কুরাসাও ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুরাসাও ফুটবল ফেডারেশন
কনকাকাফ
প্রতিষ্ঠিত১৯২১; ১০৩ বছর আগে (1921)[১]
সদর দপ্তরউইলেমস্টাট, কুরাসাও
ফিফা অধিভুক্তি১৯৩২[১]
কনকাকাফ অধিভুক্তি১৯৬১[২]
সভাপতিটেমপ্লেট:দেশের উপাত্ত কুরাসাও দ্বীপ শাহিন এলহেজ
সহ-সভাপতিটেমপ্লেট:দেশের উপাত্ত কুরাসাও দ্বীপ শারম্যান ইগনাসিয়াস
ওয়েবসাইটwww.ffk.cw

কুরাসাও ফুটবল ফেডারেশন (পাপিয়ামেন্টো: Federashon Futbòl Kòrsou, ইংরেজি: Curaçao Football Federation; এছাড়াও সংক্ষেপে এফএফকে এবং সিএফএফ নামে পরিচিত) হচ্ছে কুরাসাওয়ের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ফিফা নাম পরিবর্তন সংক্রান্ত নিয়ম সংশোধন করার পর,[৩] বোনেয়ারের সাথে মিল থাকার ফলে (যা তৎকালীন নেদারল্যান্ডসের অংশ ছিল), ২০১১ সালের ৯ই ফেব্রুয়ারি তারিখে এই সংস্থার নাম এনএভিইউ হতে পরিবর্তন করে এফএফকে রাখা হয়েছে।[৪] এটি প্রতিষ্ঠার ১১ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৪০ বছর পর ১৯৬১ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর কুরাসাওয়ের রাজধানী উইলেমস্টাটে অবস্থিত।

এই সংস্থাটি কুরাসাওয়ের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে কুরাসাও লীগ প্রথম বিভাগ এবং কুরাসাও লীগ প্রথম বিভাগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে কুরাসাও ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন শাহিন এলহেজ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এরিকা ওয়েভার।

কর্মকর্তা[সম্পাদনা]

১০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি শাহিন এলহেজ
সহ-সভাপতি শারম্যান ইগনাসিয়াস
সাধারণ সম্পাদক এরিকা ওয়েভার
কোষাধ্যক্ষ রেমফিস ডনকার
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক লিভিয়েনা রিয়শট
প্রযুক্তিগত পরিচালক রোনাল্ড ট্রোওলুন
ফুটসাল সমন্বয়কারী অ্যালেক্স মোলিনা
জাতীয় দলের কোচ (পুরুষ) গুস হিডিঙ্ক
জাতীয় দলের কোচ (নারী) মারিজোল বুমবার্গ
রেফারি সমন্বয়কারী হুবার্ট ইসেনিয়া

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৫ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২০ 
  2. "Ramón Coll, electo Presidente de la Confederación de Futbol de América del Norte, América Central y el Caribe"La Nación (Google News Archive)। ২৩ সেপ্টেম্বর ১৯৬১। 
  3. "Curacao VU NAVU now?"। curacaosport.com। ১৪ অক্টোবর ২০১০। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১১ 
  4. "FFK is born"। curacaosport.com। ৯ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:কুরাসাও-এ ফুটবল টেমপ্লেট:কুরাসাও ফুটবল ফেডারেশন