অমরপুর বিধানসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অমরপুর
বিধানসভা কেন্দ্র
ত্রিপুরার ৬০ টি বিধানসভা কেন্দ্রের ৪২ নং চিহ্নিত কেন্দ্রটি অমরপুর
ত্রিপুরার ৬০ টি বিধানসভা কেন্দ্রের ৪২ নং চিহ্নিত কেন্দ্রটি অমরপুর
দেশ ভারত
রাজ্যত্রিপুরা
জেলাগোমতী
কেন্দ্র নং৪২
লোকসভাত্রিপুরা পূর্ব
সংরক্ষণনেই
ভোটদাতা৪০,৬৩৪ (২০১৮)[১]

অমরপুর বিধানসভা উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার ৬০ টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম।[২][৩] এই আসনটি সংরক্ষিত আসন নয়। এই কেন্দ্রটি ত্রিপুরা পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[৪][৫] এই বিধানসভা কেন্দ্রটি ২০১৩ সাল থেকে কার্যকর।[৬]

ভোটার পরিসংখ্যান[সম্পাদনা]

২০১৮ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ৪০,৬৩৪ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২০,৫৬১ জন এবং নারী ভোটার ২০,০৭৩ জন। অমরপুর বিধানসভা কেন্দ্রে ২০১৮ ভোটার লিঙ্গানুপাত ৯৭৬। ২০১৩ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিলো ৩৬,৫৮৮ জন যার মধ্যে পুরুষ ভোটার ১৮,৬৭১ জন এবং নারী ভোটার ১৭,৯১৭ জন।

বিধানসভার সদস্য[সম্পাদনা]

নির্বাচন বিধায়ক[৭] দল সময়কাল
২০১৩ মনোরঞ্জন আচার্য সিপিআই(এম) ২০১৩-১৬
২০১৬
উপনির্বাচন
পরিমল দেবনাথ ২০১৬-১৮
২০১৮ রঞ্জিত দাস বিজেপি ২০১৮-বর্তমান

নির্বাচনী ফলাফল[সম্পাদনা]

২০১৮ ফলাফল[সম্পাদনা]

ত্রিপুরা বিধানসভা নির্বাচন, ২০১৮: অমরপুর[৮]
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি রঞ্জিত দাস ১৮,৯৭০ ৪৯.৬৮
সিপিআই(এম) পরিমল দেবনাথ ১৭,৯৫৪ ৪৭.০২
কংগ্রেস বিপ্লব কুমার সাহা ৩১২ ০.৮২
তৃণমূল সুবীর সেনঘোষ ২৫৫ ০.৬৭
টিএলএসপি পবিত্রমোহন জামাতিয়া ২১২ ০.৫৬
আমরা বাঙালি বিজয় দাস ১৪৪ ০.৩৮
উপরের কোনটিই নয় উপরের কোনটিই নয় ৩৪০ ০.৮৯ অপ্রযোজ্য
সংখ্যাগরিষ্ঠতা ১,০১৬ ২.৬৬
ভোটার উপস্থিতি ৩৮,১৮৭ ৯৩.৯৮
সিপিআই(এম) থেকে বিজেপি অর্জন করেছে সুইং

২০১৬ ফলাফল[সম্পাদনা]

ত্রিপুরা বিধানসভা উপনির্বাচন, ২০১৬: অমরপুর[৯]
দল প্রার্থী ভোট % ±%
সিপিআই(এম) পরিমল দেবনাথ ২০,৩৫৫
বিজেপি রঞ্জিত দাস ৯,৭৫৮
আইপিএফটি পবিত্রমোহন জামাতিয়া ১,৬২৩
কংগ্রেস চঞ্চল দে ১,২৩১
স্বতন্ত্র অনিল চন্দ্র দাস ২১৬
আমরা বাঙালি বিজয় দাস ১৪৯
ইন্ডিজেনাস ন্যাশনালিস্ট পার্টি অফ তিপ্রা নক্ষত্র জামাতিয়া ১৪৬
উপরের কোনটিই নয় উপরের কোনটিই নয় ২৬২
সংখ্যাগরিষ্ঠতা ১০,৫৯৭ ৩১.৬৫
ভোটার উপস্থিতি ৩৪,৪৭৮ ৯০.০৯
সিপিআই(এম) নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

২০১৩ ফলাফল[সম্পাদনা]

ত্রিপুরা বিধানসভা নির্বাচন, ২০১৩: অমরপুর[১০]
দল প্রার্থী ভোট % ±%
সিপিআই(এম) মনোরঞ্জন আচার্য ১৯,০৭৫ ৫৪.৭২
কংগ্রেস নিরঞ্জন বর্মণ ১৫,০৫৩ ৪৩.১৮
উপরের কোনটিই নয় উপরের কোনটিই নয় ৭৩১ ২.১০
সংখ্যাগরিষ্ঠতা ৪,০২২ ১১.৫৪
ভোটার উপস্থিতি ৩৫,০১৪ ৯৫.৭০

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Final Result Sheet - Tripura General Legislative Election 2018" (পিডিএফ)ceotripura.nic.in। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২১ 
  2. Shangara Ram (১২ মে ২০০৫)। "Delimitation Commission of India - Notification"eci.gov.in। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১ 
  3. "District/AC Map - Chief Electoral Officer, Tripura"ceotripura.nic.in। ৫ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২১ 
  4. "Assembly Election Results Dates Candidate List Opinion/Exit Poll Latest News, Political Consulting Survey Election Campaign Management Company India" 
  5. "Tripura Assembly Election 2018, Tripura Vidhan Sabha Election Updates"www.elections.in। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০ 
  6. Sitting and Previous MLAs from অমরপুর বিধানসভা কেন্দ্র
  7. "List of Wiining MLA's from Bagma Till Date"। elections.in। সংগ্রহের তারিখ মে ১৩, ২০১৬ 
  8. "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India"eci.gov.in। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২১ 
  9. https://www.elections.in/tripura/assembly-constituencies/amarpur.html
  10. https://eci.gov.in/files/file/3313-tripura-2013/