আলাপ:গোর

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চিত্র[সম্পাদনা]

নাহিয়ান ভাই, চিত্র যোগ। নবাব (আলাপ) ১৮:২৬, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@নবাব: চলচ্চিত্রটির পোস্টার ইন্টারনেট ঘেটে খুঁজে পাইনি। গাজী রাকায়েতের ফেসবুক আইডি থেকে খুঁজে পাওয়া The Grave এর পোস্টারের উপর এডিটের মাধ্যমে বাংলা নাম "গোর" যুক্ত করে দিয়েছি। পরবর্তীতে ভালো পোস্টার পাওয়া গেলে হালনাগাদ করে দেব। ~ নাহিয়ান আলাপ ১৮:৫৩, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ইউনিকোড[সম্পাদনা]

@FaysaLBinDaruL: আমার এখানে ইউনিকোড পরিবর্তনের কারণে কখনো লিংক ছুটে যায়নি। ইউনিকোড চেঞ্জ করতে গিয়ে লিংকে কোন ত্রুটি রাখলে হয়তো সেই লিংক কাজ করেনা। ~ নাহিয়ান আলাপ ১৯:৩৪, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Nahian ডেস্কটপ থেকে একবার পরীক্ষা করে দেখতে পারেন। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৯:৩৬, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@FaysaLBinDaruL: দুঃখিত, আমার কাছে আপাতত pc নেই। ~ নাহিয়ান আলাপ ১৯:৪০, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nahian সময় করে পরে চেক কইরেন, আপাতত থাক। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৯:৪১, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
কেন লিঙ্ক ভেঙে যায় তা নিয়ে একটি কাহিনী রয়েছে। উইকিতে যখন য় (U+09DF) লেখা হয়, সংরক্ষণের পর মিডিয়াউইকির সফটওয়্যার তা ডিকোড করে য + ় হিসেবে লিখে। অন্যদিকে প্রথম আলো য় (U+09DF) কে য়-ই (U+09DF) লিখে। ফলে সংরক্ষিত ইউআরএল আর প্রথম আলোর ইউআরএল ভিন্ন হয় (%u09AF%u09BC বনাম %u09DF) ও লিঙ্ক ভেঙে যায়। এটি ড়, ঢ়-এর ক্ষেত্রেও ঘটে। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪২, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nahian সমস্যাটা শুধু প্রথম আলো'র ক্ষেত্রে ঘটে। পরে নিরীক্ষা করে দেইখেন। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৯:৪২, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@FaysaLBinDaruL: হতে পারে, এখনও এই সমস্যার সম্মুখীন হইনি। আগামীতে খেয়াল করবো। আর আমি প্রথম আলোর লিংক রেফারেন্স হিসেবে খুবই কম ব্যবহার করি, এটিও একটি কারণ হতে পারে এই সমস্যার সম্মুখীন না হওয়া। ~ নাহিয়ান আলাপ ১৯:৫৫, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]