দিনগিরি বান্দা উইজেতুঙ্গা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাননীয় শ্রী লঙ্কাভিমান্য

দিনগিরি বান্দা উইজেতুঙ্গা
দিনগিরি বান্দা উইজেতুঙ্গা.jpg
৪র্থ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
৭ মে ১৯৯৩ – ১২ নভেম্বর ১৯৯৪
ভারপ্রাপ্তঃ ১ মে ১৯৯৩ – ৭ মে ১৯৯৩
প্রধানমন্ত্রীরনিল বিক্রমসিংহ
চন্দ্রিকা কুমারাতুঙ্গা
পূর্বসূরীরানাসিংহে প্রেমাদাসা
উত্তরসূরীচন্দ্রিকা কুমারাতুঙ্গা
শ্রীলঙ্কার ৯ম প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
৬ মার্চ ১৯৮৯ – ৭ মে ১৯৯৩
রাষ্ট্রপতিরানাসিংহে প্রেমাদাসা
পূর্বসূরীরানাসিংহে প্রেমাদাসা
উত্তরসূরীরনিল বিক্রমসিংহ
ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা
কাজের মেয়াদ
৭ মে ১৯৯৩ – ১২ নভেম্বর ১৯৯৪
পূর্বসূরীরানাসিংহে প্রেমাদাসা
উত্তরসূরীরনিল বিক্রমসিংহ
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯১৬-০২-১৫)১৫ ফেব্রুয়ারি ১৯১৬
উড়ুনুওয়ারা, ব্রিটিশ সিলন
(এখন শ্রীলঙ্কা)
মৃত্যু২১ সেপ্টেম্বর ২০০৮(2008-09-21) (বয়স ৯২)
কান্ডি, শ্রীলঙ্কা
জাতীয়তাশ্রীলঙ্কান
রাজনৈতিক দলইউনাইটেড ন্যাশনাল পার্টি
দাম্পত্য সঙ্গীবিমলাবতী কুমারী
সন্তানচিত্তরঙ্গনী

দিনগিরি বান্দা উইজেতুঙ্গা (১৯১৬-২০০৮) শ্রীলঙ্কার ৪র্থ রাষ্ট্রপতি ছিলেন ১৯৯৩ সালের ১ মে থেকে ১৯৯৪ সালের ১২ নভেম্বর পর্যন্ত; এর আগে তিনি দেশটির নবম প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছেন ৬ মার্চ ১৯৮৯ তারিখ হতে ৭ মে ১৯৯৩ পর্যন্ত। এর আগে তিনি দেশটির একটি প্রাদেশিক গভর্নর হিসেবে কাজ করেছিলেন ১৯৮৮ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত। তিনি ১৯৪৬ সালে ইউনাইটেড ন্যাশনাল পার্টিতে যোগ দিয়েছিলেন। ১৯৩৯ সালে তিনি মাধ্যমিক পাশ করে ব্রিটিশ সিলন পুলিশে সাধারণ কনস্টেবল হিসেবে যোগ দিয়েছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]