বিষয়বস্তুতে চলুন

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি
ශ්‍රී ලංකා ජනාධිපති
இலங்கை சனாதிபதி
দায়িত্ব
অনূঢ়া কুমারা দিশানায়েকে

২৩ সেপ্টেম্বর ২০২৪ থেকে
সম্বোধনরীতি
    • মিঃ প্রেসিডেন্ট
      (ইনফর্মাল)
    • হিজ এক্সিলেন্সি
      (ফর্মাল)
এর সদস্যশ্রীলঙ্কার মন্ত্রিসভা
জাতীয় নিরাপত্তা পরিষদ (শ্রীলঙ্কা)
বাসভবনরাষ্ট্রপতি ভবন, কলম্বো
মনোনয়নদাতাশ্রীলঙ্কার নাগরিক
নিয়োগকর্তাপ্রত্যক্ষ নির্বাচন
মেয়াদকালপাঁচ বছর
গঠনের দলিলশ্রীলঙ্কার সংবিধান
পূর্ববর্তীসিলনের রাজা
সর্বপ্রথমউইলিয়াম গোপালাওয়া
গঠন২২ মে ১৯৭২; ৫২ বছর আগে (1972-05-22)
প্রথমউইলিয়াম গোপালাওয়া
ডেপুটিপ্রধানমন্ত্রী
ওয়েবসাইটpresident.gov.lk
রাষ্ট্রপতির সচিবালয়

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হচ্ছে শ্রীলঙ্কার সরকারপ্রধান। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি শ্রীলঙ্কা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি পদাধিকার বলে শ্রীলঙ্কার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, তার অবস্থান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর চেয়েও উপরে, তিনিই (রাষ্ট্রপতি) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে থাকেন।