বিষয়বস্তুতে চলুন

অ্যালেক্স অক্সলেড-চেম্বারলিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যালেক্স অক্সলেড-চেম্বারলিন
উয়েফা ইউরো ২০১২-এ ইংল্যান্ডের হয়ে অক্সলেড-চেম্বারলিন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম অ্যালেক্সান্ডার মার্ক ডেভিড অক্সলেড-চেম্বারলিন[]
জন্ম (1993-08-15) ১৫ আগস্ট ১৯৯৩ (বয়স ৩১)[]
জন্ম স্থান পোর্টস্‌মাথ, ইংল্যান্ড
উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মি)[]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
লিভারপুল
জার্সি নম্বর ১৫
যুব পর্যায়
২০০০–২০১০ সাউদাম্পটন
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০–২০১১ সাউদাম্পটন ৩৬ (৯)
২০১১–২০১৭ আর্সেনাল ১৩২ (৯)
২০১৭– লিভারপুল ৫৯ (৬)
জাতীয় দল
২০১০ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ (০)
২০১১ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ (০)
২০১১–২০১২ ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ (৪)
২০১২– ইংল্যান্ড ৩৫ (৭)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:৫৭, ৪ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৫৭, ৪ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

অ্যালেক্সান্ডার মার্ক ডেভিড অক্সলেড-চেম্বারলিন (/ˌɒksld ˈmbərlɪn/, ইংরেজি: Alex Oxlade-Chamberlain; জন্ম: ১৫ আগস্ট ১৯৯৩; অ্যালেক্স অক্সলেড-চেম্বারলিন নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল এবং ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম এবং ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

২০০০–০১ মৌসুমে, ইংরেজ ফুটবল ক্লাব সাউদাম্পটনের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে অক্সলেড-চেম্বারলিন ফুটবল জগতে প্রবেশ করেন এবং এই ক্লাবের হয়ে খেলার মাধ্যমেই ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০০৯–১০ মৌসুমে, সাউদাম্পটনের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন। সাউদাম্পটনে তিনি ২ মৌসুম অতিবাহিত করেছেন; যেখানে তিনি ৩৬ ম্যাচে ৯টি গোল করেছেন। পরবর্তীতে তিনি আর্সেনালের হয়ে খেলেছেন। ২০১৭–১৮ মৌসুমে, তিনি ৩৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে আর্সেনাল হতে লিভারপুলে যোগদান করেছেন।

দলগতভাবে, ঘরোয়া ফুটবলে, অক্সলেড-চেম্বারলিন এপর্যন্ত ১০টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ৬টি আর্সেনালের হয়ে এবং ৪টি লিভারপুলের হয়ে জয়লাভ করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Updated squads for 2017/18 Premier League confirmed"। Premier League। ২ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. "A. Oxlade-Chamberlain: Summary"Soccerway। Perform Group। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২০ 
  3. "Alex Oxlade-Chamberlain: Overview"। Premier League। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]