কেডিকে ইউনিয়ন
কেডিকে | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | চুয়াডাঙ্গা জেলা |
উপজেলা | জীবননগর উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
কেডিকে ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। কেডিকে এর পুর্ণরুপ হলোঃ খয়েরহুদা, দেহাটি এবং কাশিপুর। [১]
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]১. কাশীপুর
২. দেহাটি
৩. খয়েরহুদা
ইতিহাস
[সম্পাদনা]২০১৬ সালের প্রথম দিকে উথলী ইউনিয়নকে বিভক্ত করার চিন্তা করা হয় এবং বছরের প্রথমেই ইউনিয়ন বিভক্ত করা হয়। এক ইউনিয়ন ভেঙে আরও ৩টি ইউনিয়ন করা হয়। এই নতুন ইউনিয়ন এর মধ্যে কেডিকে একটি।[২]
শিক্ষাপ্রতিষ্ঠান
[সম্পাদনা]- কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়
- খয়েরহুদা প্রাথমিক বিদ্যালয়
- খয়েরহুদা প্রতিবন্ধি স্কুল
- কাশীপুর প্রাথমিক বিদ্যালয়
- দোহাটি প্রাথমিক বিদ্যালয়
অর্থনীতি
[সম্পাদনা]এ ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এখানে প্রধানত ধান,পাট,ভুট্টা সহ বিভিন্ন ফসল উৎপাদিত হয়।
এছাড়াও এখানে লাউ,পঠল,চিচিঙ্গা, পেঁপে,ঝাল,কলা,বেগুন, করলা সহ সকল ধরনের শাক-সবজি প্রচুর পরিমানে উৎপাদিত হয়।
এছাড়াও বর্তমানে অনেকেই বিভিন্ন প্রকার ফলের চাষ ও করছে।পেয়ারা,ড্রাগন,লেবু এদের মধ্যে উল্লেখ যোগ্য।
অনেকেই পানের চাষ ও করে।তবে সময়ের সাথে সাথে ফলের চাষে প্রচুর লাভবান হওয়ার কারণে এবং পানের চাহিদা কমে যাওয়া জন্য,পানের চাষ অনেকটা কমে গিয়েছে।
এছাড়াও এখানে বেশ কয়েকটি ইটের ভাটা এবং রাইস মিল আছে। গ্রামের মধ্যে দিয়ে ভৈরব নদী বয়ে যাওয়ার কারণে অনেকেই মাছ ধরে জীবিকা নির্বাহ করে।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]দর্শনীয় স্থান
[সম্পাদনা]- কাশীপুর জমিদার বাড়ি
- ভৈরব নদীর পাড়
- কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "ইউনিয়ন সমূহ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ "চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতাদের সন্তুষ্ট করতে গিয়ে এক ইউনিয়ন"। Daily Sangram।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]