বিষয়বস্তুতে চলুন

আলাপ:আসামের গামছা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: শরদিন্দু ভট্টাচার্য্য কর্তৃক ১ বছর পূর্বে "নাম পরিবর্তন" অনুচ্ছেদে

নাম পরিবর্তন

[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


@AbuSayeed, Obangmoy, শরদিন্দু ভট্টাচার্য্য, Salil Kumar Mukherjee, Sbb1413, এবং আফতাবুজ্জামান: এই নিবন্ধের নামটি অসমীয়া উইকির অনুসরণে (as:অসমৰ গামোচা) অসমীয়া বানানে লেখা হয়েছে। প্রথমত, বাংলা উইকিতে অধিক প্রচলনের বিষয়টি বিবেচনা করে অসম না লিখে আসাম লেখা হয়। দ্বিতীয়ত, উক্ত গামোচা শব্দের অর্থ মূলত গামছা। এই বস্তুটাও তা-ই। বানানে ভিন্নতা থাকলেও অসমীয়া চ উচ্চারণের স্বাতন্ত্র্যের কারণে শব্দটার উচ্চারণ "গামোসা" (স=s) বা "গামোছা" (পূর্ববঙ্গীয় ছ উচ্চারণ)। তাই নিবন্ধটিকে "আসামের গামছা" শিরোনামে স্থানান্তরের প্রস্তাব করছি। ≈ MS Sakib  «আলাপ» ০৩:১৯, ২৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

উল্লেখ্য, প্রথম আলোর এই কলামের শিরোনামে বস্তুটাকে গামছা লেখা হয়েছে: গামছা নিয়ে আসামে জাতীয়তাবাদী যুদ্ধ। ≈ MS Sakib  «আলাপ» ০৩:২৬, ২৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
অতিরিক্ত: গামছা-বিতর্কে উত্তাল অসম, অসমিয়া আর বাঙালি গামছা জুড়ে দেওয়া নিয়ে আইনি বিবাদ (হিন্দুস্তান টাইমস), আসামের গামছা দিয়ে পোশাক বানিয়ে ফ্যাশনের দিক বদল! এবং করোনা যুদ্ধে সামিল ঐতিহ্যের গামছা ! বহাগ বিহুতে আসামের মানুষ পরবেন গামছা-মাস্ক ! (bengali.news18.com)। ≈ MS Sakib  «আলাপ» ০৩:২৯, ২৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।