আফগানিস্তান প্রজাতন্ত্র
আফগানিস্তান প্রজাতন্ত্র
| |||||||
---|---|---|---|---|---|---|---|
১৯৭৩–১৯৭৮ | |||||||
রাজধানী | কাবুল | ||||||
প্রচলিত ভাষা | পশতু ফার্সি | ||||||
ধর্ম | ইসলাম (সুন্নি) | ||||||
সরকার | একদলীয় রাষ্ট্রপতিশাসিত প্রজাতন্ত্র | ||||||
• ১৯৭৩–১৯৭৮ | মুহাম্মদ দাউদ খান | ||||||
আইন-সভা | লয়া জিরগা | ||||||
ঐতিহাসিক যুগ | স্নায়ু যুদ্ধ | ||||||
১৭ জুলাই ১৯৭৩ | |||||||
৩০ এপ্রিল ১৯৭৮ | |||||||
আয়তন | |||||||
১৯৭৮ | ৬,৪৭,৫০০ বর্গকিলোমিটার (২,৫০,০০০ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ১৯৭৮ | 13199600 | ||||||
মুদ্রা | আফগানি | ||||||
আইএসও ৩১৬৬ কোড | AF | ||||||
|
আফগানিস্তানের ইতিহাস |
---|
সময়রেখা |
আফগানিস্তান প্রজাতন্ত্র (দারি: جمهوری افغانستان, Jǝmhūri Afġānistān; পশতু: د افغانستان جمهوریت, Dǝ Afġānistān Jumhūriyat) প্রথম আফগান প্রজাতন্ত্র ছিল। ১৯৭৩ সালে মুহাম্মদ দাউদ খান রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে আফগানিস্তানের বাদশাহ মুহাম্মদ জহির শাহকে ক্ষমতাচ্যুত করার পর এই প্রজাতন্ত্র গঠিত হয়। দাউদ খান প্রগতিশীল রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। তিনি সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সহায়তায় আফগানিস্তানকে আধুনিক করতে চেয়েছিলেন।[১]
১৯৭৮ সালে কমিউনিস্টদের প্ররোচনায় সাওর বিপ্লব সংঘটিত হয়। দাউদ খান ও তার পরিবারের সদস্যরা এতে নিহত হন। এর ফলে রাজতন্ত্র পরবর্তী প্রজাতন্ত্র বিলুপ্ত হয়ে সোভিয়েতপন্থি আফগানিস্তান গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।[২]
ইতিহাস
[সম্পাদনা]প্রতিষ্ঠা
[সম্পাদনা]১৯৭৩ সালের জুলাই মাসে মুহাম্মদ জহির শাহ চিকিৎসার জন্য ইতালি যান। এসময় তার চাচাত ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মুহাম্মদ দাউদ খান অভ্যুত্থান সংঘটিত করে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেন। এক দশক পূর্বে দাউদ খান প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।[৩] অভ্যুত্থানের এক মাস পর গৃহযুদ্ধের ঝুকি না নিয়ে বাদশাহ সিংহাসন ত্যাগ করেন।[৩]
রাজনৈতিক সংস্কার
[সম্পাদনা]একই বছর সাবেক প্রধানমন্ত্রী মুহাম্মদ হাশিম মাইওয়ান্দওয়াল অভ্যুত্থান পরিকল্পনার জন্য অভিযুক্ত হন। তবে এই পরিকল্পনা নতুন প্রজাতান্ত্রিক সরকার নাকি বিলুপ্ত রাজতন্ত্রের বিরুদ্ধে হয়েছিল তা স্পষ্ট নয়। মাইওয়ান্দওয়াল গ্রেপ্তার হন। বিচার শুরু হওয়ার পূর্বে তিনি কারাগারে আত্মহত্যা করেছেন এমন বলা হয়ে থাকে, তবে তিনি নির্যাতনের কারণে মারা যান এমন বিশ্বাস প্রচলিত।[২]
ক্ষমতাদখলের পর রাষ্ট্রপতি মুহাম্মদ দাউদ খান নিজের রাজনৈতিক দল হিসেবে ন্যাশনাল রেভলুশনারি পার্টি গঠন করেন। এই দল রাষ্ট্রের রাজনৈতিক কর্মকাণ্ডের একমাত্র কেন্দ্র হয়ে উঠে। ১৯৭৭ সালের জানুয়ারি মাসে লয়া জিরগা রাষ্ট্রপতিশাসিত একদলীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করে একটি নতুন সংবিধান অণুমোদন দেয়। রাজনৈতিক বিরোধীদের উপর এসময় নির্যাতন চালানো হয়।[২]
কমিউনিজমের উত্থান
[সম্পাদনা]দাউদের শাসনামলে সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানিস্তানের সম্পর্ক অবনতি হয়। তিনি পাশ্চাত্যের প্রতি বন্ধুত্বপূর্ণ ছিলেন যা সোভিয়েত ইউনিয়নের কাছে নেতিবাচক হিসেবে গণ্য হয়। জোট নিরপেক্ষ আন্দোলনে কিউবার সদস্যপদের বিরোধিতা এবং দেশ থেকে সোভিয়েত সামরিক ও অর্থনৈতিক উপদেষ্টাদের বের করে দেয়ার ঘটনা এক্ষেত্রে প্রভাব রাখে। রাজনৈতিক বিরোধীদের দমনের ফলে সোভিয়েত সমর্থনপুষ্ট এবং ১৯৭৩ সালের অভ্যুত্থানের সময় তার গুরুত্বপূর্ণ মিত্র পিপলস ডেমোক্রেটিক পার্টি তার বিপক্ষে চলে যায়।[২]
১৯৭৬ সালে তিনি সাত বছরে মেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা হাতে নেন। তিনি ভারতের সাথে সামরিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেন এবং ইরানের সাথে অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে আলোচনা শুরু করেন। অর্থনৈতিক সহায়তার জন্য অন্যান্যদের পাশাপাশি তিনি মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ রাষ্ট্র যেমন সৌদি আরব, ইরাক ও কুয়েতের দিকে তার মনোযোগ প্রদান করেছিলেন।[২]
তবে দাউদ খান তার লক্ষ্য বেশি অর্জন করতে পারেননি। আফগানিস্তানের অর্থনীতি এবং আফগানদের জীবন মানের খুব বেশি উন্নতি হয়নি। এছাড়াও ১৯৭৭ সালে প্রণীত একদলীয় সংবিধানের কারণে তিনি সমালোচিত হন। এর ফলে তিনি তার রাজনৈতিক সমর্থকদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। পূর্বে ক্ষমতার দ্বন্দ্ব্বে নিয়োজিত পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান দুইটি অংশ এই সময় নাগাদ সমঝোতার সিদ্ধান্ত নেয়। সেনা কর্মকর্তারাও এসময় সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছিল। হাফিজউল্লাহ আমিনের মতে পিপলস ডেমোক্রেটিক পার্টি অভ্যুত্থান সংঘটনের দুই বছর পূর্বে ১৯৭৬ সাল থেকে পরিকল্পনা শুরু করে।[২]
সাওর বিপ্লব
[সম্পাদনা]১৯৭৮ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পিপলস ডেমোক্রেটিক পার্টি ক্ষমতা দখল করে। এই বিপ্লব সাওর বিপ্লব নামে পরিচিত।[৪] ২৭ এপ্রিল কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের সামরিক ঘাঁটি থেকে সেনারা রাজধানীর কেন্দ্রের দিকে গমন করে। ক্ষমতা সংহত করতে ২৪ ঘণ্টা সময় প্রয়োজন হয়েছিল। রাষ্ট্রপতির প্রাসাদে বিমান অভিযান চালানো হয় এবং সৈনিকরা দ্রুত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং যোগাযোগ ব্যবস্থার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। পরের দিন দাউদ ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়।[৫]
পিপলস ডেমোক্রেটিক পার্টির মহাসচিব নূর মুহাম্মদ তারাকি বিপ্লবী কাউন্সিলের প্রেসিডিয়ামের চেয়ারম্যান ঘোষণা করা হয় এবং তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে দাউদের উত্তরসুরি হন। একই সাথে তিনি নবগঠিত আফগানিস্তান গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সরকার প্রধানও হন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Rubin, Barnett। "DĀWŪD KHAN"। Ehsan Yarshater। Encyclopædia Iranica (অনলাইন সংস্করণ)। যুক্তরাষ্ট্র: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ January 2008। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ ক খ গ ঘ ঙ চ "Daoud's Republic, July 1973 - April 1978"। Country Studies। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-১৫।
- ↑ ক খ Barry Bearak (২৩ জুলাই ২০০৭)। "Former King of Afghanistan Dies at 92"। The New York Times। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-১৯।
- ↑ "World: Analysis Afghanistan: 20 years of bloodshed"। BBC News। ১৯৯৮-০৪-২৬। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-১৫।
- ↑ ক খ Garthoff, Raymond L. Détente and Confrontation. Washington D.C.: The Brookings Institution, 1994. p. 986.
বহিঃসংযোগ
[সম্পাদনা]
- আফগানিস্তানের ইতিহাস
- Afghanistan নিবন্ধসমূহের ভৌগোলিক স্থানাঙ্কের তথ্য অনুপস্থিত
- মধ্যপ্রাচ্যের সাবেক রাষ্ট্র
- দক্ষিণ এশিয়ার প্রাক্তন রাষ্ট্র
- মধ্য এশিয়ার প্রাক্তন রাষ্ট্র
- ১৯৭৩-এ প্রতিষ্ঠিত রাষ্ট্র ও অঞ্চল
- ১৯৭৮-এ বিলুপ্ত
- ১৯৭০-এর দশকে আফগানিস্তান
- আফগানিস্তানের আধুনিক ইতিহাস
- ২০শ শতাব্দীতে আফগানিস্তান
- প্রাক্তন প্রজাতন্ত্র
- ১৯৭৩-এ এশিয়ায় প্রতিষ্ঠিত