বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Shahanur Islam Rudra

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: NahidSultan কর্তৃক ৪ বছর পূর্বে "আপনাকে সর্বশেষ সতর্কবার্তা" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

উইকিপিডিয়া:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯/জমাদান[সম্পাদনা]

উপরের পাতাতে আপনি নিবন্ধ লিখেছিলেন। কিন্তু আপনাকে নিবন্ধ লিখতে হবে নির্দিষ্ট শিরোনামে যেটা তালিকাতে আছে সেখানকার শিরোনামে এবং জমা দিতে হবে শুধু শিরেনামটা এই পাতাতে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৫৫, ৭ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আমরা কিভাকে দেখি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

আমরা কিভাকে দেখি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি করা হয়েছে দ্রুত অপসারণ প্রস্তাবনার জি১২ অনুচ্ছেদ অনুযায়ী, কারণ নিবন্ধটি বা চিত্রটি উইকিপিডিয়ার কপিরাইট নীতিমালা লঙ্ঘন করেছে। এই নিবন্ধ বা ছবি সম্ভবত URL থেকে সরাসরি কপিকৃত। আইনগত কারণে, আমরা কপিরাইটকৃত কোন লেখা, ছবি অন্য কোন ওয়েবসাইট বা ছাপাকৃত সংস্করণ থেকে গ্রহণ করতে পারি না। এ জন্য, যদি না দ্রুত সংশোধন করা হয়; আমরা কিভাকে দেখি নিবন্ধ/চিত্রটি সম্ভবত অপসারণ করা হবে। আপনি বহি:স্থ কোন ওয়েবসাইটকে তথ্যের উৎস হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু সংশ্লিষ্ট লেখা হতে হবে আপনার নিজের ভাষায়; কোনভাবেই উৎস ওয়েবসাইটের লেখার কোন অংশ সরাসরি কপি করা যাবে না। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে মারাত্বকভাবে গ্রহণ করে ও বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনা থেকে বাধাদান করা হয়

যদি বহি:স্থ ওয়েবসাইট বা ছবিটি আপনার নিজের মালিকানায় থেকে থাকে ও আপনি অন্যদেরও এটি ব্যবহারের সুযোগ দিতে চান তাহলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের অফিসিয়াল ই-মেইল ঠিকানা থেকে আমাদের info-bn@wikimedia.org ঠিকানায় সমস্যা জানিয়ে ইমেইল করুন। আপনি যদি ওয়েবসাইট বা ছবিটির মালিক না হন কিন্তু আপনি কপিরাইট স্বত্তাধীকারীর অনুমতি পেয়ে থাকেন তাহলে প্রক্রিয়ার জন্য এখানে দেখুন। আরও জানার জন্য উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী দেখুন, অথবা আপনার প্রশ্ন জিজ্ঞেস করুন এখানে

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। ইমতিয়াজ (আলাপ) ০৬:৪৯, ১০ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

নির্বাত-নলবিশেষ(ভ্যাকুয়াম টিউব)[সম্পাদনা]

উপরের নিবন্ধটি গুগল ট্রান্সলেটর অনুবাদ ব্যবহার করে অনুবাদ করা হয়েছে এবং যান্ত্রিক বিধায় তা অপসারণ করা হয়েছে। দয়া করে ম্যানুয়ালি পাঠযোগ্য পুরো ইংরেজি নিবন্ধটি অনুবাদ করে পুনরায় জমা দিন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:২৩, ১১ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

পর্তুগিজ সাম্রাজ্য[সম্পাদনা]

আপনি উপরের নিবন্ধটি গুগল ট্রান্সলেটর ব্যবহার করে অনুবাদ করেছিলেন এবং জমা দিয়েছিলেন। দয়া করে যান্ত্রিক অনুবাদ করবেন না। এছাড়া, নিবন্ধ জমাদানের অনুচ্ছেদে লেখা যুক্ত করবেন না। প্রথমে নিবন্ধটি তৈরি করুন ম্যানুয়ালি অনুবাদ করে এরপর শুধুমাত্র শিরোনাম জমা দিন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৫০, ১১ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

জন নক্স[সম্পাদনা]

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে উপরের নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি উপরের নিব্ধটি অপসারণ করা হয়েছে। নিয়ম অনুসারে যান্ত্রিক বা গুগল ট্রান্সলেটরের অনুবাদ ব্যবহার করা যাবে না। আপনার উপরের তৈরি নিবন্ধটিতে যান্ত্রিক অনুবাদ ছিলো এবং অপসারণ করা হয়েছে। অপসারণের পর নিবন্ধটি এখন যে কেউ তৈরি করতে পারবেন। আপনিও ইচ্ছে করলে তৈরি করতে পারবেন যদি ইতিমধ্যে অন্য কেউ তৈরি না করে থাকেন। তবে, দয়া করে যান্ত্রিক অনুবাদ যুক্ত করবেন না। ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩৯, ১১ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

প্রতিযোগিতা সম্পর্কে[সম্পাদনা]

সুধী, প্রতিযোগিতায় আপনি বেশ কিছু নিবন্ধ তৈরি বা অনুবাদের চেষ্টা করেছিলেন কিন্তু দুঃখের বিষয় আপনার সবগুলোর অনুবাদ যান্ত্রিক ও পাঠযোগ্য না হওয়ায় সেগুলো অপসারণ করা হয়েছে। যদি ম্যানুয়ালি পড়া যায় এমন অনুবাদ করেন তাহলে পুরো নিবন্ধ অনুবাদ করে তারপর শুধু শিরোনামটি জমা দিতে পারেন। তাছাড়া, যান্ত্রিক অনুবাদ দয়া করে করবেন না। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৫৫, ১৫ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

মন্টে নে, রিয়েজলিং আঙুর[সম্পাদনা]

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে উপরের নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি উপরের নিব্ধটি অপসারণ করা হয়েছে। নিয়ম অনুসারে যান্ত্রিক বা গুগল ট্রান্সলেটরের অনুবাদ ব্যবহার করা যাবে না। আপনার উপরের তৈরি নিবন্ধটিতে যান্ত্রিক অনুবাদ ছিলো এবং অপসারণ করা হয়েছে। অপসারণের পর নিবন্ধটি এখন যে কেউ তৈরি করতে পারবেন। আপনিও ইচ্ছে করলে তৈরি করতে পারবেন যদি ইতিমধ্যে অন্য কেউ তৈরি না করে থাকেন। তবে, দয়া করে যান্ত্রিক অনুবাদ যুক্ত করবেন না। ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:০২, ২২ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে সর্বশেষ সতর্কবার্তা[সম্পাদনা]

সুধী, আপনি এই কয়েকদিনে অনেক চেষ্টা করেছেন এবং আমি আপনাকে অনেকবারই বুঝিয়েছি। কিন্তু আপনি যান্ত্রিক অনুবাদ করেই চলছেন এবং নিবন্ধ জমাদানের সময় অন্যদেরটা মুছেই দিচ্ছেন। যদি আপনি ম্যানুয়ালি অনুবাদ না করতে পারেন মানে যদি অনুবাদ যান্ত্রিকই হয় সেক্ষেত্রে আসলে এই প্রতিযোগিতায় আপনার নিবন্ধ কখনোই গ্রহণযোগ্য হবে না। আপনিও সময় নষ্ট করছেন এবং আমাদেরও কাজ বাড়ছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৩৫, ২৩ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন