অভয়াপুরী উত্তর বিধানসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অভয়াপুরী উত্তর
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৩৪ নং চিহ্নিত কেন্দ্রটি অভয়াপুরী উত্তর
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৩৪ নং চিহ্নিত কেন্দ্রটি অভয়াপুরী উত্তর
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগনিম্ন আসাম
জেলাবঙ্গাইগাঁও
কেন্দ্র নং.৩৪
লোকসভা কেন্দ্র৬. বড়পেটা
নির্বাচনী বছর১,৮০,৩৩২ (২০২১)

অভয়াপুরী উত্তর বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি সংরক্ষিত নয়।[১][২] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৭৮ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো অসম গণ পরিষদ (চার বার)।

ভোটার পরিসংখ্যান[সম্পাদনা]

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৮০,৩৩২ জন যার মধ্যে পুরুষ ভোটার ৯৩,৪৮৮ জন এবং নারী ভোটার ৮৬,৮৪২ জন। এছাড়াও দুইজন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। অভয়াপুরী উত্তর বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯২৯।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৫২,১৯৭ জন যার মধ্যে পুরুষ ভোটার ৮০,২৭২ জন এবং নারী ভোটার ৭১,৯২৫ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,২৫,৩০৪ জন যার মধ্যে পুরুষ ভোটার ৬৭,৮৩৬ জন এবং নারী ভোটার ৫৭,৪৬৮ জন।[৩]

বিধানসভার সদস্য[সম্পাদনা]

নির্বাচন[৪] বিধায়ক দল সময়কাল
২০২১ আব্দুল বাতিন খন্দকার আইএনসি ২০২১-বর্তমান
২০১৬ আব্দুল হাই নাগরী ২০১৬-২০২১
২০১১ ভূপেন রায় অগপ ২০১১-১৬
২০০৬ আব্দুল হাই নাগরী আইএনসি ২০০৬-১১
২০০১ ভূপেন রায় অগপ ১৯৯১-২০০০৬
১৯৯৬
১৯৯১
১৯৮৫ মোকবুল হোসেন স্বতন্ত্র ১৯৮৫-৯১
১৯৭৮ পাণি মেধী ১৯৭৮-৮৫

নির্বাচনী ফলাফল[সম্পাদনা]

২০২১ ফলাফল[সম্পাদনা]

আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : অভয়াপুরী উত্তর[৫]
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস আব্দুল বাতিন খন্দকার ৯৩,২৭৬ ৫৮.৫৮% +২৩.২২
অগপ ভূপেন রায় ৬০,৪৯৫ ৩৮.০০% +৪.২১
তৃণমূল আশরাফুল ইসলাম ১,৫৬৭ ০.৯৮% অপ্রযোজ্য
এএসএমজেটিওয়াইপি অজন্তা বড়ুয়া ১,২৬৪ ০.৭৯% অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ২,৬১৫ ১.৬৪% অপ্রযোজ্য
জয়ের ব্যবধান ৩২,৭৮১ ২০.৫৮% +১৯.০১
ভোটার উপস্থিতি ১,৫৯,২১৭ ৮৭.৩৪% -৩.৩৪
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

২০১৬ ফলাফল[সম্পাদনা]

আসাম বিধানসভা নির্বাচন, ২০১৬ : অভয়াপুরী উত্তর
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস আব্দুল হাই নাগরী ৪৮,৩৫৪ ৩৫.৩৬ +০.৫১
অগপ ভূপেন রায় ৪৬,২১১ ৩৩.৭৯ -২.৫৩
গণতান্ত্রিক মোর্চা আব্দুল বাতিন খন্দকার ৩২,৬৯৯ ২৩.৯১ +৫.১৫
স্বতন্ত্র স্বপন মুখোপাধ্যায় ৩,৯৬৮ ২.৯০ অপ্রযোজ্য
সিপিআই(এম) তরুণ চন্দ্র রায় ৩,৩১৫ ২.৪২ -০.২৯
আরপিআই(এ) ভগিরথ রায় ৮৩৬ ০.৬১ অপ্রযোজ্য
স্বতন্ত্র শামসুল হক ৫০১ ০.৩৬ অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ৮৬৩ ০.৬৩ অপ্রযোজ্য
জয়ের ব্যবধান ২,১৪৩ ১.৫৭ +০.১০
ভোটার উপস্থিতি ১,৩৬,৭৪৭ ৯০.৬৮ +৫.২০
অগপ থেকে কংগ্রেস অর্জন করেছে সুইং +১.৫২

২০১১ ফলাফল[সম্পাদনা]

আসাম বিধানসভা নির্বাচন, ২০১১ : অভয়াপুরী উত্তর
দল প্রার্থী ভোট % ±%
অগপ ভূপেন রায় ৩৮,১১১ ৩৬.৩২ -৩.১০
কংগ্রেস আব্দুল হাই নাগরী ৩৬,৫৭৪ ৩৪.৮৫ -১৬.৫৯
গণতান্ত্রিক মোর্চা আব্দুল লতিফ মন্ডল ১৯,৬৯৫ ১৮.৭৭ +১৬.৮০
বিপিএফ অঞ্জু মনোয়ারা বেগম ৪,৭৩৩ ৪.৫১ অপ্রযোজ্য
সিপিআই(এম) রবিন দাস ২,৮৪৪ ২.৭১ অপ্রযোজ্য
বিজেপি রাতুল ভরলী ১,০৪১ ০.৯৯ +০.২৮
তৃণমূল নীলানন্দ রাজবংশী ৭০৯ ০.৬৮ অপ্রযোজ্য
এলজেপি আমিনুল হক জোয়ার্দ্দার ৪৬৬ ০.৪৪ অপ্রযোজ্য
লোক ভারতী শামসুল হক ৪২৩ ০.৪০ অপ্রযোজ্য
এনসিপি হাবিবুর রহমান ৩৩৭ ০.৩২ -১.৩২
সংখ্যাগরিষ্ঠতা ১,৫৩৭ ১.৪৭ -১০.৫৫
ভোটার উপস্থিতি ১,০৪,৯৩৪ ৮৫.৪৮ +০.৫৩
কংগ্রেস থেকে অগপ অর্জন করেছে সুইং

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ 
  2. "About abhayapurinorth constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  3. https://www.news18.com/assembly-elections-2021/assam/abhayapuri-north-election-result-s03a034/
  4. "List of Wiining MLA's from Patharkandi Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১ 
  5. "AC_Wise Final Result as per Form 21E"CEO Assam (ইংরেজি ভাষায়)।