙালি বিপ্লবী"prohor.in। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৩