২০১৪ ভারত মহিলা ক্রিকেট দলের ইংল্যান্ড সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(India women's cricket team in England in 2014 থেকে পুনর্নির্দেশিত)
২০১৪ ভারত মহিলা ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
 
  ইংল্যান্ড ভারত
তারিখ ৯ আগস্ট, ২০১৪ – ২৫ আগস্ট, ২০১৪
অধিনায়ক শার্লত এডওয়ার্ডস মিতালী রাজ
টেস্ট সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজে ভারত ১–০ ব্যবধানে জয়ী হয়
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয়

ভারত মহিলা দল ২০১৪ মৌসুমের ৯-২৫ আগস্ট, ২০১৪ তারিখ পর্যন্ত মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ড সফর করে। সফরে দলটি একমাত্র টেস্টে স্বাগতিক ইংল্যান্ড মহিলা দলকে পরাজিত করে।[১] ২০০৬ সালের পর এটিই তাদের প্রথম টেস্ট খেলায় অংশগ্রহণ। সর্বোপরি ইংল্যান্ড দলের বিপক্ষে ভারত দলের দ্বিতীয় বিজয়।[২][৩]

এছাড়াও, তিনটি ওডিআইয়ের সিরিজে ইংল্যান্ড দল ২-০ ব্যবধানে ভারত দলকে পরাজিত করে। তন্মধ্যে তৃতীয় ওডিআইটি পরিত্যক্ত হয়।[৪][৫]

দলের সদস্য[সম্পাদনা]

টেস্ট ওডিআই
 ইংল্যান্ড[৬]  ভারত[৭]  ইংল্যান্ড  ভারত

প্রস্তুতিমূলক খেলা[সম্পাদনা]

৭ আগস্ট, ২০১৪
স্কোরকার্ড
৯৭/৫ (৪১.৪ ওভার)
অ্যামি জোন্স ৩৩ (৭১)
একতা বিশট ৩/১৯ (৬.৪ ওভার)
২৯৪ (৮৮.২ ওভার)
বেলাস্বামী বণিতা ৯৪ (৯০)
সোনিয়া ওদেদ্রা ৩/২৮ (১৫ ওভার)
  • ইংল্যান্ড একাডেমি মহিলা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ইংল্যান্ড একাডেমি মহিলা ১৩ (১১ ব্যাটিং, ১১ ফিল্ডিং); ভারত মহিলা ১২ (১১ ব্যাটিং, ১১ ফিল্ডিং)

একমাত্র টেস্ট[সম্পাদনা]

১৩ আগস্ট, ২০১৪
স্কোরকার্ড
৯২ (৪১.২ ওভার)
সারাহ টেলর ৩০ (৪২)
নাগার্জন নিরঞ্জনা ৪/১৪ (১৪.২ ওভার)
১১৪ (৬৪.২ ওভার)
নিরঞ্জনা নাগার্জন ২৭ (৮৩)
জেনি গান ৫/১৯ (১৮ ওভার)
২০২ (৯৬.৩ ওভার)
জেনি গান ৬২* (১৮১)
ঝুলন গোস্বামী ৪/৪৮ (২২ ওভার)
১৮৩ (৯৫.৩ ওভার)
স্মৃতি মন্ধনা ৫১ (৯১)
কেট ক্রস ২/৪২ (২২ ওভার)
ভারত মহিলা দল ৬ উইকেটে বিজয়ী
স্যার পল গেটি’স গ্রাউন্ড, ওর্মসলে
আম্পায়ার: ডেভিড মিলনস (ইংল্যান্ড) ও বিলি টেলর
ম্যাচসেরা: জেনি গান (ইংল্যান্ড)

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

২১ আগস্ট, ২০১৪
স্কোরকার্ড
ইংল্যান্ড 
১৫৩/৩ (৩০.১ ওভার)
 ভারত
১৯২/৮ (৪৭ ওভার)
স্মৃতি মন্ধনা ৭৪ (৯৯)
হিদার নাইট ৩/২৮ (৭ ওভার)
ইংল্যান্ড মহিলা দল ৪২ রানে বিজয়ী (ডি/এল)
নর্থ ম্যারিন রোড গ্রাউন্ড, স্কারবোরো
আম্পায়ার: জেফ ইভান্স (ইংল্যান্ড) ও স্টিভ ও’শাগনেস (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: হিদার নাইট (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড মহিলা দল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ভারতের পক্ষে শিখা পাণ্ডের ওডিআই অভিষেক ঘটে।

২য় ওডিআই[সম্পাদনা]

২৩ আগস্ট, ২০১৪
স্কোরকার্ড
ইংল্যান্ড 
২১৪/৯ (৫০ ওভার)
 ভারত
২০১ (৪৮.৪ ওভার)
হারমানপ্রীত কৌর ৪৩ (৬২)
জেনি গান ৪/২৩ (১০ ওভার)
  • ভারত মহিলা দল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ইংল্যান্ড মহিলা দল ৩ খেলার সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে

৩য় ওডিআই[সম্পাদনা]

২৫ আগস্ট, ২০১৪
স্কোরকার্ড
কোন বল মাঠে গড়ানো ব্যতিরেকেই খেলা পরিত্যক্ত
লর্ড’স ক্রিকেট গ্রাউন্ড, লন্ডন
আম্পায়ার: নিক কুক (ইংল্যান্ড) ও ইসমাইল দাউদ (ইংল্যান্ড)
  • টস হয়নি
  • ইংল্যান্ড মহিলা দল ৩ খেলার সিরিজে ২-০ ব্যবধানে বিজয়ী

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]