আলাপ:হুগলি জেলা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বানান সংশোধনের আর্জি[সম্পাদনা]

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বানানরীতি অনুযায়ী "হুগলী" বানানটির পরিবর্তে "হুগলি" বানানটি বর্তমানে গৃহীত হয়েছে। পত্রপত্রিকা থেকে পাঠ্যপুস্তক সর্বত্র "হুগলি" (জেলা ও নদী - সকল নামের ক্ষেত্রেই) লেখা হয়। প্রশাসকদের কাছে আমার আবেদন উইকিপিডিয়াতেও এই বানানটি পরিবর্তন করে "হুগলি" রাখা হোক। --অর্ণব দত্ত (আলাপ) ১৭:৫৯, ১৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

যেহেতু আমরা "হুগলী" বানানটা পুরো উইকিপিডিয়া জুড়ে ব্যবহার করে এসছি, তাই বানান পরিবর্তন করলে আমাদের বেশ কিছু অসুবিধে হবে। কিন্তু তা সত্ত্বেও আপনি যদি বানান পরিবর্তন করতে চান, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আপনাকে {{স্থানান্তরের অনুরোধ}} টেমপ্লেটের মাধ্যমে তা করতে হবে। আমি অবশ্যই এটা করব। Sbb1413 (আলাপঅবদান) ০৯:৪৬, ১৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আমি করে দিতে পারি যদি কারো কোনও আপত্তি না থাকে। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪১, ১৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
রীতি অনুযায়ী গৃহীত বানানে আপত্তি নেই। -শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ০২:০৪, ১৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Jonoikobangali, আফতাবুজ্জামান, শরদিন্দু ভট্টাচার্য্য  করা হয়েছে। ≈ MS Sakib  «আলাপ» ১৫:৫৪, ২২ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

স্থানান্তরের অনুরোধ ১৪ সেপ্টেম্বর ২০২২[সম্পাদনা]

এই নিবন্ধের আলাপ পাতায় অর্ণব দত্ত ওরফে Jonoikobangali এই নিবন্ধের বানান পরিবর্তনের আর্জি জানালেন। আমার কাছে তাঁর মত অত্যন্ত গ্রহণযোগ্য লাগল, তাই আমিও অনুরূপ বানান পরিবর্তনের অনুরোধ করলাম। --Sbb1413 (আলাপঅবদান) ১০:১১, ১৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Sbb1413  করা হয়েছে। ≈ MS Sakib  «আলাপ» ১৫:৫৩, ২২ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]