২০১৮ নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের ইংল্যান্ড সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(New Zealand women's cricket team in England in 2018 থেকে পুনর্নির্দেশিত)
২০১৮ নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
 
  ইংল্যান্ড মহিলা নিউজিল্যান্ড মহিলা
তারিখ ৭ – ১৩ জুলাই ২০১৮
অধিনায়ক হিদার নাইট সুজি বেটস
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড মহিলা ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান অ্যামি জনস (১৬১) সোফি ডিভাইন (১৬৪)
সর্বাধিক উইকেট সোফি একলস্টোন (৬) লেই কাস্পারেক (৮)
সিরিজ সেরা খেলোয়াড় অ্যামি জনস (ইংল্যান্ড)

নিউজিল্যান্ড জাতীয় মহিলা ক্রিকেট দল ২০১৮ সালের জুলাইয়ে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের সাথে খেলার জন্য ইংল্যান্ড সফর করে।[১] সফরসূচীতে অন্তর্ভুক্ত ছিল তিনটি মহিলাদের একদিনের আন্তর্জাতিক (ডব্লিউওডিআই), যা ছিল ২০১৭-২০ আইসিসি মহিলা চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার অংশ।[২] মহিলা ওডিআই ম্যাচ গুলো খেলার পূর্বে উভয় দল দক্ষিণ আফ্রিকাকে সাথে নিয়ে একটি ত্রি-দেশীয় সিরিজ খেলে।[৩][৪] ইংল্যান্ড মহিলা দল তিন-ম্যাচের সিরিজটি ২-১ এ জয় লাভ করে।[৫]

দলীয় সদস্য[সম্পাদনা]

 ইংল্যান্ড[৬]  নিউজিল্যান্ড[৭]

ডব্লিউওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ডব্লিউওডিআই[সম্পাদনা]

মহিলা চ্যাম্পিয়নশীপ
৭ জুলাই ২০১৮
১১:০০
Scorecard
ইংল্যান্ড 
২৯০/৫ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
১৪৮ (৩৫.৩ ওভার)
হিদার নাইট ৬৩ (৫৮)
অ্যামেলিয়া কের ২/৩৬ (১০ ওভার)
সোফি ডিভাইন ৩৩ (৪৩)
নাতালি সিভার ৩/১৮ (৪ ওভার)
ইংল্যান্ড মহিলা দল ১৪২ রানে জয়ী
হেডিংলি, লিডস
আম্পায়ার: মাইক বার্নস (ইংল্যান্ড) ও ডেভিড মিলেন্স (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাতালি সিভার (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ক্যাটি জর্জ (ইংল্যান্ড) তার ডব্লিউওডিআই অভিষেক হয়।
  • রানের বিচারে নিউজিল্যান্ড মহিলা দলের বিপক্ষে ওডিআইয়ে এটা ছিল ইংল্যান্ড মহিলা দলের সবচেয়ে বড় বিজয়।[৮]
  • পয়েন্ট: ইংল্যান্ড মহিলা ২, নিউজিল্যান্ড মহিলা ০।

২য় ডব্লিউওডিআই[সম্পাদনা]

ইংল্যান্ড 
২৪১ (৪৮ ওভার)
 নিউজিল্যান্ড
১১৮ (৩৮ ওভার)
সুজি বেটস ২৪ (৫০)
সোফি একলস্টোন ৩/১৪ (৮ ওভার)
  • ইংল্যান্ড মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: ইংল্যান্ড মহিলা ২, নিউজিল্যান্ড মহিলা ০।

৩য় ডব্লিউওডিআই[সম্পাদনা]

ইংল্যান্ড 
২১৯ (৪৭.৪ ওভার)
 নিউজিল্যান্ড
২২৪/৬ (৪৪.৪ ওভার)
অ্যামি জনস ৭৮ (৯৫)
লেই কাস্পারেক ৫/৩৯ (৯.৪ ওভার)
সোফি ডিভাইন ১১৭* (১১৬)
সোফি একলস্টোন ২/৩৯ (১০ ওভার)
নিউজিল্যান্ড মহিলা দল ৪ উইকেটে জয়ী
গ্রেস রোড, লেস্টার
আম্পায়ার: ডেভিড মিলেন্স (ইংল্যান্ড) ও টিম রবিনসন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: সোফি ডিভাইন (নিউজিল্যান্ড)
  • ইংল্যান্ড মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • লেই কাস্পারেক (নিউজিল্যান্ড) মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্যারিয়ারে তার প্রথম ৫ উইকেট লাভ করে।[৯]
  • পয়েন্ট: ইংল্যান্ড মহিলা ০, নিউজিল্যান্ড মহিলা ২।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "England women to host South Africa, New Zealand in 2018"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৭ 
  2. "England confirm 2018 fixtures"England and Wales Cricket Board। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৭ 
  3. "Jess Watkin, Bernadine Bezuidenhout called up for tour of Ireland and England"International Cricket Council। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৮ 
  4. "England take on table leaders New Zealand"International Cricket Council। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৮ 
  5. "England v New Zealand: সোফি ডিভাইন's century leads tourists to victory"BBC Sport। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৮ 
  6. "England confirm squad for New Zealand ODIs"। England and Wales Cricket Board। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৮ 
  7. "New Zealand women call up Watkin, Bezuidenhout for England tour"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৮ 
  8. "England v New Zealand: Hosts win 142 রানে বিজয়ী in first ODI at Headingley"BBC Sport। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৮ 
  9. "Sophie Devine delivers New Zealand consolation win after Leigh Kasperek takes five wickets"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]