১২তম বাচসাস পুরস্কার
১২তম বাচসাস পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ১৯৮৪ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
পুরস্কার প্রদান করে | বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি | |||
উপস্থাপিত | বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি | |||
উপস্থাপন | ১৯৮৫ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | প্রিন্সেস টিনা খান | |||
শ্রেষ্ঠ অভিনেতা | আলমগীর ভাত দে | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | রোজিনা সুরুজ মিয়া | |||
সর্বাধিক পুরস্কার | প্রিন্সেস টিনা খান (৭টি) | |||
|
১২তম বাচসাস পুরস্কার হল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি কর্তৃক প্রদত্ত বাচসাস পুরস্কারের দ্বাদশ আয়োজন। ১৯৮৪ সালের চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে সেরা অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজনে ১৮টি বিভাগে ১৬ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।[১] প্রিন্সেস টিনা খান শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সর্বাধিক ৭টি বিভাগে পুরস্কার অর্জন করে।
বিজয়ীদের তালিকা[সম্পাদনা]
সাংবাদিকতা[সম্পাদনা]
- এস এম পারভেজ স্মৃতি পুরস্কার: ফজল শাহাবুদ্দীন ("পঞ্চাশ, ষাট ও সত্তরের দশকের প্রথম দিক পর্যন্ত টানা চলচ্চিত্র সাংবাদিকতায় লেখা, সম্পাদনা ও সাংবাদিক সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য")
বিশেষ[সম্পাদনা]
- অমলেন্দু বিশ্বাস (যাত্রায় অবদানের জন্য)
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৪৭৭। আইএসবিএন 984-70194-0045-9
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।