১১তম বাচসাস পুরস্কার
১১তম বাচসাস পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ১৯৮৩ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
পুরস্কার প্রদান করে | বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি | |||
উপস্থাপিত | বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি | |||
উপস্থাপন | ১৯৮৪ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | সীমার | |||
শ্রেষ্ঠ অভিনেতা | বুলবুল আহমেদ ফেরারী বসন্ত | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | নূতন প্রাণ সজনী | |||
সর্বাধিক পুরস্কার | সীমার (৭টি) | |||
|
১১তম বাচসাস পুরস্কার হল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি কর্তৃক প্রদত্ত বাচসাস পুরস্কারের একাদশ আয়োজন। ১৯৮৩ সালের চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে সেরা অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজনে ২০টি বিভাগে ১৯ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।[১] সীমার শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সর্বাধিক ৭টি বিভাগে পুরস্কার অর্জন করে।
বিজয়ীদের তালিকা[সম্পাদনা]
চলচ্চিত্র[সম্পাদনা]
সাংবাদিকতা[সম্পাদনা]
- এস এম পারভেজ স্মৃতি পুরস্কার: সৈয়দ শামসুল হক ("পঞ্চাশ ও ষাটের দশকে স্বল্পকালীন চলচ্চিত্র সাংবাদিকতায় অবদান রাখার জন্য")
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৪৭৬-৪৭৭। আইএসবিএন 984-70194-0045-9
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।