মুকেশ (গায়ক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুকেশ
প্রাথমিক তথ্য
জন্মনামমুকেশ চাঁদ মথুর
জন্ম(১৯২৩-০৭-২২)২২ জুলাই ১৯২৩
দিল্লি
মৃত্যু২৭ আগস্ট ১৯৭৬(1976-08-27) (বয়স ৫৩)
ডেট্রয়েট, মিশিগান, যুক্তরাষ্ট্র
ধরন
পেশাগায়ক
বাদ্যযন্ত্রকণ্ঠ
কার্যকাল১৯৪০-১৯৭৬

মুকেশ চন্দ মাথুর (মারাঠি: मुकेश; ২২ জুলাই, ১৯২৩ - ২৭ আগস্ট, ১৯৭৬) একজন ভারতীয় হিন্দি চলচ্চিত্রের সঙ্গীত শিল্পী যিনি সংক্ষেপে মুকেশ নামে পরিচিত। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য তিনি মোহাম্মদ রফি, মান্না দে এবং কিশোর কুমারের মতো একই কাতারে গণ্য হন[১][২]। তিনি পুরুষ কণ্ঠশিল্পীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ অসংখ্যবার মনোনয়ন পাওয়ার পাশাপাশি ১৯৭৩ সালে মুক্তি পাওয়া রজনীগন্ধা চলচ্চিত্রের "কাই বার যুহি দ্যাখা হ্যায়" গানটিতে কন্ঠ দেয়ার জন্য পুরস্কার লাভ করেন। মুকেশ রাজ কাপুরের কণ্ঠ দেবার জন্যও জনপ্রিয়।

জনপ্রিয় গান[সম্পাদনা]

প্রায় ১ হাজার ২০০ গান গেয়েছেন মুকেশ। তার বাংলা গানও খুব জনপ্রিয়। বাংলা ও হিন্দিতে তার কয়েকটি জনপ্রিয় গান :[৩]

  • কাভি কাভি মেরে দিল মে খ্যায়াল আতা হ্যায়
  • এক প্যায়ার কা নাগমা হ্যায়
  • মেরা জুতা হ্যায় জাপানি
  • কাহি দূর যাব দিন ঢাল যায়ে
  • ক্যায়া খুব লাগতি হো
  • আওয়ারা হু
  • ম্যায় পাল দো পালকা শায়ের হু
  • ডাম ডাম ডিগা ডিগা
  • ঝুন ঝুন ময়না নাচো না, তাথৈ তাথৈ নাচো না
  • আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
  • ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না
  • দেহেরই পিঞ্জিরায় প্রাণ পাখি
  • মন্দ বলে লোকে বলুক না

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Gopal, Sangita (২০০৮)। Global Bollywood: Travels of Hindi Song and Dance। University of Minnesota Press। পৃষ্ঠা 94আইএসবিএন 0-8166-4579-5  অজানা প্যারামিটার |coauthor= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)
  2. Encyclopedia of Indian Cinema by Ashish Rajadhyaksha and Paul Willemen. Oxford University Press, 1994. আইএসবিএন ০-৮৫১৭০-৪৫৫-৭, page 169.
  3. রাফি, কিশোরদের যুগে স্বতন্ত্র একজন, প্রথম আলো, ৩১ আগস্ট ২০২১

বহিঃসংযোগ[সম্পাদনা]