আগরতলা বিধানসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আগরতলা
বিধানসভা কেন্দ্র
ত্রিপুরার ৬০ টি বিধানসভা কেন্দ্রের ৬ নং চিহ্নিত কেন্দ্রটি আগরতলা
ত্রিপুরার ৬০ টি বিধানসভা কেন্দ্রের ৬ নং চিহ্নিত কেন্দ্রটি আগরতলা
দেশ ভারত
রাজ্যত্রিপুরা
জেলাপশ্চিম ত্রিপুরা
কেন্দ্র নং
লোকসভাত্রিপুরা পশ্চিম
সংরক্ষণনেই
ভোটদাতা৪৯,১১৫ (২০১৮)[১]

আগরতলা বিধানসভা উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার ৬০ টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম।[২][৩] এই আসনটি অসংরক্ষিত। এই কেন্দ্রটি ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[৪][৫] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৭২ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (পাঁচ বার)।

ভোটার পরিসংখ্যান[সম্পাদনা]

২০১৮ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ৪৯,১১৫ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২৪,৩০২ জন এবং নারী ভোটার ২৪,৯৩১ জন। আগরতলা বিধানসভা কেন্দ্রে ২০১৮ ভোটার লিঙ্গানুপাত ১,০২৬। ২০১৩ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ৪৬,২৫২ জন যার মধ্যে পুরুষ ভোটার ২২,৯৪৪ জন এবং নারী ভোটার ২৩,৩০৮ জন।

বিধানসভার সদস্য[সম্পাদনা]

নির্বাচন বিধায়ক[৬] রাজনৈতিক দল সময়কাল
১৯৭২ অজয় বিশ্বাস স্বতন্ত্র ১৯৭২-৮৩
১৯৭৭ সিপিআই(এম)
১৯৮৩ মানিক সরকার ১৯৮৩-৮৮
১৯৮৮ বিভু কুমারী দেবী কংগ্রেস ১৯৮৮-৯৩
১৯৯৩ নৃপেন চক্রবর্তী সিপিআই(এম) ১৯৯৩-৯৮
১৯৯৮ সুদীপ রায় বর্মন কংগ্রেস ১৯৯৮-বর্তমান
২০০৩
২০০৮
২০১৩
২০১৬[৭] তৃণমূল কংগ্রেস
২০১৭[৮] বিজেপি
২০১৮

নির্বাচনী ফলাফল[সম্পাদনা]

২০১৮ ফলাফল[সম্পাদনা]

ত্রিপুরা বিধানসভা নির্বাচন, ২০১৮: আগরতলা
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি সুদীপ রায় বর্মণ ২৫,২৩৪ ৫৬.৫৮ +৫৪.৬৪
সিপিআই(এম) কৃষ্ণা মজুমদার ১৭,৮৫২ ৪০.০৩ -৫.৭১
কংগ্রেস প্রসন্ন সেন চৌধুরী ৬৪৬ ১.৪৪ -৫০.৮৪
তৃণমূল পান্না‌ দেব ৩০২ ০.৬৭ অপ্রযোজ্য
ত্রিপুরা পিপলস পার্টি প্রবীণ সিংহ ২১৫ ০.৪৮ অপ্রযোজ্য
উপরের কোনটিই নয় উপরের কোনটিই নয় ৩৪৪ ০.৭৭ অপ্রযোজ্য
সংখ্যাগরিষ্ঠতা ৭,৩৮২ ১৬.৫৫
ভোটার উপস্থিতি ৪৪,৫৯৩ ৯০.৭৯ -০.৮৪
কংগ্রেস থেকে বিজেপি অর্জন করেছে সুইং +৫২.৭৪

২০১৩ ফলাফল[সম্পাদনা]

ত্রিপুরা বিধানসভা নির্বাচন, ২০১৩: আগরতলা
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস সুদীপ রায় বর্মণ ২২,১৬০ ৫২.২৮
সিপিআই(এম) শঙ্কর প্রসাদ দত্ত ১৯,৩৯৮ ৪৫.৭৪
বিজেপি সুশীল রায় ৮২৩ ১.৯৪
সংখ্যাগরিষ্ঠতা ২,৭৬২ ৬.৫৪
ভোটার উপস্থিতি ৪২,৩৮১ ৯১.৬৩
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Final Result Sheet - Tripura General Legislative Election 2018" (পিডিএফ)ceotripura.nic.in। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২১ 
  2. Shangara Ram (১২ মে ২০০৫)। "Delimitation Commission of India - Notification"eci.gov.in। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১ 
  3. "District/AC Map - Chief Electoral Officer, Tripura"ceotripura.nic.in। ৫ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২১ 
  4. "Assembly Election Results Dates Candidate List Opinion/Exit Poll Latest News, Political Consulting Survey Election Campaign Management Company India" 
  5. "Tripura Assembly Election 2018, Tripura Vidhan Sabha Election Updates"www.elections.in। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০ 
  6. "List of Wiining MLA's from Agartala Till Date"। elections.in। সংগ্রহের তারিখ মে ১৩, ২০১৬ 
  7. "Tripura: Six Congress MLAs join Trinamool to fight Manik Sarkar government"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৬-০৭। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০৯ 
  8. "Tripura Speaker Ramendra Chandra Debnath recognises six axed TMC MLAs as BJP legislators - Firstpost"www.firstpost.com। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০৯