তিন মন্দির (রাজা গম্ভীর সিং-এর মন্দির)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তিন মন্দির
তিন মন্দির
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাসিলেট জেলা
অবস্থান
অবস্থানসদর
দেশবাংলাদেশ
স্থাপত্য
ধরনমন্দির স্থাপত্য
সৃষ্টিকারীরাজা গম্ভীর সিং

তিন মন্দির বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি মণিপুরীদের ঐতিহাসিক তীর্থস্থান।[১] এটি জেলা সদরের লামাবাজার এলাকায় অবস্থিত।[১][২] মণিপুরী সম্প্রদায়ের রাজা গম্ভীর সিং এই মন্দিরগুলো নির্মাণ করায় এগুলোকে রাজা গম্ভীর সিং-এর মন্দির বলেও উল্লেখ করা হয়।[২]

ইতিহাস[সম্পাদনা]

মণিপুর অঞ্চলের রাজা গম্ভীর সিং সিলেটে অবস্থানকালে ১৮২৬ সালের দিকে এই মন্দিরগুলো নির্মাণ করেন।[১] পাশাপাশি তিনটি সুউচ্চ মিনার সংবলিত এই মন্দিরটিতে রয়েছে ইষ্টক নির্মিত পুরু দেয়াল, উত্তরমুথী প্রবেশ পথ এবং চাতাল ও বহিরাঙ্গন।[২]

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সিলেট জেলার পুরাকীর্তিসমূহঃ মণিপুরি রাজবাড়ী"www.sylhetdiv.gov.bd। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১০ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৬ 
  2. "মণিপুরীদের উষ্ণ সংবর্ধনায় সিক্ত ভারতীয় হাই কমিশনার"sylhetexpress.com। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]