উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/রোলব্যাক/২০২১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

SHEKH[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

উইকিপিডিয়া বিভিন্ন নিবন্ধে অনেকসময় নিবন্ধিত ব্যবহারকারী বা আইপি থেকে অনবরত ধ্বংসাত্মক/পরিক্ষামূলক সম্পাদনা করা হয় যেগুলো সাম্প্রতিক পরিবর্তন পাতায় টহলদানের সময় চোখে পড়ে, সম্পাদনা গুলো আমি স্ক্রিপ্টের মাধ্যমে রোলব্যাক করে থাকি, কিন্তু স্ক্রিপ্ট অনেক সময় লোড হতে সময় নেয়ায় ঝামেলা পোহাতে হয়। আবার টুইংকেল দিয়ে বাতিল করাটা একটু সময়সাপেক্ষ ও কষ্টকর। তাই ঝামেলা এড়াতে আমি এই অধিকারের আবেদন করছি।

আমি উইকিপিডিয়া:রোলব্যাক পড়েছি এবং কখন রোলব্যাক করতে হয় এবং কখন করা উচিত না তা সম্পর্কে অবগত আছি। আমি টহলের কাজে এই পাতা ব্যবহার করি। উল্লেখ্য আমার ব্যবহারকারী নামের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণনিরীক্ষক অধিকারটি রয়েছে। → SHEKH (আলাপন) ০৩:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৫, ৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান:ধন্যবাদ→SHEKH (আলাপন) ২১:৫০, ৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ShazidSharif2001[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

অনেক সময় অনিবন্ধিত আইপি ব্যবহারকারী এমনকি নতুন নিবন্ধিত ব্যবহারকারী দ্বারাও নিবন্ধে অনবরত ধ্বংসপ্রবণতা চালানো হয়। সাম্প্রতিক পরিবর্তনে টহলের সময় এসয় সম্পাদনা চোখে পড়ে। টুইংকল গ্যাজেট ব্যবহার করে এসব সম্পাদনা বাতিল করা বেশ কষ্টকর। আমি জানি কখন রোলব্যাক করতে হয় সাজিদ (আলাপ) ০৩:৪৩, ৮ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৫০, ৮ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Laisurw2020[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

সাম্প্রতিক পরিবর্তন পাতায় টহল দেওয়ার সময় দেখা যায় অনেক নিবন্ধে আইপি বা নতুন ব্যবহারকারী কর্তৃক ধ্বংসাত্মক বা পরীক্ষামূলক সম্পাদনা করা হয়। এসব সম্পাদনা টুইংকলের মাধ্যমে বাতিল করা সময়সাপেক্ষ এবং লোড হতে বেশি সময় নেয়। আমি উইকিপিডিয়া:রোলব্যাক পাতাটি পড়েছি এবং কখন রোলব্যাক করতে হয় ও কখন করা উচিত না তা সম্পর্কে অবগত। তাই আমি এ অধিকারটি চাচ্ছি। ~ Laisur W ∎∎ (আলাপ📩) ০৮:৪৯, ২৭ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

প্রশ্ন: প্রিয় Laisurw2020,
  • মনে করুন একটি নিবন্ধে একজন ব্যবহারকারী তিনটি সম্পাদনা করলেন। তাঁর প্রথম সম্পাদনায় সুলিখিত ব্যাপক তথ্য যোগ করলেও দ্বিতীয় ও তৃতীয় সম্পাদনায় সামান্য কিছু ভুল তথ্য যোগ করলেন। আপনি এক্ষেত্রে কী করবেন??
  • একটি ক্ষেত্রে একাধিক সম্পাদনা থাকা সত্ত্বেও রোলব্যাক করা যায় না। অর্থাৎ আপনি চাইলেও পারবেন না। সেই ক্ষেত্র কোনটি?? — SHEIKH (আলাপন) ১৬:৫৬, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
উত্তর:@SHEIKH:
  • ১ম প্রশ্নের উত্তর: যদি তিনি সামান্য ভুল করে থাকেন তাহলে সেটা হাতে ঠিক করে দেব। আর বেশিরভাগ অংশ ভুল করলে ২য় সম্পাদনাটি রোলব্যাক করব।
  • ২য় প্রশ্নের উত্তর: শুধুমাত্র একজন ব্যবহারকারী দ্বারা সম্পাদিত পাতাগুলোতে রোলব্যাক করা সম্ভব না। ~ Laisur W ∎∎ (আলাপ📩) ১৮:৩৩, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Laisurw2020: শেখ ভাইয়ের প্রশ্ন অনুযায়ী, প্রথমত আপনি দ্বিতীয় সম্পাদনা রোলব্যাক করতে পারবেন না কারণ রোলব্যাক সর্বশেষ সম্পাদনাতেই করা যায় যাতে একজন ব্যবহারকারীর করা সবগুলো সম্পাদনা বাতিল হয়ে যায়। এরূপ ক্ষেত্রে আপনি রোলব্যাক করলে তিনটি সম্পাদনাই বাতিল হয়ে যাবে। এইসময় আপনাকে রোলব্যাক এর পরিবর্তে রিস্টোরার/মোবাইল আনডু ব্যবহার করতে হবে। ধন্যবাদ —শাকিল হোসেন আলাপ ১৮:৫৩, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil: খেয়াল ছিল না। পর পর করা সম্পাদনা বলতে ঐ ব্যবহারকারীর পরবর্তী সময়ে করা সম্পাদনা বুঝেছিলাম। এখন বুঝেছি। এক্ষেত্রে পূর্বাবস্থায় ফেরত ব্যবহার করব। ~ Laisur W ∎∎ (আলাপ📩) ১৯:০২, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৪৭, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Wiki Nahid NHB[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

সুধী, আমি SWviewer ব্যবহার করে সম্প্রতিক ধ্বংসাত্মকমূলক সম্পাদনাসমূহ নজরে রাখতে আগ্রহী, আর তার জন্য আমার এই অধিকারটি প্রয়োজন।আমি রোলব্যাক সংক্রান্ত পাতাটি পড়েছি এবং আমার দৃঢ় বিশ্বাস, সম্প্রদায় এই অধিকারটি আমাকে দিয়ে সম্পূর্ণ আস্থা রাখতে পারে।এছাড়া আমার ব্যবহারকারী পাতায় স্বয়ংক্রিয় পরীক্ষক অধিকারটি রয়েছে। Wiki Nahid NHB (আলাপ) ০৫:১৮, ১৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে -- Ashiq Shawon (আলাপ) ০৫:০৩, ১৫ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Shahriar Islam Alvi[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি উইকিপিডিয়ায় দীর্ঘদিন সম্পাদনা করছি। মাঝখানে কিছুদিন বিরতির পর আবার উইকিপিডিয়াতে সক্রিয় হয়েছি। আমি উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা রুখতে আরও ভালোভাবে কাজ করার জন্য রোলব্যাকের অধিকার চাই। ~ শাহরিয়ার সাহেব (আলাপ) ১৭:১২, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে আশা করছি, বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধিতে আপনার অবদান অব্যাহত থাকবে। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:৪৩, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Hasan muntaseer[সম্পাদনা]


  • অনুরোধের অবস্থা:    সফল

আমি উইকিপিডিয়ায় অনেক দিন ধরেই ধ্বংসপ্রবণ সম্পাদনা বাতিল করছি। এই অধিকার পেলে আরও দ্রুত সম্পাদনা করতে পারবো। তাছাড়া আমার স্বয়ংক্রিয় পরীক্ষক অধিকারও রয়েছে। Hasan muntaseer (আলাপ) ০৬:১০, ১৭ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছেআল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৯:৫৮, ১৭ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Arian Writing[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বাংলা উইকিপিডিয়ায় অনেক দিন যাবত রয়েছি এবং সম্পাদনার কাজ করে আসছি। অনিবন্ধিত বা নতুন সম্পাদক দ্বারা বাংলা উইকিপিডিয়ায় করা অগঠনমূলক সম্পাদনাগুলো বাতিল করতে রোলব্যাক অধিকারের জন্য আবেদন রাখছি। Arian Writing আলাপ ১৬:২৩, ১৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:৩৭, ১৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Prodipto Deloar[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি অনেকদিন ধরেই ধ্বংসপ্রবণতামূলক সম্পাদনা বাতিল করে আসছি স্ক্রিপ্ট রোলব্যাকের মাধ্যমে। কিন্তু সুরক্ষিত বা অর্ধ সুরক্ষিত নিবন্ধে অগঠন সম্পাদনা বাতিল করতে পারছিনা। এই অধিকার থাকলে কাজ করতে সুবিধা হবে। আমি রোলব্যাক পাতাটি পড়েছি ও উইকিপিডিয়ার অনন্য নীতিমালা সম্পর্কে অবহিত। Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৫:৪৯, ২১ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

  •  মন্তব্য সুরক্ষিত বা অর্ধ সুরক্ষিত নিবন্ধ সম্পাদনার জন্য রোলব্যাক অধিকার কোনো কাজে আসবে না। পর্যালোচনা সুরক্ষা দেয়া পাতাগুলোও স্বয়ংনিশ্চিতকৃত সবাই সম্পাদনা করতে পারে। তবে একজন নিরীক্ষক বা প্রশাসককে তা পর্যালোচনা করতে হয়। যাই হোক, বিশ্বস্ত ব্যবহারকারী হিসেবে অধিকার দেয়ার ব্যাপারে আপত্তি নেই। শুভ কামনা। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৯:১৬, ২১ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২২:১৫, ২১ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Prince ovy[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

হাই,আমি Prince ovy আমি রোলব্যাক অধিকারের অনুরোধ করছি তার কারণ হ'ল আমি মনে করি এই সাইটটিকে আরও ভাল করতে সহায়তা করার জন্য আমার অভিজ্ঞতা এবং নিষ্ঠা রয়েছে। আমি আমার বর্বরদের ন্যায্য অংশ মোকাবেলা করেছি, ক্রমাগত সম্পাদনা করেছি, এবং শুরু থেকেই ভাংচুরের বিরুদ্ধে লড়াই করেছি। Prince ovy (আলাপ) ১২:৫৭, ২৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Sojol Rana আমি উইকিপিডিয়ার নীতিমালা ও দিকনির্দেশনা সম্পর্কে অবগত আছি যদিও কখনো বুঝতে অসুবিধা হলে আমি সেগুলো ব্যবহারকারী:Prince ovy/খেলাঘর এখান থেকে অনুসরণ করি অথবা পরামর্শ চাই।আশা করি সমস্যা হবে না। ধন্যবাদ আপনার মতামতের জন্য। -- Prince ovy (আলাপ) ১৬:৪৮, ২৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon সক্রিয় দেখে আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি। আমার এই অনুরোধ এর ফলাফল এখনো প্রক্রিয়াধীন কিছু সময় পার হয়েছে ।তাই এটা দেখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। -- Prince ovy (আলাপ) ১৪:৪৩, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
অনুগ্রহ করে অবদান রেখে যান। এই আবেদন এখন স্থগিত থাকুক। ১ মাস পর আমাকে মনে করিয়ে দিবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৫, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়েছে আফতাবুজ্জামান (আলাপ) ১৯:০১, ২৫ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]