বিষয়বস্তুতে চলুন

রানাসিংহে প্রেমাদাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রানাসিংহে প্রেমাদাসা
රණසිංහ ප්‍රේමදාස
ரணசிங்க பிரேமதாசா
৩য় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
২ জানুয়ারি, ১৯৮৯ – ১ মে, ১৯৯৩
পূর্বসূরীজুনিয়াস রিচার্ড জয়াবর্ধনে
উত্তরসূরীদিনগিরি বান্দা উইজেতুঙ্গা
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
৬ ফেব্রুয়ারি, ১৯৭৮ – ৩ মার্চ, ১৯৮৯
পূর্বসূরীজুনিয়াস রিচার্ড জয়াবর্ধনে
উত্তরসূরীদিনগিরি বান্দা উইজেতুঙ্গা
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯২৪-০৬-২৩)২৩ জুন ১৯২৪
কলম্বো, ব্রিটিশ সিলন
(বর্তমানে শ্রীলঙ্কা)
মৃত্যু১ মে ১৯৯৩(1993-05-01) (বয়স ৬৮)
কলম্বো, শ্রীলঙ্কা
জাতীয়তাশ্রীলঙ্কা শ্রীলঙ্কান
রাজনৈতিক দলইউনাইটেড ন্যাশনাল পার্টি
দাম্পত্য সঙ্গীহেমা প্রেমদাস
(বিবাহপূর্ব বিক্রেমাতুঙ্গে)
সন্তানসাজিথ প্রেমাদাসা, দুলাঞ্জলি
ধর্মথেরবাদ বৌদ্ধধর্ম

শ্রীলঙ্কাভিমান্য রানাসিংহে প্রেমাদাসা (সিংহলি: රණසිංහ ප්‍රේමදාස,তামিল: ரணசிங்க பிரேமதாசா; ২৩ জুন ১৯২৪ – ১ মে ১৯৯৩)[] ছিলেন ২ জানুয়ারি ১৯৮৯ থেকে ১ মে ১৯৯৩ পর্যন্ত শ্রীলঙ্কার তৃতীয় (দ্বিতীয় কার্যনির্বাহী) রাষ্ট্রপতি[] তিনি ছিলেন তৎকালীন ব্রিটিশ সিলনের কলম্বোয় জন্মগ্রহণকারী শ্রীলঙ্কার বিশিষ্ট রাজনীতিবিদ। তারপূর্বে জে. আর. জয়াবর্ধনে সরকারের অধীনে ৬ ফেব্রুয়ারি, ১৯৭৮ থেকে ১ জানুয়ারি, ১৯৮৯ সময়কাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি থাকাকালীন ১ মে, ১৯৯৩ তারিখে অনুষ্ঠিত মে দিবসের শোভাযাত্রা অনুষ্ঠানে এলটিটিই কর্তৃক পরিচালিত[] আত্মঘাতি বোমা হামলায় তিনি নিহত হন।[] ১৯৮৬ সালে নির্মিত খেত্তারামা স্টেডিয়ামের উন্নয়নে অনন্য সাধারণ ভূমিকা রাখেন তিনি। মৃত্যু পরবর্তীকালে তার নামকে চিরস্মরণীয় করে রাখতে এর বর্তমান নামকরণ করা হয় রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

কলম্বোর সেন্ট জোসেফ’স কলেজে অধ্যয়নকালীন সময়ে প্রাচ্য ভাষা শিখতে থাকেন। তার বাবা রিচার্ড রানাসিংহে। তারই অনুপ্রেরণায় তিনি এ ভাষা শিখেন। সাংবাদিক হতে চেয়েছিলেন রানাসিংহে প্রেমাদাসা। সিংহলি ভাষায় ভারতীয় রাজনীতিবিদ জওহরলাল নেহেরু’র আত্মজীবনী অনুবাদ করেছিলেন তিনি।

হেমা বিক্রমাতুঙ্গে নামীয় এক রমণীকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে সজীথ প্রেমাদাসা ও দুলাঞ্জলী নামীয় দুই সন্তান রয়েছে। তন্মধ্যে, পুত্র সাজিথ প্রেমাদাসা হাম্বানতোতা জেলা থেকে ইউএনপি’র সংসদ সদস্য নির্বাচিত হন ও ইউনাইটেড ন্যাশনাল পার্টি’র সাবেক উপ-নেতা ছিলেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

এ. ই. গুণেসিংহে’র নেতৃত্বাধীন সিলনের লেবার পার্টি’র মাধ্যমে রাজনৈতিক জীবনে অনুপ্রবেশ করেন। ১৯৫০-এর দশকে লেবার পার্টির অনিশ্চিত ভবিষ্যৎ উপলদ্ধি করে দলত্যাগ করেন ও মধ্যপন্থী ইউনাইটেড ন্যাশনাল পার্টিতে যোগ দেন। এভাবেই তিনি প্রথম অ-গোভিগামা রাজনীতিবিদ হলেন যিনি গণতান্ত্রিক পন্থায় শ্রীলঙ্কার স্বাধীনতা পরবর্তীকালে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছেন।

ডাডলে সেনানায়েকের মন্ত্রীসভায় সম্প্রচার মন্ত্রী হিসেবে অভিষিক্ত হন তিনি। দক্ষিণ এশিয়ার প্রাচীনতম রেডিও স্টেশন রেডিও সিলনকে ৫ জানুয়ারি, ১৯৬৭ তারিখে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা হিসেবে সিলন ব্রডকাস্টিং কর্পোরেশনে নামাঙ্কিত করেন।

দরিদ্রদের আশ্রয়দান প্রকল্পের সাথে তিনি জড়িত ছিলেন। সেজন্যে জাতিসংঘ আশ্রয়বর্ষ হিসেবে ঘোষণা করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ranasinghe Premadasa DOB"priu.gov.lk। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৫ 
  2. "Former Presidents – Presidential Secretariat of Sri Lanka" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২০ 
  3. Liberation Tigers of Tamil Eelam Backgrounder ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ মে ২০১০ তারিখে Council on Foreign Relations - July 21, 2008
  4. Gargan, Edward (মে ২, ১৯৯৩)। "Suicide Bomber Kills President of Sri Lanka"। New York Times। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]
সরকারি দফতর
পূর্বসূরী
জুনিয়াস রিচার্ড জয়াবর্ধনে
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি
১৯৮৯–১৯৯৩
উত্তরসূরী
দিনগিরি বান্দা উইজেতুঙ্গা
পূর্বসূরী
জুনিয়াস রিচার্ড জয়াবর্ধনে
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
১৯৭৮–১৯৮৯
উত্তরসূরী
দিনগিরি বান্দা উইজেতুঙ্গা