৩৫তম বাচসাস পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
৩৫তম বাচসাস পুরস্কার
পুরস্কার দেওয়া হয়২০১৩ সালে চলচ্চিত্রশিল্পে অনন্য অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি
আয়োজকবাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি
প্রদান২৭ ডিসেম্বর ২০১৪
স্থানঢাকা, বাংলাদেশ
আলোকপাত
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রমৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ অভিনেতাতিতাস জিয়া
মৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ অভিনেত্রীঅপু বিশ্বাসমাহিয়া মাহী
মাই নেম ইজ খানভালোবাসা আজকাল
সর্বাধিক পুরস্কারমৃত্তিকা মায়া (৯টি)
 ← ৩৪তম বাচসাস পুরস্কার ৩৬তম → 

৩৫তম বাচসাস পুরস্কার হল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি কর্তৃক প্রদত্ত বাচসাস পুরস্কারের পয়ত্রিশতম আয়োজন। ২০১৩ সালের চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে সেরা অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।[১][২][৩] মৃত্তিকা মায়া শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সর্বাধিক ৯টি বিভাগে পুরস্কার অর্জন করে।[৪]

বিজয়ীদের তালিকা[সম্পাদনা]

বিভাগ বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্র গাজী রাকায়েত (প্রযোজক) মৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ পরিচালক গাজী রাকায়েত মৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ অভিনেতা তিতাস জিয়া মৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ অভিনেত্রী অপু বিশ্বাস মাই নেম ইজ খান
মাহিয়া মাহী ভালোবাসা আজকাল
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা কাবিলা ভালোবাসা আজকাল
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী চম্পা রূপগাওয়াল
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক এ কে আজাদ মৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (গান - "আমি নিঃস্ব হয়ে যাবো জানো না")
শ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পী চন্দন সিনহা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (গান - "আমি নিঃস্ব হয়ে যাবো জানো না")
শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ইভটিজিং (গান - "সইলো সই মনের কথা কই")
শ্রেষ্ঠ কাহিনিকার গাজী রাকায়েত মৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার গাজী রাকায়েত মৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা আনন জামান শিখন্ডী কথা
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক সাইফুল ইসলাম বাদল মৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ চিত্রসম্পাদক শরিফুল ইসলাম নাসের মৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক উত্তম গুহ মৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ শব্দগ্রাহক কাজী সেলিম মৃত্তিকা মায়া

আজীবন সম্মাননা[৫][সম্পাদনা]

জুরি বোর্ড[সম্পাদনা]

এই পুরস্কার বাছাইয়ের জন্য জুরি বোর্ডের সদস্যরা হচ্ছেন দুলাল খান, চিন্ময়ী মুতসুদ্দি, আলীমুদ্দিন, শামীম আলম, দীপেন, মাহমুদা চৌধুরী, হিরেন দে, আনোয়ারুল কবির বুলু, ইরফান হক নাহিদ, ইমরুল শহীদ, ফরিদ বাশার, মইনুল হক ভূঁইয়া, রাশিদুল আমিন হলি, রাশেদ রাইন, লিটন রহমান, তাপস বিশ্বাস, বাসির জামাল, গিয়াস আহমেদ, সৌমিক হাসান সোহাগ, সৈয়দ সাঈদ ও আহমেদ তুহিন।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পাঁচ বছরের বাচসাস পুরস্কার ঘোষণা"দৈনিক ইত্তেফাক। ২৮ ডিসেম্বর ২০১৪। ১৪ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯ 
  2. "চলচ্চিত্র অঙ্গনের পাঁচ বছরের পুরস্কার প্রদান বাচসাসের"দৈনিক ভোরের কাগজ। ২৮ ডিসেম্বর ২০১৪। ২৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯ 
  3. "জমকালো আয়োজনে বাচসাস পুরস্কার প্রদান"দৈনিক মানবজমিন। ২৯ ডিসেম্বর ২০১৪। ১৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯ 
  4. "পাঁচ বছরের বাচসাস পুরস্কার পাচ্ছেন যারা"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৬ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯ 
  5. "বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল 'বাচসাস' পুরস্কার"সময় টিভি। ২৭ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২০