উমিয়া ডিজাইন ইনস্টিটিউট

স্থানাঙ্ক: ৬৩°৪৯′১৪″ উত্তর ২০°১৬′৩৯″ পূর্ব / ৬৩.৮২০৫৬° উত্তর ২০.২৭৭৫০° পূর্ব / 63.82056; 20.27750
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উমিয়া ডিজাইন ইনস্টিটিউট
UID
Designhögskolan i Umeå
ধরনপাবলিক
স্থাপিত১৯৮৯
মূল প্রতিষ্ঠান
উমিয়া বিশ্ববিদ্যালয়
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৪০
শিক্ষার্থী১৫০
অবস্থান
শিক্ষাঙ্গনশহুরে
অধিভুক্তিইইউএ
ওয়েবসাইটউমিয়া ডিজাইন ইনস্টিটিউট
মানচিত্র

উমিয়া ডিজাইন ইনস্টিটিউট (সুইডীয়: Designhögskolan i Umeå) বা ইউআইডি হল উমিয়া বিশ্ববিদ্যালয়ের অধীন একটি ইনস্টিটিউট। ইউআইডি ১৯৮৯ সালে কার্যক্রম শুরু করে এবং ইন্ড্রাস্টিয়াল ডিজাইনের জন্যই মূলত নকশাকৃত ও সজ্জিত। এটি উমিয়া কেন্দ্রীয় শহরের একটি অংশ চারুকলা অনুষদ ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনের ঠিক মাঝে অবস্থিত।

ইউআইডি-ই একমাত্র স্ক্যান্ডিনেভীয় ইনস্টিটিউট যা বিজনেসউইকের শীর্ষ ৬০টি ডিজাইন ইনস্টিটিউটের (সারা বিশ্বের মধ্যে) মধ্যে স্থান করে নিতে পেরেছে পরপর তিনবার (২০০৬, ২০০৭ ও ২০০৯)।[১][২][৩] এবং ২০১০ সালে বিশ্বের ১৮টি চমৎকার ডিজাইন স্কুলের মধ্যে একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে।[৪] ২০১১ সালে ইউআইডি "ইউরোপা ও আমেরিকা" অঞ্চলের মধ্যে দ্বিতীয়-বৃহত্তম ডিজাইন ইনস্টিটিউট হিসেবে রেড ডট ইনস্টিটিউট কর্তৃক স্বীকৃতি পায়[৫] এবং ২০১২ সালে ইউআইডিন প্রথম অবস্থানে চলে আসে।[৬]

শিক্ষা[সম্পাদনা]

ব্যাচেলর প্রোগ্রাম[সম্পাদনা]

ইনস্টিটিউট একটি তিন-বছরের ডিজাইন প্রোগ্রামের আয়োজন করে যা ব্যাচেলর ডিগ্রী (১৮০ ক্রেডিট) দিয়ে থাকে। (শুধুমাত্র সুইডীয়তে)

স্নাতকোত্তর প্রোগ্রাম[সম্পাদনা]

এখানে তিনটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও বিশেষায়িত দুই-বছরের স্নাতকোত্তর কর্মসূচী (১২০ ক্রেডিট) চালু আছে। এই প্রোগ্রামগুলো হল প্রোডাক্ট ডিজাইন, উন্নতমানের প্রোডাক্ট ডিজাইন, মিথস্ক্রিয়া ডিজাইন এবং পরিবহন ডিজাইন

এক বছরের কোর্সসমূহ[সম্পাদনা]

ইউআইডি'তে দুইটি ফুলটাইম এক বছরের কোর্স (উভয়ই ইংরেজিতে) দেওয়া হয়। অন্য কোন একাডেমিক ক্ষেত্রে একটি পূর্ববর্তী ডিগ্রীপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ভূমিকা (৬০ ক্রেডিট) চালু আছে যা নকশা ক্ষেত্রের মধ্যে বিশেষজ্ঞ বা ভবিষ্যতে নকশা গবেষণার জন্য প্রস্তুত করতে ইচ্ছুকদের ডিগ্রীপ্রদান করে থাকে। ডিজাইন সংযোগ (৬০ ক্রেডিট) শিল্পক্ষেত্রের ডিজাইন বিষয়ে স্নাতকোত্তর স্তরের উপর একটি বিশেষায়িত কোর্স।

গবেষণা ও পিএইচডি স্টাডিজ[সম্পাদনা]

ইনস্টিটিউট এছাড়াও ডিজাইন রিসার্চ গ্রুপ এবং ভলভো রিসার্চ প্রোগ্রাম (এসইটি)-এর মধ্যে প্রয়োগমূলক গবেষণা এবং উন্নয়নের কাজ পরিচালনা করা হয়। ২০০১ এর শরৎ থেকে ডিজাইন ইন্সটিটিউট শিল্প নকশাবিষয়ক গবেষণার ওপর ডক্টরেট দেওয়া হয় (ইংরেজিতে)।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "BusinessWeek's list of the 60 design school considered best in the world, 2006"। ১৭ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৪ 
  2. "BusinessWeek's list of the 60 design school considered best in the world, 2007"। ৬ জানুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৪ 
  3. "BusinessWeek's list of the 30 design school considered best in the world, 2009"। ১০ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৪ 
  4. "18 Excellent Design Schools From Around the World | Psdtuts"। Psd.tutsplus.com। ২০১০-০৯-১৪। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৮ 
  5. Red Dot Design Ranking for Design Concepts
  6. "reddot design ranking 2011"। ১৫ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]