কুমিল্লা সেনানিবাস হত্যাকান্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১৯৭১ সালের মার্চ মাসে পাকিস্তান সেনাবাহিনী দ্বারা পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) কুমিল্লা সেনানিবাসে গণহত্যা চালানো হয়েছিল। লেফটেন্যান্ট কর্নেল মনসুরুল হক দাবি করেছিলেন যে ২৭-২৮ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসে ১৭ জন বাঙালি সেনা কর্মকর্তা এবং ৯৫৩ সৈন্যকে হত্যা দেওয়া হয়েছিল। হামুদুর রহমান কমিশন তার দাবিটিকে "শক্ত" বলে বিবেচনা করেছিল।[১] অন্যান্য উৎস অনুসারে, লেফটেন্যান্ট জেনারেল ইয়াকুব মালিকের নির্দেশে নিরস্ত্রীকরণের সময় ১৭ জন বাঙালি অফিসার এবং ৯১৫ জন সৈন্যকে (সবাই মুসলমান) হত্যা করা হয়।[২][৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The genesis of defeat - Cover Story News - Issue Date: Aug 21, 2000"web.archive.org। ২০১৯-০৫-১৭। Archived from the original on ২০১৯-০৫-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১৮ 
  2. "Thematic Chronology of Mass Violence in Pakistan, 1947-2007 | Sciences Po Mass Violence and Resistance - Research Network"web.archive.org। ২০১৯-০৩-২৪। Archived from the original on ২০১৯-০৩-২৪। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১৮ 
  3. "Genocide they wrote"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৫-১২-০২। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১৮ 
  4. "GENOCIDE"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৭-১২-১৬। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১৮