চড়িলাম বিধানসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চড়িলাম
বিধানসভা কেন্দ্র
ত্রিপুরার ৬০ টি বিধানসভা কেন্দ্রের ১৯ নং চিহ্নিত কেন্দ্রটি চড়িলাম
ত্রিপুরার ৬০ টি বিধানসভা কেন্দ্রের ১৯ নং চিহ্নিত কেন্দ্রটি চড়িলাম
দেশ ভারত
রাজ্যত্রিপুরা
জেলাসিপাহীজলা
কেন্দ্র নং১৯
লোকসভাত্রিপুরা পশ্চিম
সংরক্ষণতফসিলি উপজাতি
ভোটদাতা৩৬,৯৩৯ (২০১৮)[১]

চড়িলাম বিধানসভা উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার ৬০ টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম।[২][৩] এই আসনটি তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত। এই কেন্দ্রটি ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[৪][৫] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৬৭ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (ছয় বার)।[৬]

ভোটার পরিসংখ্যান[সম্পাদনা]

২০১৮ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ৩৬,৯৩৯ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১৯,০৪০ জন এবং নারী ভোটার ১৭,৮৯৯ জন। চড়িলাম বিধানসভা কেন্দ্রে ২০১৮ ভোটার লিঙ্গানুপাত ৯৪০। ২০১৩ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিলো ৩৪,৫১৭ জন যার মধ্যে পুরুষ ভোটার ১৭,৬৫১ জন এবং নারী ভোটার ১৬,৮৬৬ জন।

বিধানসভার সদস্য[সম্পাদনা]

নির্বাচন বিধায়ক[৭] দল সময়কাল
২০১৮ জিষ্ণু দেববর্মা বিজেপি ২০১৮-বর্তমান
২০১৩ রমেন্দ্র নারায়ণ দেববর্মা সিপিআই(এম) ২০১৩-২০১৮
২০০৮ নারায়ণ রূপিণী ১৯৯৮-২০১৩
২০০৩
১৯৯৮
১৯৯৩ অশোক দেববর্মা কংগ্রেস ১৯৯৩-৯৮
১৯৮৮ মতিলাল সাহা ১৯৮৮-১৯৯৩
১৯৮৩ পরিমল চন্দ্র সাহা ১৯৮৩-৮৮
১৯৭৭ হরিনাথ দেববর্মা ত্রিপুরা উপজাতি যুব সমিতি ১৯৭৭-৮৩
১৯৭২ নিরঞ্জন দেব সিপিআই(এম) ১৯৭২-৭৭
১৯৬৭ এ. দেববর্মা ১৯৬৭-৭২

নির্বাচনী ফলাফল[সম্পাদনা]

২০১৮ ফলাফল[সম্পাদনা]

ত্রিপুরা বিধানসভা নির্বাচন, ২০১৮: চড়িলাম[৮][৯]
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি জিষ্ণু দেববর্মণ ২৬৫৮০ ৮৯.৩৩ +৮৯.৩৩
সিপিআই(এম) পলাশ দেববর্মা ১,০৩০ ৩.৪৬ -৪৭.৪৭
কংগ্রেস অর্জুন দেববর্মা ৭৭৫ ২.৬০ -৪৪.১৯
ইন্ডিজেনাস ন্যাশনালিস্ট পার্টি অব তিপ্রা উমাশঙ্কর দেববর্মা ৬৮৫ ২.৩০ +০.০৪
স্বতন্ত্র জ্যোতিলাল দেববর্মা ১৯৮ ০.৬৬ অপ্রযোজ্য
উপরের কোনটিই নয় উপরের কোনটিই নয় ৪৮৫ ১.৬৩ অপ্রযোজ্য
সংখ্যাগরিষ্ঠতা ২৫,৫৫০ ৮৫.৮৭
ভোটার উপস্থিতি ২৯,৭৫৩ ৮০.৭৯
সিপিআই(এম) থেকে বিজেপি অর্জন করেছে সুইং +৬৮.৪০

২০১৩ ফলাফল[সম্পাদনা]

ত্রিপুরা বিধানসভা নির্বাচন, ২০১৩: চড়িলাম
দল প্রার্থী ভোট % ±%
সিপিআই(এম) রমেন্দ্র নারায়ণ দেববর্মা ১৬,৪৭৯ ৫০.৯৩
কংগ্রেস হিমানী দেববর্মা ১৫,১৩৮ ৪৬.৭৯
ইন্ডিজেনাস ন্যাশনালিস্ট পার্টি অব তিপ্রা রামমোহন দেববর্মা ৭৩৩ ২.২৬
সংখ্যাগরিষ্ঠতা ১,৩৪১ ৪.১৪
ভোটার উপস্থিতি ৩২,৩৫০
সিপিআই(এম) নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Final Result Sheet - Tripura General Legislative Election 2018" (পিডিএফ)ceotripura.nic.in। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২১ 
  2. Shangara Ram (১২ মে ২০০৫)। "Delimitation Commission of India - Notification"eci.gov.in। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১ 
  3. "District/AC Map - Chief Electoral Officer, Tripura"ceotripura.nic.in। ৫ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২১ 
  4. "Assembly Election Results Dates Candidate List Opinion/Exit Poll Latest News, Political Consulting Survey Election Campaign Management Company India" 
  5. "Tripura Assembly Election 2018, Tripura Vidhan Sabha Election Updates"www.elections.in। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০ 
  6. Sitting and Previous MLAs from চড়িলাম বিধানসভা কেন্দ্র
  7. "List of Wiining MLA's from Charilam Till Date"। elections.in। সংগ্রহের তারিখ মে ১৩, ২০১৬ 
  8. "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India"eci.gov.in। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২১ 
  9. Chief Electoral Officer, Tripura। "Final Result Sheet i/ Form 20" (পিডিএফ)