সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সূর্যমণিনগর
বিধানসভা কেন্দ্র
ত্রিপুরার ৬০ টি বিধানসভা কেন্দ্রের ১৮ নং চিহ্নিত কেন্দ্রটি সূর্যমণিনগর
ত্রিপুরার ৬০ টি বিধানসভা কেন্দ্রের ১৮ নং চিহ্নিত কেন্দ্রটি সূর্যমণিনগর
দেশ ভারত
রাজ্যত্রিপুরা
জেলাপশ্চিম ত্রিপুরা
কেন্দ্র নং১৮
লোকসভাত্রিপুরা পশ্চিম
সংরক্ষণনেই
ভোটদাতা৪৯,৩২৪ (২০১৮)[১]

সূর্যমণিনগর বিধানসভা উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার ৬০ টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম।[২][৩] এই আসনটি অসংরক্ষিত। এই কেন্দ্রটি ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[৪][৫] এই বিধানসভা কেন্দ্রটি ২০১৩ সাল থেকে কার্যকর। এখান থেকে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)ভারতীয় জনতা পার্টি উভয় একবার করে জয়ী হন।[৬]

ভোটার পরিসংখ্যান[সম্পাদনা]

২০১৮ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ৪৯,৩২৪ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২৫,১৫১ জন এবং নারী ভোটার ২৪,১৭৩ জন। সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে ২০১৮ ভোটার লিঙ্গানুপাত ৯৬১। ২০১৩ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিলো ৪৪,৮১৮ জন যার মধ্যে পুরুষ ভোটার ২২,৯৮৯ জন এবং নারী ভোটার ২১,৮২৯ জন।

বিধানসভার সদস্য[সম্পাদনা]

নির্বাচন বিধায়ক[৭] দল সময়কাল
২০১৮ রামপ্রসাদ পাল বিজেপি ২০১৮-বর্তমান
২০১৩ রাজকুমার চোধুরী সিপিআই(এম) ২০১৩-১৮

নির্বাচনী ফলাফল[সম্পাদনা]

২০১৮ ফলাফল[সম্পাদনা]

ত্রিপুরা বিধানসভা নির্বাচন, ২০১৮ : সূর্যমণিনগর[৮]
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি রামপ্রসাদ পাল ২৪,৮৭৪ ৫৩.৪২%
সিপিআই(এম) রাজকুমার চোধুরী ২০,৩০৭ ৪৩.৬১%
কংগ্রেস প্রসন্ন ভট্টাচার্য ৪৩৬ ০.৯৪%
আমরা বাঙালি জগদীশ দাস ২৮২ ০.৬১%
তৃণমূল কৃষ্ণকান্ত দেবনাথ ১৯৯ ০.৪৩%
আরপিআই রাজু দাস ১৪০ ০.৩০%
উপরের কোনটিই নয় উপরের কোনটিই নয় ৩২৫ ০.৭০%
জয়ের ব্যবধান ৪,৫৬৭ ৯.৮১%
ভোটার উপস্থিতি ৪৬,৫৬৩ ৯৪.৪৪%
সিপিআই(এম) থেকে বিজেপি অর্জন করেছে সুইং

২০১৩ ফলাফল[সম্পাদনা]

ত্রিপুরা বিধানসভা নির্বাচন, ২০১৩ : সূর্যমণিনগর[৯]
দল প্রার্থী ভোট % ±%
সিপিআই(এম) রাজকুমার চোধুরী ২১,৬১৩ ৫০.৪৩%
কংগ্রেস অভিজিৎ দেব ১৯,৯৭৯ ৪৬.৬২%
উপরের কোনটিই নয় উপরের কোনটিই নয় ১,২৬৪ ২.৯৫%
জয়ের ব্যবধান ১,৬৩৪ ৩.৮১%
ভোটার উপস্থিতি ৪২,৮৫৬ ৯৫.৬২%
সিপিআই(এম) নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Final Result Sheet - Tripura General Legislative Election 2018" (পিডিএফ)ceotripura.nic.in। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২১ 
  2. Shangara Ram (১২ মে ২০০৫)। "Delimitation Commission of India - Notification"eci.gov.in। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১ 
  3. "District/AC Map - Chief Electoral Officer, Tripura"ceotripura.nic.in। ৫ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২১ 
  4. "Assembly Election Results Dates Candidate List Opinion/Exit Poll Latest News, Political Consulting Survey Election Campaign Management Company India" 
  5. "Tripura Assembly Election 2018, Tripura Vidhan Sabha Election Updates"www.elections.in। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০ 
  6. Sitting and Previous MLAs from Suryamaninagar Assembly Constituency
  7. "List of Wiining MLA's from Suryamaninagar Till Date"। elections.in। সংগ্রহের তারিখ মে ১৩, ২০১৬ 
  8. "AC_Wise Final Result as per Form 13E"ECI Tripura (ইংরেজি ভাষায়)। 
  9. "AC_Wise Final Result as per Form 18E"ECI Tripura (ইংরেজি ভাষায়)।