সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল
টার্মিনালের সামনের দিক
অন্যান্য নামকদমতলি বাস টার্মিনাল
অবস্থানদক্ষিণ সুরমা, সিলেট জেলা
বাংলাদেশ
স্থানাঙ্ক২৪°৫২′৫৫″ উত্তর ৯১°৫২′১৭″ পূর্ব / ২৪.৮৮১৯৪° উত্তর ৯১.৮৭১৩৯° পূর্ব / 24.88194; 91.87139
অবস্থান
মানচিত্র

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল (কদমতলী বাস টার্মিনাল নামেও পরিচিত) হচ্ছে সিলেট নগরীর কদমতলি এলাকায় পুরোনো টার্মিনাল এলাকাতে আট একর জায়গা নিয়ে নির্মিত আধুনিক স্থাপত্যশৈলীতে তৈরি একটি টার্মিনাল।[১] ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি এটি পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে।[২] কেন্দ্রীয় টার্মিনাল হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের যোগাযোগ স্থাপন করেছে টার্মিনালটি। যেখান থেকে প্রতিদিন ছেড়ে যায় ৫শ’র মতো দূর পাল্লার বাস এবং অভ্যন্তরীণ রুটে চলাচল এর দ্বিগুণ বাস।[৩] ২০১৯ সালে এর নির্মাণকাজ শুরু হয়।[৪] বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনালটি।[৫] সিলেট সিটি কর্পোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে।[৬]

অবকাঠামো[সম্পাদনা]

টার্মিনালটির পুরো নির্মাণকাজ তিনটি অংশে ভাগ করা হয়েছে। যার মধ্যে পার্ট-১ বহির্গমন ভবনের দৈর্ঘ্য ৩৫০ ফুট, পার্ট-২ অংশ অ্যারাইভাল বিল্ডিং প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্যের, এবং টার্মিনালের পেছনের দিকে পার্ট-৩ অংশে নির্মিত হয়েছে একটি মাল্টিপারপাস ওয়েলফেয়ার সেন্টার। যেখানে মালিক ও চালক সমিতির জন্য থাকবে ২৪ বেডের বিশ্রাম কক্ষ, গোসলের ব্যবস্থা, অফিস, লকার ব্যবস্থা, ক্যান্টিন এবং মিটিং ও অনুষ্ঠানের জন্য বিশাল মাল্টিপারপাস মিলনায়তন।[৭]

সুবিধা[সম্পাদনা]

টার্মিনালটিতে একসঙ্গে ৪৮টি বাস রাখার ব্যবস্থা, যাত্রীদের জন্য প্রায় দেড় হাজার আসনের বিশাল ওয়েটিং লাউঞ্জ, ৩০ আসনের ভিআইপি কক্ষ, ৩০টি টিকিট কাউন্টার এবং নামাজের জন্য আলাদা কক্ষ রয়েছে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "দৃষ্টিনন্দন আধুনিক বাস টার্মিনাল সিলেটে"সময় টিভি। ২৪ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২২ 
  2. "আসাম-আদলের বাড়ি ও আমজাদের ঘড়ির মিশেলে সিলেটের বাস টার্মিনাল তৈরি"। ২০২৩-০৫-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০২ 
  3. "সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীদের ভোগান্তি"। somoynews। ৫ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২২ 
  4. "সিলেটে সড়ক যেন বাস টার্মিনাল"। কালের কণ্ঠ। ৩ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২২ 
  5. "বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল চালু হবে জুনে"। dhakatribune। মে ৯, ২০২২। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২২ 
  6. "সিলেটে হচ্ছে আধুনিক বাস টার্মিনাল"। চ্যানেল আই। মে ১০, ২০২২। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২২ 
  7. "দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে হচ্ছে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল"। বণিক বার্তা। মে ১৬, ২০২২। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২২