বিষয়বস্তুতে চলুন

রায়পুর ইউনিয়ন, জীবননগর

স্থানাঙ্ক: ২৩°২৬′৪০.২″ উত্তর ৮৮°৫৫′১.২″ পূর্ব / ২৩.৪৪৪৫০০° উত্তর ৮৮.৯১৭০০০° পূর্ব / 23.444500; 88.917000
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রায়পুর
ইউনিয়ন
রায়পুর খুলনা বিভাগ-এ অবস্থিত
রায়পুর
রায়পুর
রায়পুর বাংলাদেশ-এ অবস্থিত
রায়পুর
রায়পুর
বাংলাদেশে রায়পুর ইউনিয়ন, জীবননগরের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২৬′৪০.২″ উত্তর ৮৮°৫৫′১.২″ পূর্ব / ২৩.৪৪৪৫০০° উত্তর ৮৮.৯১৭০০০° পূর্ব / 23.444500; 88.917000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাচুয়াডাঙ্গা জেলা
উপজেলাজীবননগর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

রায়পুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[]

অবস্থান

[সম্পাদনা]

পূর্বে ও দক্ষিণে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলামহেশপুর উপজেলা পশ্চিম ও উত্তরে হাসাদহ ইউনিয়ন ও আন্দুলবাড়িয়া ইউনিয়ন অবস্থিত। এ ইউনিয়ন উপজেলা সদর হতে ১৪ কিমি দুরে অবস্থিত।

ইতিহাস

[সম্পাদনা]

ব্রিটিশ আমলে এটি রায়পুর ইউনিয়ন বোর্ড নামে ও পাকিস্তান আমলে কাউন্সিল নামে পরিচিত ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইউনিয়ন বিলুপ্ত হয়। আবার ২০১৩ সালে পুরাতন বাঁকা ইউনিয়ন ভেঙ্গে সম্পূর্ণ ইউনিয়নের মর্যাদা লাভ করে।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

এ ইউনিয়ন একটি মৌজা, ৮টি গ্রাম নিয়ে গঠিত যা ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।

গ্রামসমুহ হল:-

  • নতুন চাকলা
  • বালিহুদা
  • রায়পুর
  • মারুফদহ
  • পুরাতন চাকলা
  • বাড়ান্দি
  • কৃষ্ণপুর

শিক্ষাব্যবস্থা

[সম্পাদনা]

রায়পুর ইউনিয়নের গড় শিক্ষার হার ৯৫℅। এখানে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা, ৭টি প্রাথমিক বিদ্যালয় আছে।

গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সমুহ-
  • নিধিকুন্ডু বাড়ান্দি দাখিল মাদ্রাসা।
  • রায়পুর মাধ্যমিক বিদ্যালয়।

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • কালা দুয়া (রায়পুর)
  • জয়দিয়া বাওড় ( একাংশ)
  • ভৈরব নদী (নতুন চাকলা)
  • মারুফদহ বাওড়
  • মারুফদহ বাটলে দুয়া ও মারুফ শাহ (রহ.) এর মাজার।

অর্থনীতিক অবস্থা

[সম্পাদনা]

এ ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এখানে ধান, পাট,আলু,ভুট্টা বিভিন্ন ধরনের ফল সহ বিভিন্ন ফসল উৎপাদিত হয়।

নদনদী

[সম্পাদনা]

একমাত্র নদী ভৈরব। যা মারুফদহ গ্রামের পাশ দিয়ে এবং নতুন চাকলা ও বালিহুদা গ্রামের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে।

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "ইউনিয়ন সমূহ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]