বিষয়বস্তুতে চলুন

স্টিভেন জেরার্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্টিভেন জেরার্ড
স্টিভেন জেরার্ড লিভারপুলের হয়ে খেলেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম স্টিভেন জর্জ জেরার্ড[]
জন্ম (1980-05-30) ৩০ মে ১৯৮০ (বয়স ৪৫)
জন্ম স্থান হুইস্টোন, মার্সিসাইড, ইংল্যান্ড
উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি (১.৮৫ মিটার)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
যুব পর্যায়
১৯৮৭–১৯৯৮ লিভারপুল
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯৮–২০১৫ লিভারপুল ৫০৪ (১২০)
২০১৫–২০১৬ এলএ গ্যালাক্সি ৩৪ (৫)
মোট ৫৩৮ (১২৫)
জাতীয় দল
১৯৯৯–২০০০ ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ (১)
২০০০–২০১৪ ইংল্যান্ড ১১৪ (২১)
পরিচালিত দল
২০১৭–২০১৮ লিভারপুল অনুর্ধ্ব-১৮ এবং অনুর্ধ্ব-১৯
২০১৮–২০২১ রেঞ্জার্স
২০২১–২০২২ অ্যাস্টন ভিলা
২০২৩–২০২৫ আল ইত্তিফাক
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৪ মে ২০১৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

স্টিভেন জর্জ জেরার্ড এমবিই (জন্ম ৩০ মে ১৯৮০) একজন ইংরেজ ফুটবল ম্যানেজার এবং প্রাক্তন খেলোয়াড়, যিনি সম্প্রতি প্রিমিয়ার লিগ ক্লাব অ্যাস্টন ভিলা ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। স্টিভেন জেরার্ড তার প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড়। জেরার্ড তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন লিভারপুলে এবং ইংল্যান্ড জাতীয় দলের একজন কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে। মধ্যমাঠের খেলোয়াড় হলেও দলের প্রয়োজনে আক্রমণভাগ এমনকি রক্ষনভাগেও খেলে থাকেন। তিনি ক্লাব এবং জাতীয় দলের অধিনায়ক ছিলেন।

অর্জন

[সম্পাদনা]

ব্যক্তিগত:

পিএফএ সেরা খেলোয়াড় (২০০৬)

উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেরা খেলোয়াড় (২০০৪-২০০৫)

পিএফএ সেরা তরুণ খেলোয়াড় (২০০১)

ক্লাব:

এফএ কাপ (২০০০-২০০১,২০০৫-২০০৬)

উয়েফা চ্যাম্পিয়নস লিগ (২০০৪-২০০৫)

লিগ কাপ (২০০০-২০০১,২০০২-২০০৩)

ইউরোপিয়ান সুপার কাপ (২০০১-২০০২)

চ্যারিটি শিল্ড (২০০১-২০০২)

উয়েফা কাপ (২০০০-২০০১)

গোলসংখ্যা

[সম্পাদনা]

২০১৫ সালের জুন পর্যন্ত হিসাব।

আন্তর্জাতিক-১১৪ ম্যাচে ২১ গোল।

ক্লাব ম্যাচ-৫০৪ ম্যাচে ১২০ গোল।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "প্রিমিয়ার লিগ স্কোয়াড লিস্ট" (পিডিএফ)PremierLeague.com। প্রিমিয়ার লিগ কমিটি। ২ ফেব্রুয়ারি ২০১২। পৃষ্ঠা 23। ২৭ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]