কনর কোডি
![]() ২০১২ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে কোডি | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | কনর ডেভিড কোডি | ||
জন্ম | ২৫ ফেব্রুয়ারি ১৯৯৩ | ||
জন্ম স্থান | সেন্ট হেলেন্স, ইংল্যান্ড | ||
উচ্চতা | ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | এভার্টন | ||
জার্সি নম্বর | ৩০ | ||
যুব পর্যায় | |||
রেইনফোর্ড রেঞ্জার্স | |||
২০০৫–২০১১ | লিভারপুল | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১১–২০১৪ | লিভারপুল | ১ | (০) |
২০১৩–২০১৪ | → শেফিল্ড ইউনাইটেড (ধার) | ৩৯ | (৫) |
২০১৪–২০১৫ | হাডার্সফিল্ড টাউন | ৪৫ | (৩) |
২০১৫– | উলভারহ্যাম্পটন | ২৭৩ | (৬) |
জাতীয় দল‡ | |||
২০০৯ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ | ৪ | (০) |
২০০৯–২০১০ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ | ১৭ | (০) |
২০১০–২০১১ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ | ২ | (০) |
২০১১ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ১২ | (০) |
২০১৩ | ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ | ৪ | (১) |
২০২০– | ইংল্যান্ড | ১০ | (১) |
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:৩২, ২৬ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৩২, ২৬ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
কনর ডেভিড কোডি (ইংরেজি: Conor Coady, ইংরেজি উচ্চারণ: /kˈɒnə kˈə͡ʊdi/; জন্ম: ২৫ ফেব্রুয়ারি ১৯৯৩; কনর কোডি নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব এভার্টন এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০০৯ সালে, কোডি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইংল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১০ ম্যাচে ১টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন[সম্পাদনা]
কনর ডেভিড কোডি ১৯৯৩ সালের ২৫শে ফেব্রুয়ারি তারিখে ইংল্যান্ডের সেন্ট হেলেন্সের জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]
কোডি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৯ সালে তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় চার বছরে ৩৯ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল এবং একটি শিরোপা জয়লাভ করেছেন।
২০২০ সালের ৮ই সেপ্টেম্বর তারিখে, ২৭ বছর, ৬ মাস ও ১৪ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী কোডি ডেনমার্কের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২০–২১ উয়েফা নেশনস লিগের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ৪ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি ০–০ গোলে ড্র হয়েছিল।[৪] ইংল্যান্ডের হয়ে অভিষেকের বছরে কোডি সর্বমোট ৩ ম্যাচে ১টি গোল করেছেন।
পরিসংখ্যান[সম্পাদনা]
আন্তর্জাতিক[সম্পাদনা]
- ২৬ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ইংল্যান্ড | ২০২০ | ৩ | ১ |
২০২১ | ৫ | ০ | |
২০২২ | ২ | ০ | |
সর্বমোট | ১০ | ১ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ https://int.soccerway.com/matches/2020/09/08/europe/uefa-nations-league/denmark/england/3243342/
- ↑ https://www.worldfootball.net/report/nations-league-a-2020-2021-gruppe-2-daenemark-england/
- ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/3330696
- ↑ https://www.national-football-teams.com/matches/report/27832/Denmark_England.html
বহিঃসংযোগ[সম্পাদনা]

- কনর কোডি – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- কনর কোডি – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে কনর কোডি (ইংরেজি)
- সকারবেসে কনর কোডি (ইংরেজি)
- বিডিফুটবলে কনর কোডি (ইংরেজি)
- ইইউ-ফুটবলে কনর কোডি (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে কনর কোডি (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে কনর কোডি (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে কনর কোডি (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে কনর কোডি (ইংরেজি)
- ১৯৯৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ইংরেজ ফুটবলার
- ফুটবল রক্ষণভাগের খেলোয়াড়
- ইংল্যান্ডের আন্তর্জাতিক ফুটবলার
- লিভারপুল ফুটবল ক্লাবের খেলোয়াড়
- হাডার্সফিল্ড টাউন এএফসির খেলোয়াড়
- উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাবের খেলোয়াড়
- শেফিল্ড ইউনাইটেড ফুটবল ক্লাবের খেলোয়াড়
- এভার্টন ফুটবল ক্লাবের খেলোয়াড়
- উয়েফা ইউরো ২০২০-এর খেলোয়াড়
- ২০২২ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- ইংরেজ ফুটবল লিগের খেলোয়াড়
- ইংল্যান্ডের আন্তর্জাতিক যুব ফুটবলার
- আইরিশ বংশোদ্ভূত ইংরেজ ব্যক্তি