আমিরাত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমিরাত হল এক প্রকার শাসনব্যবস্থা যেখানে শাসক আমির নামে পরিচিত। কিছু মুসলিম রাষ্ট্রে আমিরাত পদ্ধতির প্রয়োগ দেখা যায়। আমির বংশানুক্রমিকভাবে নির্বাচিত হন।

উৎপত্তি[সম্পাদনা]

উৎপত্তিগতভাবে আমিরাত দ্বারা বোঝানো হয় আমিরের শাসনাধীন এলাকা।

রাষ্ট্রের ক্ষেত্রে ব্যবহার[সম্পাদনা]

সংযুক্ত আরব আমিরাতে এই ব্যবস্থা বিদ্যমান রয়েছে। রাষ্ট্র সাতটি আমিরাতের ফেডারেশন হিসেবে পরিচালিত হয়। প্রত্যেক আমিরাত উত্তরাধিকার সূত্রে নিযুক্ত আমির কর্তৃক শাসিত হয়।

প্রাদেশিক ক্ষেত্রে[সম্পাদনা]

আরবি ভাষায় আমিরাতকে সাধারণ অর্থে রাষ্ট্রের শাসিত এলাকার ক্ষেত্রেও ব্যবহার করা চলে এবং তা বংশীয় শাসকের ক্ষেত্রে ব্যবহার হয়।

স্বাধীন আমিরাতসমূহ[সম্পাদনা]

প্রাক্তন ও একীভূত আমিরাতসমূহ[সম্পাদনা]

প্রাক্তন ও ব্যাপক স্বীকৃতিহীন আমিরাতসমূহের একটি তালিকা এখানে প্রদান করা হয়।

ইউরোপ[সম্পাদনা]

ইবেরিয়া[সম্পাদনা]

ভূমধ্যাগরীয় অঞ্চল[সম্পাদনা]

ককেসাস[সম্পাদনা]

এশিয়া[সম্পাদনা]

নিকট প্রাচ্য[সম্পাদনা]

আরব[সম্পাদনা]

মধ্য এশিয়া ও ভারত উপমহাদেশ[সম্পাদনা]

আফ্রিকা[সম্পাদনা]

উত্তর আফ্রিকা[সম্পাদনা]

নাইজেরিয়া[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]