বিষয়বস্তুতে চলুন

অলিম্পিকে সুইজারল্যান্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অলিম্পিক গেমসে সুইজারল্যান্ড

সুইজারল্যান্ডের জাতীয় পতাকা
আইওসি কোড  SUI
এনওসি সুইস অলিম্পিক অ্যাসোসিয়েশন
ওয়েবসাইটwww.swissolympic.ch (জার্মান) (ফরাসি)
অলিম্পিক ইতিহাস
গ্রীষ্মকালীন গেমস
শীতকালীন গেমস

সুইজারল্যান্ড আধুনিক অলিম্পিক গেমসের শুরু থেকে এ পর্যন্ত আয়োজিত সকল গেমসে অংশগ্রহণ করেছে। সুইজারল্যান্ড অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত ১৯৫৬ গেমস বয়কট করে। তার পূর্বে সুইডেনের স্টোকহোমে ঘোড়দৌড়ের অংশগ্রহণ করে, যাতে একটি ব্রোঞ্জ পদক জিতেছিল।

সুইজারল্যান্ডের ক্রীড়াবিদগন গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে ১৮৫টি এবং শীতকালীন অলিম্পিক গেমসে ১৩৮টি পদক জিতেছে।

সুইজারল্যান্ডের জাতীয় অলিম্পিক কমিটি ১৯১২ সালে গঠিত হয় এবং একই বছর আইওসির স্বীকৃতি পায়।

পদক তালিকা

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • "Switzerland"। International Olympic Committee। 
  • "Results and Medalists" [ফলাফল ও পদক তালিকা]। Olympic.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। 
  • "Olympic Medal Winners"। International Olympic Committee। 
  • "Switzerland"। Sports-Reference.com। ২৫ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৬