আলাপ:আম গাছ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইংরেজি Mangifera indica নিবন্ধের বাংলা নামকরণ প্রসঙ্গে[সম্পাদনা]

ইংরেজি Mangifera indica নিবন্ধের বাংলা নামকরণ করা হয়েছে ভারতীয় আম। কিন্তু এটি একটি বৃক্ষের নিবন্ধ, ফলের নয়। তাই আমি এই নিবন্ধের নাম আম গাছ রাখার প্রস্তাব করছি। (যদিও আম গাছ এখন আম ফলে পুনর্নির্দেশ করা আছে, এমন পুনর্নির্দেশ থাকাও উচিত নয় কেননা আম ফলআম গাছ দুটো আলাদা নিবন্ধ)। আমার এমন প্রস্তাবনার কারণ হচ্ছে আম গাছ বাংলাদেশের জাতীয় প্রতীক। (অন্যদিকে আম ভারতের জাতীয় প্রতীক, ভারতীয় আম নয়) এই বিষয়ে আমি সম্প্রদায়ের সকলের মতামত আশা করছি। -- কুউ পুলক  ০৬:৪১, ১৯ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@কুউ পুলক সহজে বুঝার জন্য বা আমাদের দেশিয় প্রচলিত নিয়ম অনুযায়ী Mangifera indica কে আম গাছ এবং Mango নিবন্ধটি আম নামে থাকবে।  সমর্থন - Nazrul Islam Nahid (আলাপ) ১২:৪৮, ২০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Nazrul Islam Nahid জি জনাব, আপনাকে ধন্যবাদ।  কুউ পুলক  ১২:৫৮, ২০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@কুউ পুলক, Nazrul Islam Nahid গাছের নিবন্ধ ভারতীয় আম>আম গাছ, ফলের নিবন্ধ আম হওয়াই যৌক্তিক। ≈ MS Sakib  «আলাপ» ১৭:১১, ২২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@কুউ পুলক, পূর্ণ  সমর্থন জানাচ্ছি।সাজিদ ১৬:৩৫, ২৩ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে--মাসুম-আল-হাসান (আলাপ) ১৫:১৫, ১২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]