বিষয়বস্তুতে চলুন

বরুণ ধবন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Varun Dhawan থেকে পুনর্নির্দেশিত)
বরুণ ধবন
২০২১ সালে আইফা পুরস্কারে বরুণ
জন্ম (1987-04-24) ২৪ এপ্রিল ১৯৮৭ (বয়স ৩৭)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা
কর্মজীবন২০১২–বর্তমান
দাম্পত্য সঙ্গীনাতাশা দালাল
আত্মীয়
স্বাক্ষর

বরুণ ধবন (জন্ম: ২৪ এপ্রিল ১৯৮৭) হলেন একজন ভারতীয় অভিনেতা। তিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। বরুণ ধবনের বাবা হলেন চলচ্চিত্র পরিচালক ডেভিড ধবন। তিনি নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন। এরপর ২০১০ সালে তিনি করণ জোহরের ড্রামা চলচ্চিত্র মাই নেম ইজ খান-এ সহকারী পরিচালকের কাজ করেন। ২০১২ সালে করণ জোহরের রোম্যান্টিক কমেডি ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এ বরুণ ধবন প্রথম অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এই ছবিতে অভিনয় করার জন্য তিনি বেস্ট মেল ডেব্যু বিভাগে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন।

হাম্পটি শর্মা কি দুলহানিয়া (২০১৪) নামে একটি রোম্যান্স এবং এবিসিডি ২ (২০১৫) নামে একটি ড্যান্স চলচ্চিত্রে অভিনয় করে বরুণ ধবন বলিউডে নিজের কর্মজীবন প্রতিষ্ঠা করেন। দুটি ছবিই বিশ্বব্যাপী  ১ বিলিয়ন (ইউএস$ ১২.২২ মিলিয়ন) ব্যবসা করেছিল। শ্রীরাম রাঘবনের ক্রাইম থ্রিলার বদলাপুর (২০১৫) চলচ্চিত্রে এক প্রতিহিংসকের চরিত্রে অভিনয় করে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর বিভাগে মনোনয় পান এবং সমালোচকদের প্রশংসা অর্জন করেন।

জীবন ও কর্মজীবন

[সম্পাদনা]

প্রথম জীবন ও চলচ্চিত্র জগতে পদার্পণ

[সম্পাদনা]

১৯৮৭ সালের ২৪ এপ্রিল এক পাঞ্জাবি পরিবারে বরুণ ধবনের জন্ম। তার বাবা হলেন চিত্র পরিচালক ডেভিড ধবন ও মা হলেন করুণা ধবন।[][] বরুণ ধবনের দাদা রোহিত ধবনও একজন চিত্র পরিচালক।[] বরুণ ধবন যুক্তরাজ্যের নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্টে একটি ডিগ্রি অর্জন করেন।[][] অভিনেতা হিসেবে কর্মজীবন শুরু করার আগে তিনি করণ জোহর পরিচালিত মাই নেম ইজ খান (২০১০) ছবিতে সহকারী পরিচালকের কাজ করেছিলেন।[]

২০১২ সালে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির প্রচারে সিদ্ধার্থ মালহোত্রা (ডানদিকে) ও আলিয়া ভট্টের (মধ্যে) সঙ্গে বরুণ ধবন

দু-বছর পরে ধবন প্রথম অভিনেতা হিসেবে কাজ করেন করণ জোহরের রোম্যান্টিক কমেডি স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবিতে। এই ছবিতে তার সহ-অভিনেতা ছিলেন সিদ্ধার্থ মালহোত্রাআলিয়া ভাট[] এই ছবিতে বরুণ ধবনের চরিত্রটির নাম রোহন নন্দ। সে এক ধনী ব্যবসায়ীর কিশোর পুত্র। নিজের প্রেমিকা (অভিনয়ে আলিয়া ভট্ট) ও প্রিয় বন্ধুর (অভিনয়ে সিদ্ধার্থ মালহোত্রা) সঙ্গে সে বার্ষিক স্কুল চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য প্রতিযোগিতার অবতীর্ণ হয়েছে। বলিউড হাঙ্গামার চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ বরুণ ধবন সম্পর্কে লেখেন যে, তিনি “একজন মেধাবী ব্যক্তিত্ব। তাঁকে দেখে অবাক হতেই হয়।” সিএনএন-আইবিএন-এর রাজীব মসন্দ লেখেন, “বরুণ ধবন একজন আত্মবিশ্বাসী ও সুদর্শন অভিনেতা। তিনি সহজেই হাস্যরসাত্মক ও দুর্বল দৃশ্যগুলি সহজে সামলাতে সক্ষম হয়েছেন।”[][] স্টুডেন্ট অফ দ্য ইয়ার সফল হয়। বিশ্বব্যাপী এই ছবিটি ৯৭০ মিলিয়ন (ইউএস$ ১১.৮৬ মিলিয়ন) ব্যবসা করে।[]

২০১৪ সালে বরুণ ধবন অভিনীত দুটি ছবি মুক্তি পায়। প্রথমে তিনি ম্যায় তেরা হিরো (২০১৪) নামে একটি কমেডি ছবিতে অভিনয় করেন। এই ছবিটি ছিল তেলুগু ছবি কান্দিরীগা-র পুনঃনির্মাণ। ছবিটি প্রযোজনা করে বালাজী মোশন পিকচার্স এবং পরিচালনা করেন বরুণ ধবনের বাবা ডেভিড ধবন।[১০][১১] বরুণ ধবন এই ছবিতে শ্রীনাথ ‘সীনু’ প্রসাদ নামে এক হঠকারী বদমায়েশ ছেলের চরিত্রে অভিনয় করেন। সে ইলিনা ডি’ক্রুজের চরিত্রটির প্রেমে পড়ে। কিন্তু নার্গিস ফাখরির চরিত্রটি তাকে প্রলুব্ধ করে। ফিল্মফেয়ার-এর রেদিটা ট্যান্ডন বরুণ ধবনের হাস্যরসাত্মক দৃশ্যে অভিনয়ের প্রশংসা করেন এবং তাকে গোবিন্দাপ্রভুদেবার সঙ্গে তুলনা করেন।[১২] ম্যায় তেরা হিরো বাণিজ্যিকভাবে সফল হয়।[১৩]

রোম্যান্টিক কমেডি ছবি হাম্পটি শর্মা কি দুলহানিয়া ছবিতে বরুণ ধবন রাকেশ ‘হাম্পটি’ শর্মা নামে এক পাঞ্জাবি ছেলের চরিত্রে অভিনয় করে। এই ছেলেটি মেয়েদের পিছনে লেগে বেড়ায়। শেষে সে এক বাগদত্তা নারীর প্রেমে পড়ে যায়। এই ছবিতে তার সহ-অভিনেতারা ছিলেন আলিয়া ভট্ট ও সিদ্ধার্থ শুক্ল। ছবিটিকে করণ জোহরের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (১৯৯৫) ছবিটির প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে বর্ণনা করা হয়। উল্লেখ্য, করণ জোহর হাম্পটি শর্মা কি দুলহানিয়া ছবিটির প্রযোজক ছিলেন।[১৪] ইন্ডিয়া টুডে-র রোহিত খিলনানি বরুণ ধবনের অভিনয়ের প্রশংসা করেন। মিন্ট পত্রিকার নন্দিনী রামনাথ বলেন যে, ছবির “সামান্য কয়েকটি শান্ততর দৃশ্যে” তার উপস্থিতি উল্লেখযোগ্য।[১৫][১৬] হাম্পটি শর্মা কি দুলহানিয়া সেই বছরের অন্যতম বাণিজ্য-সফল ছবির তালিকাভুক্ত হয়। বিশ্বব্যাপী এই ছবিটি  ১.১১ বিলিয়ন (ইউএস$ ১৩.৫৭ মিলিয়ন) ব্যবসা করে।[]

২০১৫-বর্তমান

[সম্পাদনা]
২০১৫ সালে এবিসিডি ২ ছবির প্রচার অনুষ্ঠানে সহ-অভিনেতা শ্রদ্ধা কাপুরের সঙ্গে বরুণ ধবন

পরিচালক শ্রীরাম রাঘবনের ক্রাইম থ্রিলার বদলাপুর (২০১৫) ছবিতে বরুণ ধবনকে এমন এক চরিত্রে অভিনয় করতে দেখা যায়, যে ১৫ বছর পর তার স্ত্রী ও পুত্রের খুনের বদলা নেয়।[১৭] এই চরিত্রটিতে অভিনয় বরুণ ধবনের কাছে ছিল এক ‘ভীতিপ্রদ’ অভিজ্ঞতা। তিনি এই ছবিতে অভিনয় করতে গিয়ে এক সময় হতাশাগ্রস্থ হয়ে পড়েন এবং অভিনয়ের ইচ্ছা হারিয়ে ফেলেন।[১৮] রিডিফ.কম-এর রাজা সেন বরুণ ধবনের অভিনয় প্রতিভার প্রশংসা করে লেখেন যে, তিনি “তাঁর সরল সৌন্দর্যকে ঢেকে দিয়েছেন – কিন্তু উল্লেখযোগ্যভাবে তাঁর খানিক দুর্ভাগ্যগ্রস্থ প্রকৃতিগত ভালো-লাগানোটিকে ঢাকেননি – তিনি আগ্নেয়গিরির মতো জ্বলে উঠেছেন, প্রায়শ চোখ দিয়েই তিনি কথা বলেছেন।”[১৯] এই ছবিতে অভিনয় করে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর বিভাগে মনোনয়ন পান।[২০]

এরপর বরুণ ধবন ড্যান্স ফিল্ম এবিসিডি: এনি বডি ক্যান ড্যান্স-এর সিকোয়েল এবিসিডি ২-এ শ্রদ্ধা কাপুরের বিপরীতে অভিনয় করেন। এই ছবিটি ২০১২ সালের ওয়ার্ল্ড হিপ হপ ড্যান্স চ্যাম্পিয়নশিপ-বিজয়ী সুরেশ মুকুন্দ নামে মুম্বই-নিবাসী এক নৃত্যশিল্পীর জীবন নিয়ে নির্মিত। এতে বরুণ ধবন সুরেশ মুকুন্দের চরিত্রে অভিনয় করেন।[২১] রয়টার্সের সমালোচক শিল্পা জামখান্দিকর ছবিটির সমালোচনা করে বলেন, একমাত্র বরুণ ধবনই এই ছবিটির সম্পদ। তিনি লেখেন, “তাঁর (বরুণ ধবন) সৎ অভিনয় ছাড়া, ছবিটি একটি মিউজিক ভিডিওর ঝুড়িতে পরিণত হতে পারত।”[২২] এবিসিডি ২ বিশ্বব্যাপী  ১.৫৭ বিলিয়ন (ইউএস$ ১৯.১৯ মিলিয়ন) ব্যবসা করে।[] বক্স অফিস ইন্ডিয়ায় ছবিটির বাণিজ্যিক সাফল্যকে বরুণ ধবনের তারকা ক্ষমতার উত্থানের কারণ হিসেবে বিবেচনা করা হয়।[২৩] সেই বছর তার অভিনীত শেষ ছবিটি ছিল রোহিত শেঠির এনসেম্বেল অ্যাকশন ড্রামা দিলওয়ালে। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেন শাহরুখ খান, কাজলকৃতি সানোন। এই ছবিতে তিনি শাহরুখ খানের ছোটোভাইয়ের চরিত্রে অভিনয় করেন।[২৪] সমালোচকরা ছবিটির প্রশংসা না করলেও এটি বাণিজ্যিকভাবে সফল হয়।[২৫]

২০১৬ সালে বরুণ ধবন এর অ্যাকশন ড্রামা ডিশুম মুক্তি পায়। এই ছবিতে তার সহ-অভিনেতারা হলেন জন আব্রাহামজ্যাকেলিন ফার্নান্ডেজ। ছবিটির পরিচালক বরুণ ধবনের দাদা রোহিত ধবন।[২৬] এটি ব্যবসায়িকভাবে সফল হয়। ২০১৭ সালে তিনি আলিয়া ভট্টের বিপরীতে বদ্রীনাথ কি দুলহানিয়া ছবিতে অভিনয় করেন। ছবিটি হাম্পটি শর্মা কি দুলহানিয়া ছবি দিয়ে শুরু হওয়া ফ্র্যাঞ্চাইসির দ্বিতীয় ভাগ।[২৭] একই বছরে তিনি জুড়ওয়া ২ নামে একটি ছবিতে অভিনয় করেন। এই ছবিটি ১৯৯৭ সালের কমেডি ছবি জুড়ওয়া-র সিকোয়েল।[২৮] দুটি ছবিই ব্যবসায়িকভাবে সফল হয়। ২০১৮ সনে তিনি অক্টোবর ছবিতে অভিনয় করেন। সুজিত সরকার পরিচালিত এই ছবিতে তার বিপরিতে অভিনয় করেন নবাগত বানিতা সান্ধু। ছবিটিতে বরুনের অভিনয় সমালোচকরা পছন্দ করলেও এটি ব্যবসায়িকভাবে খুব বেশি সফল হয় নি। ২০১৭ সালে তার সুই ধাগা: মেড ইন ইন্ডিয়া নামক আরেকটি ছবি মুক্তি পায়। এ ছবিতে তার বিপরীতে আছে আনুস্কা শরমা। এটিও ব্যবসায়িকভাবে সফল হয়।

২০১৯ এর এপ্রিলে বরুণ ধবন, আলিয়া ভট্ট, সঞ্জয় দত্ত,মাধুরী দীক্ষিত, আদিত্য রায় কপুর, সোনাক্ষী সিনহা, কুণাল খেমু অভিনীত মাল্টি স্টারার ফিল্ম করণ জোহরের ড্রিম প্রজেক্ট "কলঙ্ক" তে অভিনয় করেন। ছবিটি নিয়ে দর্শকমহলে দারুণ উত্তেজনা থাকলেও দুর্বল স্ক্রিপ্ট,দীর্ঘসূত্রিতা ইত্যাদির কারণে এটি বক্স অফিসে ফ্লপ হয়। সমালোচকরাও এর সমালোচনা করেন। এটি বরুণের ক্যারিয়ারের অন্যতম অসফল ছবি ধরা হয়। এরপর তিনি ২০২০ এর জানুয়ারীতে শ্রদ্ধা কাপুরের বিপরীতে "স্ট্রিট ডান্সার" সিনেমায় অভিনয় করেন। এই ছবিটি দুর্বল স্ক্রিপ্টের অভিযোগে বক্স অফিসে ফ্লপ করে। বরুণ ধবনের সবশেষ সিনেমা তাঁর বাবার পরিচালিত "কুলি নাম্বার ওয়ান ", যা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়। এই সিনেমায় অভিনয়ের জন্য বরুন ব্যপকভাবে সমালোচিত হন। ওভার এক্টিং ও গোবিন্দার নকল করতে চাওয়ায় তাঁকে নিয়ে ট্রলিং শুরু হয়। তবে এটি ওটিটিতে ভিউয়ের রেকর্ড করেছিল।

সর্বশেষ চারটি ছবি ফ্লপ হওয়ায় বরূণ ধবনের ক্যারিয়র প্রতিযোগিদের তুলনায় ম্লান হয়েছে অনেকটাই।

বরুন ধবনের আসন্ন ছবি কিয়ারা আদবানির বিপরীতে " যুগ যুগ জিও" এবং কৃতি শ্যাননের বিপরীতে "ভেড়িয়া "।

অন্যান্য কাজ

[সম্পাদনা]

অভিনয়ের পাশাপাশি বরুণ ধবন নাটক করেন এবং দুটি পুরস্কার বিতরণি অনুষ্ঠানে সহকারী-সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে তিনি ফিল্মফেয়ার, স্ক্রিনস্টারডাস্ট পুরস্কার বিতরণি অনুষ্ঠানে এবং হংকঙে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেছেন।[২৯] ২০১৩ সালে তিনি সিদ্ধার্থ মালহোত্রা ও আয়ুষ্মান খুরানার সঙ্গে স্টারডাস্ট পুরস্কার বিতরণি অনুষ্ঠানে সঞ্চালনা করেন এবং ৫৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের একটি অংশের সঞ্চালনা করেন।[৩০] তিনি ২০শ স্ক্রিন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানেও অংশ নেন এবং শাহরুখ খানরিচা চাড্ডার সঙ্গে সহকারী-সঞ্চালকের ভূমিকা পালন করেন।[৩১] ২০১৩ সালে তিনি সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া অট্ট, আদিত্য রায় কাপুর, শ্রদ্ধা কাপুর ও হুমা কুরেশির সঙ্গে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেন। এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল উত্তরাখণ্ড রাজ্যের বন্যা-দুর্গতদের সাহায্যার্থে।[৩২]

চলচ্চিত্র এর তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র চরিত্র উল্লেখ্য
২০১০ মাই নেম ইজ খান সহকারী পরিচালক
২০১২ স্টুডেন্ট অফ দ্য ইয়ার রোহন ‘রো’ নন্দ
২০১৪ ম্যায় তেরা হিরো শ্রীনাথ ‘সিনু’ প্রসাদ
হাম্পটি শর্মা কি দুলহানিয়া রাকেশ ‘হাম্পটি’ শর্মা
২০১৫ বদলাপুর রাঘব ‘রঘু’
এবিসিডি ২ সুরেশ ‘সুরু’ মুকুন্দ
দিলওয়ালে বীর রণধীর বক্সি
২০১৬ ডিশুম জুনাইদ
২০১৭ বদ্রীনাথ কি দুলহানিয়া বদ্রীনাথ বনসাল
জুড়ওয়া ২ রাজা/প্রেম
২০১৮ অক্টোবর ড্যান
সুই ধাগা:মেড ইন ইন্ডিয়া মওজি
২০১৯ কলঙ্ক জাফর [৩৩]
ভারত ধীরুভাই অম্বানী বিশেষ উপস্থিতি[৩৪]
২০২০ স্ট্রিট ড্যান্সার সুরেশ মুকুন্দ মুক্তি পেয়েছে ২০২০ সালে[৩৫][৩৬]
কুলি নাম্বার ওয়ান রাজু কুলি/ কুনওয়ার রাজ প্রতাপ সিং
২০২১ অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ নিজেই বিশেষ উপস্থিতি
২০২২ জুগজুগ জিয়ো কুলদীপ "কুকু" সায়নী
ভেড়িয়া ভাস্কর সম্পূর্ণ
২০২৩ বাওয়াল অজয় দীক্ষিত সম্পূর্ণ

ডাবিং ভূমিকা

[সম্পাদনা]

সক্রিয় অ্যাকশন চলচ্চিত্র

[সম্পাদনা]
চলচ্চিত্র অভিনেতা চরিত্র ডাব করা ভাষা আসল ভাষা ডাব করা মুক্তির বছর আসল মুক্তির বছর টীকা
ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার ক্রিস ইভানস স্টীভ রজার্স / ক্যাপ্টেন আমেরিকা হিন্দি ইংরেজি ২০১৬ ২০১৬ পূর্ববর্তী এবং পরবর্তী এমসিইউ চলচ্চিত্রগুলিতে জয় সেনগুপ্ত এই চরিত্রের জন্য ডাব করেন।

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র পুরস্কার বিভাগ ফল
২০১২ স্টুডেন্ট অফ দ্য ইয়ার বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডস মোস্ট এন্টারটেইনিং অ্যাক্টর (ফিল্ম) ডেব্যু - মেল মনোনীত[৩৭]
২০১৩ ইটিসি বলিউড বিজনেস অ্যাওয়ার্ডস মোস্ট প্রফিটেবল ডেব্যু (মেল) মনোনীত[৩৮]
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বেস্ট মেল ডেব্যু মনোনীত[৩৯]
স্ক্রিন অ্যাওয়ার্ডস মোস্ট প্রমিসিং নিউকামার – মেল মনোনীত[৪০]
লায়ন গোল্ড অ্যাওয়ার্ডস ফেভারিট ডেব্যু (মেল) বিজয়ী[৪১]
জি সিনে অ্যাওয়ার্ডস বেস্ট মেল ডেব্যু মনোনীত[৪২]
স্টারডাস্ট অ্যাওয়ার্ডস ব্রেকথ্রু পারফরম্যান্স – মেল বিজয়ী[৪৩]
সুপারস্টার অফ টুমরো – মেল মনোনীত[৪৪]
স্টার গিল্ড অ্যাওয়ার্ড বেস্ট মেল ডেব্যু মনোনীত[৪৫]
টাইমস অফ ইন্ডিয়া ফিল্ম অ্যাওয়ার্ডস বেস্ট ডেব্যু - মেল মনোনীত[৪৬]
২০১৪ হাম্পটি শর্মা কি দুলহানিয়া স্টারডাস্ট অ্যাওয়ার্ডস বেস্ট অ্যাক্টর – কমেডি/রোম্যান্স বিজয়ী[৪৭]
সুপারস্টার অফ টুমরো – মেল (ম্যায় তেরা হিরো ছবিটির জন্যেও) মনোনীত[৪৮]
বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডস মোস্ট এন্টারটেইনিং অ্যাক্টর ইন আ রোম্যান্টিক ফিল্ম – মেল মনোনীত[৪৯]
ম্যায় তেরা হিরো বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডস মোস্ট এন্টারটেইনিং অ্যাক্টর ইন আ কমেডি ফিল্ম – মেল মনোনীত[৪৯]
মোস্ট এন্টারটেইনিং অ্যাক্টর – মেল মনোনীত[৪৯]
২০১৫ হাম্পটি শর্মা কি দুলহানিয়া স্ক্রিন অ্যাওয়ার্ডস বেস্ট অ্যাক্টর মনোনীত[৫০]
স্টার গিল্ড অ্যাওয়ার্ড বেস্ট অ্যাক্টর ইন আ লিডিং রোল মনোনীত[৫১]
ম্যায় তেরা হিরো বেস্ট অ্যাক্টর ইন আ কমিক রোল বিজয়ী[৫১]
স্ক্রিন অ্যাওয়ার্ডস বেস্ট অ্যাক্টর (পপুলার চয়েস) মনোনীত[৫২]
আইআইএফএ অ্যাওয়ার্ডস বেস্ট পারফরম্যান্স ইন আ কমিক রোল বিজয়ী[৫৩]
২০১৫ বদলাপুর বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডস মোস্ট এন্টারটেইনিং অ্যাক্টর ইন থ্রিলার ফিল্ম – মেল বিজয়ী[৫৪]
মোস্ট এন্টারটেইনিং অ্যাক্টর ইন আ অ্যাকশন ফিল্ম – মেল বিজয়ী[৫৪]
২০১৬ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডিস বেস্ট অ্যাক্টর মনোনীত[২০]
স্টার গিল্ড অ্যাওয়ার্ডস বেস্ট অ্যাক্টর ইন আ লিডিং রোল মনোনীত[৫৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Sangghvi, Bhavikk (২৩ এপ্রিল ২০১৩)। "Varun Dhawan will attract girls even when he's older?"The Times of India। ৩ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৪ 
  2. Singh, Prashant (১৭ আগস্ট ২০১৩)। "I was a waiter at dad's party: Varun Dhawan"Hindustan Times। ২৫ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৪ 
  3. Gupta, Priya (৫ জুলাই ২০১৪)। "Varun Dhawan considers his brother Rohit his real life Humpty"The Times of India। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৪ 
  4. "Forget girlfriend, I'll now find myself a wife: Varun Dhawan"The Times of India। ২৫ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৪ 
  5. "Check out: Varun Dhawan during his college days"। Bollywood Hungama। ১৮ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৪ 
  6. "The new stars of Bollywood"Hindustan Times। ৩১ ডিসেম্বর ২০১০। ৫ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১২ 
  7. "Student Of The Year (2012): Hindi Movie Critic Review By Taran Adarsh"। Bollywood Hungama। ১৮ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৪ 
  8. "'Student of the Year' Review: If fun is what you're seeking, you won't be disappointed"CNN IBN। ২০ অক্টোবর ২০১২। ২১ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৪ 
  9. "Top Worldwide Grossers All Time"। Box Office India। ১৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৫ 
  10. "Varun Dhawan is Ekta Kapoor's Rs. 2 crore hero"Hindustan Times। ৫ জানুয়ারি ২০১৩। ২৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৩ 
  11. "David Dhawan to direct son in Kandireega Remake"Mid Day 
  12. Tandon, Raedita (৪ এপ্রিল ২০১৪)। "Movie Review: Main Tera Hero"Filmfare। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৪ 
  13. "Top Ten Worldwide Grossers 2014"। Box Office India। ৮ মে ২০১৪। ২৬ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৪ 
  14. "Karan Johar pays tribute to 'Dilwale Dulhania Le Jayenge' through 'Humpty Sharma Ki Dulhaniya'"The Indian Express। ২৬ মে ২০১৪। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৪ 
  15. Khilnani, Rohit (১১ জুলাই ২০১৪)। "Movie Review: Humpty Sharma Ki Dulhania is a refreshing film"India Today। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৪ 
  16. Ramnath, Nandini (১১ জুলাই ২০১৪)। "Film Review: Humpty Sharma Ki Dulhania"Mint। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৪ 
  17. "Watch: Varun Dhawan steals the thunder with his ballistic avatar in 'Badlapur' teaser"Daily News and Analysis। ২ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৪ 
  18. Pathak, Ankur (১ ডিসেম্বর ২০১৪)। "Varun turns dad"Mumbai Mirror। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৫ 
  19. "Review: Badlapur is a dark, unflinching, fantastic film"। Rediff.com। ২০ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৫ 
  20. "Nominations for the 61st Britannia Filmfare Awards"Filmfare। ১১ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৬ 
  21. Adivarekar, Priya (১১ জুলাই ২০১৪)। "Varun's character based on a real life choreographer in ABCD 2"The Indian Express। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৪ 
  22. "Movie Review: ABCD 2"। Reuters। ১৯ জুন ২০১৫। ১০ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৬ 
  23. "ABCD 2 Records Highest Opening Day Of 2015"। Box Office India। ১৯ জুন ২০১৫। ২৬ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৫ 
  24. Joshi, Namrata (১৯ ডিসেম্বর ২০১৫)। "Dilwale: Heart attack"The Hindu। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৫ 
  25. Groves, Don (২০ ডিসেম্বর ২০১৫)। "'Dilwale' Easily Wins The Battle Of The Bollywood Blockbusters"Forbes। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৬ 
  26. "Team Dishoom wraps it up in style!"The Statesman। ১৮ এপ্রিল ২০১৬। ২৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৬ 
  27. Lohana, Avinash (৩ মে ২০১৬)। "Varun calls out to dulhania Alia"Mumbai Mirror। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৬ 
  28. "Meet the 'Judwaa 2' trio: David Dhawan, Varun Dhawan and Sajid Nadiadwala"The Times Of India। ৯ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  29. Parikh, Urvi (২৪ সেপ্টেম্বর ২০১৩)। "Karan Johar's 'students' Sidharth Malhotra, Alia Bhatt and Varun Dhawan perform at Hong Kong"। Entertainment.in.msn.com। ১ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৪ 
  30. "Stardust Awards 2013 Announcement | Alia, Sidharth, Esha, Varun"। YouTube। ২২ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৪ 
  31. Demello, Melanie। "20th Annual Screen Awards – A Night To Remember"Business of Cinema। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৪ 
  32. "Varun Dhawan, Alia Bhatt and Siddharth Malhotra unite for a cause"Daily News and Analysis। ১০ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৪ 
  33. "Kalank: Varun-Alia, Madhuri-Sanjay to share screen space in Karan Johar's next"The Indian Express। ১৮ এপ্রিল ২০১৮। ১৮ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৮ 
  34. "Varun Dhawan all set to play young Dhirubhai Ambani in Salman Khan's Bharat"Filmfare। ১৩ জানুয়ারি ২০১৯। ২৬ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৯ 
  35. Mankad, Himesh (২৩ জানুয়ারি ২০১৯)। "Varun Dhawan kicks off new dance franchise in Punjab"Mumbai Mirror। ১৯ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৯ 
  36. "Shraddha Kapoor And Varun Dhawan's 'Biggest Dance Film' Titled Street Dancer. To Release On..."NDTV। ৪ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৯ 
  37. "Big Star Awards 2012 / 2013 – Winners, Nominations"। Indicine। ১৭ ডিসেম্বর ২০১২। ২৫ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৪ 
  38. "Bollywood Business Awards 2012"ETC Bollywood Business (Youtube)। ৭ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৪Event occurs at 30:28 
  39. "Varun Dhawan— Awards"। Bollywood Hungama। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৩ 
  40. "Nominations for 19th Annual Colors Screen Awards"। ৫ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩ 
  41. "Lions Gold Awards Winners 2013"। Indicine। ২৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৩ 
  42. "Zee Cine Awards 2013: Team 'Barfi!', Vidya Balan, Salman Khan bag big honours"। ২১ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৩ 
  43. "Stardust Awards 2013: list of winners"। NDTV। ৩০ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৩ 
  44. "Nominations for Stardust Awards 2013"। Bollywood Hungama। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৩ 
  45. "Star Guild Awards — Nominees"। Star Guild Awards। ৬ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৩ 
  46. "TOIFA Awards 2013 Nominations"। Indicine। ৩১ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৩ 
  47. "Winners of Stardust Awards 2014"। Bollywood Hungama। ১৫ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৪ 
  48. "Nominations for Stardust Awards 2014"। Bollywood Hungama। ৮ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৪ 
  49. "Big Star Entertainment Awards Nominations List 2014"Reliance Broadcast Network। ২১ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৪ 
  50. "21st Annual Life OK Screen Awards nominations"The Indian Express। ৮ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৫ 
  51. "Nominations for 10th Renault Star Guild Awards"। Bollywood Hungama। ৮ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৫ 
  52. "Crowd Favourites"The Indian Express। ৩ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৫ 
  53. "Winners of IIFA Awards 2015"। Bollywood Hungama। ৭ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৫ 
  54. "'Prem Ratan Dhan Payo' leads BIG Star Entertainment Awards 2015"The Indian Express। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৬ 
  55. "Nominations for 11th Renault Star Guild Awards"Bollywood Hungama। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]