বিভিন্ন সরকারি ভাষায় ভারতের নামসমূহের তালিকা
অবয়ব
(Official names of India থেকে পুনর্নির্দেশিত)
বিভিন্ন সরকারি ভাষায় ভারতীয় প্রজাতন্ত্রের বিভিন্ন নাম বর্তমান, যা দেশের ভাষাগত বৈচিত্র্যকে তুলে ধরে। সংবিধানের অনুচ্ছেদ ৩৪৩ অনুযায়ী দেবনাগরী লিপিতে লিখিত হিন্দি ভাষা ভারতের কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা এবং এই দেশের কোনো জাতীয় ভাষা নেই।[১][২] সরকারি ভাষা আইন, ১৯৬৩-এর অনুচ্ছেদ ৩ অনুযায়ী ইংরেজি ভাষা হিন্দি ভাষার সঙ্গে অতিরিক্তরূপে ব্যবহৃত হয়।[৩][৪] ভারতের সংবিধানের অষ্টম তফসিল ২২টি ভাষা তালিকাভুক্ত করে, যা "তফসিলি ভাষা" নামে পরিচিত এবং এদের স্বীকৃতি, মর্যাদা ও সরকারিভাবে উৎসাহ দেওয়া হয়।[৫]
ইংরেজি ও হিন্দি
[সম্পাদনা]ভাষা | সংক্ষিপ্ত নাম | সম্পূর্ণ নাম | |
---|---|---|---|
ইংরেজি | লাতিন লিপিতে | India | Republic of India |
বাংলা লিপিতে ধ্বনিগত বানান | ইন্ডীঅ্য | রিপ্যব্লিক অভ়্ ইন্ডীঅ্য | |
হিন্দি | দেবনাগরী লিপিতে | भारत | भारत गणराज्य |
বাংলা লিপিতে লিপ্যন্তর | ভারত | ভারত গণরাজ্য | |
বাংলা লিপিতে ধ্বনিগত বানান | ভার্যত্ | ভার্যত্ গ্যণ্রাজ্য়্অ্য |
তফসিলি ভাষা
[সম্পাদনা]ভাষা | লিপি | সংক্ষিপ্ত নাম | সম্পূর্ণ নাম | বিবরণ | ||||
---|---|---|---|---|---|---|---|---|
মূল লিপিতে[ক] | লিপ্যন্তর[খ] | ধ্বনিগত বানান | মূল লিপিতে | লিপ্যন্তর[খ] | ধ্বনিগত বানান | |||
অসমীয়া | বাংলা–অসমীয়া | ভাৰত | ভারত | ভারট্ | ভাৰত গণৰাজ্য | ভারত গণরাজ্য | ভারট্ গনরাইজ়্জ়্অ | |
বাংলা | বাংলা–অসমীয়া | ভারত | ভারত | ভারোৎ | ভারতীয় প্রজাতন্ত্র | ভারতীয় প্রজাতন্ত্র | ভারোতিও প্রোজাতন্ত্রো | |
বোড়ো | দেবনাগরী | भारत | ভারত | ভারট্ | भारत गणराज्य | ভারত গণরাজ্য | ভারট্ গনরাজ্য়্অ | |
ডোগরি | দেবনাগরী | भारत | ভারত | ভার্যত্ | भारत गणराज्य | ভারত গণরাজ্য | ভারৎ গন্রাজ্য়্অ | |
গুজরাটি | গুজরাটি | ભારત | ভারত | ভার্যত্ | ભારતીય ગણતંત્ર | ভারতীয় গণতংত্র | ভার্তীয়্অ গণ্তন্ত্র্অ | |
হিন্দি | দেবনাগরী | भारत | ভারত | ভার্যত্ | भारत गणराज्य | ভারত গণরাজ্য | ভার্যত্ গ্যণ্রাজ্য়্অ্য | |
কন্নড় | কন্নড় | ಭಾರತ | ভারত | ভারত্অ | ಭಾರತ ಗಣರಾಜ್ಯ | ভারত গণরাজ্য | ভারত্অ গণরাজ্য়্অ | |
কাশ্মীরি | ফার্সি | ہِندوستان | হিন্দোস্তান্ | جۆمہوٗرِیَہ ہِندوستان | জোম্হূরিয়া হিন্দোস্তান্ | এছাড়া দেবনাগরী ও শারদা লিপিতে কাশ্মীরি ভাষা প্রচলিত কিন্তু ভারতে এদের কোনো সরকারি স্বীকৃতি নেই। | ||
কোঙ্কণী | দেবনাগরী | भारत | ভারত | ভারৎ | भारत गणराज्य | ভারত গণরাজ্য | ভারৎ গণ্রাজ্য়্অ | |
মৈথিলী | দেবনাগরী | भारत | ভারত | ভারত্অ | भारत गणराज्य | ভারত গণরাজ্য | ভারত্অ গণরাজ্য়্অ | |
মালয়ালম | মালয়ালম | ഭാരതം | ভারতং | ভারতম্ | ഭാരതമഹാരാജ്യം | ভারতমহারাজ্যং | ভারতমহারাজ্য়ম্ | |
মারাঠি | দেবনাগরী | भारत | ভারত | ভারৎ | भारतीय प्रजासत्ताक | ভারতীয় প্রজাসত্তাক | ভারতিয়্ প্রজাসত্তাক্ | |
মৈতৈ মণিপুরী | বাংলা–অসমীয়া | ভারত | ভারত | ভারট্ | ভারত গণরাজ্য | ভারত গণরাজ্য | ভারট্ গনরাজ্য়্অ | |
মৈতৈ | ꯏꯟꯗꯤꯌꯥ | ইন্ডিয়া | ||||||
ꯚꯥꯔꯠ | ভারট্ | |||||||
নেপালি | দেবনাগরী | भारत | ভারত | ভারৎ | गणतन्त्र भारत | গণতন্ত্র ভারত | গণতন্ত্র্অ ভারৎ | |
ওড়িয়া | ওড়িয়া লিপি | ଭାରତ | ভারত | ভারত্অ | ଭାରତ ଗଣରାଜ୍ୟ | ভারত গণরাজ্য | ভারত্অ গণরাজ্য়্অ | |
পাঞ্জাবি | গুরুমুখী | ਭਾਰਤ | ভারত | ভারৎ | ਭਾਰਤ ਗਣਰਾਜ | ভারত গণরাজ | ভার্যত্ গ্যণ্রাজ্ | পাকিস্তানে পাঞ্জাবি ভাষার জন্য শাহমুখী লিপি প্রচলিত কিন্তু ভারতে এর কোনো সরকারি স্বীকৃতি নেই। |
সংস্কৃত | দেবনাগরী | भारतम् | ভারতম্ | ভারতম্ | भारतगणराज्यम् | ভারতগণরাজ্যম্ | ভারতগণরাজ্য়ম্ | |
भारतमहाराज्यम् | ভারতমহারাজ্যম্ | ভারতমহারাজ্য়ম্ | ||||||
সাঁওতালি | অলচিকি | ᱥᱤᱧᱚᱛ | সিঞৎ | ᱥᱤᱧᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱟᱹᱯᱱᱟᱹᱛ | সিঞৎ রেনাগ্ আপ্নাৎ | |||
দেবনাগরী | भारोत[৬] | ভারোত | ভারোৎ | |||||
সিন্ধি | দেবনাগরী | কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষা নয়। | ||||||
ফার্সি | ||||||||
তামিল | তামিল | இந்தியா[৭] | ইন্তিয়া | ইন্দিয়া | இந்தியக் குடியரசு[৭] | ইন্তিয়ক্ কুটিয়রচু | ইন্দিয়ক্ কুডিয়রজু | |
তেলুগু | তেলুগু | భారతదేశం | ভারতদেশং | ভারতদেশম্ | భారత గణతంత్ర రాజ్యము | ভারত গণতন্ত্র রাজ্যমু | ভারত্অ গণতন্ত্র্অ রাজ্য়মু | |
উর্দু | উর্দু |
- পাদটীকা:
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ভারতের সংবিধান (২০২২), ভাগ ১৭।
- ↑ "Department of official Language | Government of India"। ১ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ Salzmann, Zdenek; Stanlaw, James; Adachi, Nobuko (৮ জুলাই ২০১৪)। Language, Culture, and Society: An Introduction to Linguistic Anthropology। Westview Press। আইএসবিএন 9780813349558 – Google Books-এর মাধ্যমে।
- ↑ "The Official Languages Act, 1963"। rajbhasha.gov.in। সংগ্রহের তারিখ ৩ মে ২০২২।
- ↑ Languages Included in the Eighth Schedule of the Indian Constitution ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৬-০৬-০৪ তারিখে
- ↑ "Internationalized Domain Names (IDNs) | Registry.In"। registry.in। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২০।
- ↑ ক খ "பாரதம், இந்தியா... ஒரே நாடு இரண்டு பெயர்... காரணம் என்ன?"।