দোলঞ্চা নদী
অবয়ব
দোলঞ্চা নদী দলঞ্চা নদী | |
---|---|
অবস্থান | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | উত্তর দিনাজপুর জেলা |
মহকুমা | ইসলামপুর |
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
উৎস | |
• অবস্থান | সাপনিকলা বনাঞ্চল |
মোহনা | |
• অবস্থান | কোণীভিটা |
দৈর্ঘ্য | ২০ কিলোমিটার |
নিষ্কাশন | |
• অবস্থান | নাগর নদী |
দোলঞ্চা বা দলঞ্চা নদী ভারতের পূর্বদিকে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলা দিয়ে প্রবাহিত নদী৷ এটি নাগর নদীর পশ্চিমতীরের উপনদী৷ এটি মূলত বৃষ্টির জলে পুষ্ট নদী৷
গতিপথ
[সম্পাদনা]উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার সাপনিকলা বনাঞ্চল থেকে এই দলঞ্চা নদীর উৎপত্তি। যাত্রাপথে এটি সুজালি, বইরঝাড়ি, ঘোড়ামারা, বোচাভিটা প্রভৃৃৃতি গ্রাম পঞ্চায়েত অতিক্রম করে কোণীভিটায় এসে নাগর নদীর সাথে মিলিত হয়েছে। নদীটির দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার। জনশ্রুতি অনুযায়ী পুর্বে এই নদীর তীরে শাল, কদম, শিরীষ প্রভৃতি গাছের অরণ্য ছিল বলে জানা গেছে।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |