আলাপ:মুখতার আল সাকাফি/ভালো নিবন্ধ ১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: —Wiki RuHan [ Talk ] ১৬:৩৪, ৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সংশোধন প্রয়োজন[সম্পাদনা]

  1. খ্রিষ্টাব্দ, অভ্যুত্থান বানানটি একাধিক জায়গায় ভুল রয়েছে। অন্যান্য বানানেও বিক্ষিপ্তভাবে ভুল পেয়েছি।
  2. নিবন্ধের প্রাণজ্জ্বলতা বাড়াতে হবে। বিভিন্ন বাক্যে অর্থগত জটিলতা প্রত্যক্ষ করেছি। আপনি পুরো নিবন্ধটি আরেক বার নিরীক্ষণ করে যান্ত্রিক বাক্য দূর করুন।
  3. বর্তমানে মাত্র ২টি বিষয়শ্রেণী যোগ করা আছে। আরও যোগ করুন।
  4. ভূমিকাংশটিতে সহজবোধ্য ভাষায় নিবন্ধের পুরো সারাংশ পুনঃলিখন প্রয়োজন (মুখতার আল সাকাফির জন্ম থেকে মৃত্যুর সারাংশ)।
  5. কিছু অংশে বিরাম চিহ্নের ভুল ও ত্রুটি বিদ্যমান। যেমন: দাঁড়ি, কমার আগে স্পেসের ব্যবহার। এছাড়াও বিভিন্ন অংশের বিরামচিহ্নের শুদ্ধতা নিশ্চিত করতে হবে।

মনোনয়নকারীকে এসব সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা গ্রহন করতে অনুরোধ জানানো হচ্ছে। —Wiki RuHan [ Talk ] ১৬:৫৭, ৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  1. দুই একটা হয়তো চোখ এড়িয়ে যেতে পারে তবে অধিকাংশ ভুল বানান ঠিক করেছি।
  2. বাক্যের অর্থগত জটিলতা আর যান্ত্রিকতাও ঠিক করেছি। এখন মনে হয় বাক্যের গঠনে সমস্যা নেই। তারপরও আপনি যদি মনে করেন কোন বাক্য আরও ভালোভাবে লেখা যেত তাহলে দয়া করে আমাকে জানাবেন।
  3. নতুন করে অতিরিক্ত বেশ কিছু বিষয়শ্রেণী যোগ করেছি।
  4. ভূমিকাংশে ছোট খাটো কিছু সংশোধন করেছি। আমার মনে হয় সেখানে মুখতার আল সাকাফির জীবনের গুরুত্বপূর্ণ সকল কর্মকান্ডেরই সারাংশই রয়েছে। ইংরেজি উইকিতে এটা নির্বাচিত নিবন্ধ আর সেখানকার ভূমিকাংশেরই অনুবাদ করেছি। তাই আমার মতে এখানে আর কমবেশি না করাই ভালো হবে।
  5. বিরামচিহ্নগুলোও ঠিক করেছি।জিলার্ড🍁 ১৬:২৭, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সিদ্ধান্ত[সম্পাদনা]

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী বিবেচিত হয়না সেগুলো সম্পর্কে জানুন)

  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য): খ) (রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি):
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র): খ) ( নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে): গ) (মৌলিক গবেষণা):
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) (প্রধান বিষয়): খ) (মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা):
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) ( সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা ): খ) (ছবিতে ছবির উপযোগী বর্ণনা আছে কিনা):
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:

প্রধান পাতার জন্য সারাংশ[সম্পাদনা]

মুখতার ইবনে আবি উবায়েদ আল সাকাফি কুফা কেন্দ্রীক একজন আলীয়পন্থী বিপ্লবী। তিনি ৬৮৫ খ্রিষ্টাব্দে উমাইয়া খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ এবং দ্বিতীয় ইসলামি গৃহযুদ্ধের সময় আঠারো মাসের জন্য ইরাকের অধিকাংশ অঞ্চল শাসন করেছিলেন। তায়েফে জন্মগ্রহণ করা মুখতার শৈশবে ইরাকে চলে আসেন এবং কুফায় বেড়ে ওঠেন। ৬৮০ খ্রিষ্টাব্দে কারবালার যুদ্ধে উমাইয়া বাহিনীর হাতে ইসলামের নবী মুহাম্মাদের নাতি হোসাইন ইবনে আলীর মৃত্যুর পর মক্কায় বিদ্রোহী খলিফা আব্দুল্লাহ ইবনে আল জুবায়েরের সাথে তিনি স্বল্প সময়ের জন্য জোটবদ্ধ হন। মুখতার কুফায় ফিরে এসে খলিফা আলীর (শা. ৬৫৬–৬৬১) সন্তান ও হোসাইনের ভাই মুহাম্মদ ইবনে আল হানাফিয়াকে মাহদীইমাম ঘোষণা করেন এবং আলীয় খিলাফত প্রতিষ্ঠা ও হোসাইন হত্যার প্রতিশোধ গ্রহণের ডাক দেন। জুবায়েরিয় গভর্নরকে বহিষ্কারের পর ৬৮৫ খ্রিষ্টাব্দের অক্টোবরে তিনি কুফা দখল করেন এবং পরে হোসাইনের হত্যাকান্ডে জড়িতদের হত্যার আদেশ দেন। ইবনে আল জুবায়েরের সাথে বিরূপ সম্পর্কের জেরে চার মাস অবরোধের পর বসরার জুবায়েরিয় গভর্নর মাস'আব ইবনে আল জুবায়েরের হাতে তিনি নিহত হন। (বাকি অংশ পড়ুন...)