ঘোষ তালব্য নাসিক্যধ্বনি
অবয়ব
(তালব্য নাসিক্যধ্বনি থেকে পুনর্নির্দেশিত)
জাত | ব্যঞ্জন |
বায়ুর সঞ্চালক | ফুসফুস |
বায়ুর অভিমুখ | বহির্গামী |
বায়ুর পথ | নাসিক |
ঘোষতা | ঘোষ |
উচ্চারক | পশ্চাদ্জিহ্বা |
উচ্চারণস্থান | তালু |
উচ্চারণরীতি | স্পর্শ |
তালব্য নাসিক্যধ্বনি একটা ব্যঞ্জনধ্বনি। এই ব্যঞ্জনধ্বনিটা বিশ্বের অনেকগুলো কথ্য ভাষায় ধ্বনিমূলক হিসাবে ব্যবহার করা হয়।
আইপিএতে [ɲ]
বর্তমান বাংলা লিপিতে এই ধ্বনিটির বিশেষ বর্ণ নেই, তবু প্রাচীন বাংলায় ঞ্ বর্ণটির মূল উচ্চারণ তালব্য নাসিক্যধ্বনি ছিল।
বাংলা ভাষায়
[সম্পাদনা]এই ধ্বনিটি বর্তমান বাংলা ভাষায় ব্যবহৃত নয়।
অন্যান্য ভাষায়
[সম্পাদনা]এই ধ্বনিটি বহু ইউরোপীয় ভাষাতে ধ্বনিমূল হিসাবে ব্যবহৃত। পর্তুগিজে এই ধ্বনিটি "nh" যুক্তবর্ণ দিয়ে লেখা হয়, যেমন manhã মাঞাঁ [mɐɲɐ̃] "সকাল"। ভিয়েতনামি ভাষায়ও এই ধ্বনিটি "nh" বর্ণে লেখা, যেমন nhai ঞায় [ɲaɪ] "চাবানো"।