৪র্থ বাচসাস পুরস্কার হল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি কর্তৃক প্রদত্ত বাচসাস পুরস্কারের চতুর্থ আয়োজন। ১৯৭৬ সালের চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে সেরা অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজনে ১৮টি বিভাগে ১৯ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।[১]সূর্য কন্যা চলচ্চিত্রটি সর্বাধিক ৫টি বিভাগে পুরস্কার লাভ করে এবং আলমগীর কবির ২টি বিভাগে পুরস্কার অর্জন করেন।
↑জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৪৭৪। আইএসবিএন984-70194-0045-9|আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।