বিষয়বস্তুতে চলুন

উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স
পূর্ণ নামউলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাব
ডাকনামউলভস
প্রতিষ্ঠিত১৮৭৭; ১৪৬ বছর আগে (1877)
সেন্ট লুক'স ফুটবল ক্লাব হিসেবে
মাঠমলিনো স্টেডিয়াম
ধারণক্ষমতা৩১,৭৫০[]
মালিকফোসান ইন্টারন্যাশনাল
সভাপতিচীন জেফ শি[]
ম্যানেজারইংল্যান্ড গেরি ও'নিল
লিগপ্রিমিয়ার লিগ
২০২২–২৩১৩তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাব (ইংরেজি: Wolverhampton Wanderers F.C.; সাধারণত উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স এফসি এবং সংক্ষেপে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স নামে পরিচিত) হচ্ছে উলভারহ্যাম্পটন ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব।[] এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লিগ প্রিমিয়ার লিগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৮৭৭ সালে তারিখে সেন্ট লুক'স ফুটবল ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছে। ৩১,৭৫০ ধারণক্ষমতাবিশিষ্ট মলিনো স্টেডিয়ামে উলভস নামে পরিচিত ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইংরেজ সাবেক ফুটবল খেলোয়াড় গেরি ও'নিল এবং সভাপতির দায়িত্ব পালন করছেন জেফ শি[] বর্তমানে ইংরেজ রক্ষণভাগের খেলোয়াড় ম্যাক্স কিলম্যান এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[][]

ঘরোয়া ফুটবলে, উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স এপর্যন্ত ২৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে তিনটি প্রিমিয়ার লিগ, চারটি এফএ কাপ এবং চারটি এফএ চ্যারিটি শিল্ড শিরোপা রয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যা হচ্ছে উয়েফা কাপ শিরোপা। ম্যাট ডোহার্টি, লি নেইলর, কনর কোডি, জিমি মারে এবং জন রিচার্ডসের মতো খেলোয়াড়গণ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]