২য় বাচসাস পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২য় বাচসাস পুরস্কার
পুরস্কার দেওয়া হয়১৯৭৪ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি
আয়োজকবাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি
প্রদান১৯৭৫
স্থানঢাকা, বাংলাদেশ
আলোকপাত
শ্রেষ্ঠ অ-পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রফ্লাড অ্যান্ড টিয়ার্স
শ্রেষ্ঠ অভিনেতাদারাশিকো
সংগ্রাম
শ্রেষ্ঠ অভিনেত্রীববিতা
আলোর মিছিল
সর্বাধিক পুরস্কারআলোর মিছিল (৭টি)
 ← ১ম বাচসাস পুরস্কার ৩য় → 

২য় বাচসাস পুরস্কার হল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি কর্তৃক প্রদত্ত বাচসাস পুরস্কারের দ্বিতীয় আয়োজন। ১৯৭৪ সালের চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে সেরা অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজনে ১৯ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।[১] আলোর মিছিল সর্বাধিক ৭টি বিভাগে পুরস্কার লাভ করে।

বিজয়ীদের তালিকা[সম্পাদনা]

বিভাগ বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রদান করা হয়নি
দ্বিতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র নারায়ণ ঘোষ মিতা (প্রযোজক) আলোর মিছিল
শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র বশীর হোসেন ফ্লাড অ্যান্ড টিয়ার্স
শ্রেষ্ঠ পরিচালক নারায়ণ ঘোষ মিতা (প্রযোজক) আলোর মিছিল
শ্রেষ্ঠ অভিনেতা দারাশিকো সংগ্রাম
শ্রেষ্ঠ অভিনেত্রী ববিতা আলোর মিছিল
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা খলিল উল্লাহ খান আলোর মিছিল
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী রোজী আফসারী আলোর মিছিল
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক সুবল দাস অনেক দিন আগে
শ্রেষ্ঠ গীতিকার মুস্তাফিজুর রহমান আলোর মিছিল (গান - "এই পৃথিবীর পরে")
শ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পী আব্দুল জব্বার বেঈমান (গান - "আমি তো বন্ধু মাতাল নই")
শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন মালকা বানু (গান - "ওরে আমার ময়না পাখি")
শ্রেষ্ঠ কাহিনীকার ইসমাইল মোহাম্মদ আলোর মিছিল
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার কাজী আনোয়ার হোসেন মাসুদ রানা
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু অনেক দিন আগেমাসুদ রানা
শ্রেষ্ঠ চিত্রসম্পাদক ফজলে হক অনেক দিন আগে
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক হাসান আলী অনেক দিন আগে
শ্রেষ্ঠ শব্দগ্রাহক মোজাম্মেল হক মালকা বানু
বিশেষ পুরস্কার খান জয়নুল -

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৪৭৩। আইএসবিএন 984-70194-0045-9