আল মুজাহিদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আল মুজাহিদী
জন্ম১ জানুয়ারি ১৯৪৩
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সালের পূর্বে)
 পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
 বাংলাদেশ (১৯৭১ সালের পর)
পরিচিতির কারণকবি ও সাহিত্যিক
পুরস্কারএকুশে পদক

আল মুজাহিদী (জন্মঃ ১ জানুয়ারি ১৯৪৩) বাংলাদেশের একজন কবি ও সাহিত্যিক। তিনি ষাট দশকের কবি হিসাবে চিহ্নিত। তিন দশকেরও অধিক সময় ধরে তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে চলেছেন। তিনি ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কবিতা ছাড়াও তিনি গল্প, উপন্যাস, সমালোচনা ইত্যাদি সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রেখেছেন। শিশু সাহিত্যেও তার অবদান উল্লেখযোগ্য।[১]

জন্ম, শিক্ষা, জীবিকা[সম্পাদনা]

জন্মস্থান ও জন্মতারিখ : টাঙ্গাইল, ১ জানুয়ারি ১৯৪৩। পিতা : আবদুল হালিম জামালী ও মাতা : সাখিনা খান। স্ত্রী : পলিন পারভীন। ১৯৫৮ খ্রিষ্টাব্দে তিনি ভিক্টোরিয়া হাই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬০ খ্রিষ্টাব্দে টাঙ্গাইলের করটীয়া সাদত কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন্। স্নাতক (কলা) : জগন্নাথ কলেজ, ঢাকা (১৯৬৪); স্নাতকোত্তর (সমাজবিজ্ঞান) : ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৬৬); স্নাতকোত্তর (বাংলা ভাষা ও সাহিত্য); ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৬৭)। জীবনের শুরু থেকেই তিনি সাংবাদিকতায় নিযুক্ত। [২] ২০১২ খ্রিষ্টাব্দে তিনি যায়যায় দিন পত্রিকায় সাহিত্য সম্পাদক হিসেবে যোগ দেন৤ [৩]


হে আমার অগ্নিদ্রোহী মৃত্তিকা,
তুমি চিরকাল মুক্ত থাকো। স্বর্গের বিহঙ্গডানা ঝেড়ে যাক
সাতটি আকাশ আর সাতটি সাগরের অববাহিকায়
আমি জেগে উঠি বারবার জ্বলন্ত সত্তার অগ্নিদাহে
পিতৃভূমি, হে আমার পিতৃভূমি, তোমার অস্তিত্ব
এবং অস্তিত্বের সমগ্রতায়
আমি অস্তিমান।

— "আমার মৃত্তিকা এবং মৃত্তিকাবাসী - আল মুজাহিদী

প্রকাশিত গ্রন্থাবলী[২][সম্পাদনা]

কবিতা[সম্পাদনা]

  • হেমলকের পেয়ালা;
  • ধ্রুপদ ও টেরাকোটা;
  • যুদ্ধ নাস্তি;
  • মৃত্তিকা অতি-মৃত্তিকা;
  • প্রিজন ভ্যান;
  • দিদেলাস ও ল্যাবিরিস্থ;
  • ঈডের হ্যামলেট;
  • প্রাচ্য পৃথিবী;
  • পৃথিবীর ধুলো,
  • সৌর জোনাকি;
  • ভিতা নুওভা,
  • অ্যাকাডেমাসের বাগান;
  • আল মুজাহিদীর শ্রেষ্ঠ কবিতা;
  • সআল মুজাহিদীর প্রেমের কবিতা;
  • সন্ধ্যার বৃষ্টি;
  • কালেরবন্দীতে;
  • পাখির পৃথিবী;
  • আলবাট্রাস,
  • ভঙুর গোলাপ;
  • কাঁদো হিরোশিমা কাঁদো নাগাসাকি;
  • পালকি চলে দুলকি তালে।

উপন্যাস[সম্পাদনা]

  • প্রথম প্রেম;
  • চাঁদ ও চিরক’ট;
  • মিলু এট ও স্যোন্যাটা;
  • লাল বাতির হরিণ;
  • রূপোলি রোদ্দুর;
  • আলোর পাখিটা;
  • ছুটির ছুটি;
  • খোকার আকাশ;
  • খোকার যুদ্ধ।

ছোটগল্প[সম্পাদনা]

  • প্রপঞ্চের পাখি;
  • বাতাবরণ;
  • ভরা কটাল মরা কটালের চাঁদ।

গবেষণা গ্রন্থ[সম্পাদনা]

  • কালান্তরের যাত্রী।

শিশু সাহিত্য[সম্পাদনা]

  • হালুম হুলুম;
  • তালপাতার সেপাই;
  • শেকল কাটে খাঁচার পাখি;
  • সোনার মাটি রূপোর মাটি;
  • ইস্টিশানে হুইসেল।

প্রবন্ধ[সম্পাদনা]

  • সমাজ ও সমাজতত্ত্ব।

অনুবাদ[সম্পাদনা]

  • কাইফি আজমির কবিতা;
  • পৃথিবীর কবিতা;
  • আহমদ ফরাজের কবিতা;
  • ঊর্দূ কবিতা;
  • হিন্দি কবিতা;
  • হাইনরীশ হাইনে-র কবিতা।

পুরস্কার[সম্পাদনা]

  • জীবনানন্দ দাশ একাডেমী পুরস্কার;
  • কবি জসীমউদ্দীন একাডেমী পুরস্কার;
  • মাইকেল মধুসূদন একাডেমী পুরস্কার;
  • শেরে বাংলা সংসদ পুরস্কার;
  • জয়বাংলা সাহিত্য পুরস্কার;
  • একুশে পদক (২০০৩)।
  • বাসাসপ কাব্যরত্ন পদক (২০১৮)

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]