২০১৮ দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের ইংল্যান্ড সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
 
  ইংল্যান্ড মহিলা দক্ষিণ আফ্রিকা মহিলা
তারিখ ৯ – ১৫ জুন ২০১৮
অধিনায়ক হিদার নাইট ডেন ফন নাইকার্ক
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড মহিলা ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান তামসিন বিউমন্ট (২১২) লিজেল লি (২১১)
সর্বাধিক উইকেট ক্যাথারিন ব্রন্ট (৬) আয়াবঙ্গা খাকা (৭)
সিরিজ সেরা খেলোয়াড় তামসিন বিউমন্ট (ইংল্যান্ড)

দক্ষিণ আফ্রিকা জাতীয় মহিলা ক্রিকেট দল ২০১৮ সালের জুনে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল-এর সাথে খেলতে ইংল্যান্ড সফর করে।[১] সফরসূচীতে অন্তর্ভুক্ত ছিল তিনটি মহিলাদের একদিনের আন্তর্জাতিক খেলা। যা ছিল ২০১৭–২০ আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার অংশ।[২] ২০১৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর এটি ছিল ইংল্যান্ডের প্রথম দেশের মাটিতে সিরিজ।[৩] উক্ত ডব্লিউওডিআই সিরিজের পর উভয় দল ২০১৮ ইংল্যান্ড মহিলা ত্রি-দেশীয় সিরিজ খেলে, তৃতীয় দল হিসাবে যোগ দেয় নিউজিল্যান্ড জাতীয় মহিলা ক্রিকেট দল[১] ইংল্যান্ড মহিলা দল ডব্লিউওডিআই সিরিজটিতে ২-১ এ জয়লাভ করে।[৪]

দলীয় সদস্য[সম্পাদনা]

 ইংল্যান্ড[৫]  দক্ষিণ আফ্রিকা[৬]

ক্যাথরিন ক্রসকে সিরিজের শেষ ও ফাইনাল খেলার জন্য ইংল্যান্ড স্কোয়াডে ডাকা হয়েছিল।[৭]

ডব্লিউওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ডব্লিউওডিআই[সম্পাদনা]

ইংল্যান্ড 
১৮৯/৯ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১৯৩/৩ (৪৫.৩ ওভার)
লিজেল লি ৯২* (১২৮)
অ্যানিয়া শ্রাবসোল ২/৩৬ (১০ ওভার)
দক্ষিণ আফ্রিকা মহিলা দল ৭ উইকেটে জয়ী
নিউ রোড, ওরচেস্টার
আম্পায়ার: মাইক বার্নস (ইংল্যান্ড) ও টিম রবিনসন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: লিজেল লি (দক্ষিণ আফ্রিকা)
  • ইংল্যান্ড মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • স্টেসি লাকাই (দক্ষিণ আফ্রিকা) তার মহিলাদের ওডিআই অভিষেক হয়।
  • ২০০৩ এর পর ইংল্যান্ডে এটা ছিল দক্ষিণ আফ্রিকার প্রথম জয়।[৮]
  • পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা মহিলা ২, ইংল্যান্ড মহিলা ০।

২য় ডব্লিউওডিআই[সম্পাদনা]

ইংল্যান্ড 
৩৩১/৬ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
২৬২/৯ (৫০ ওভার)
সারাহ টেইলর ১১৮ (১০৬)
মারিজান কাপ ২/৪৮ (১০ ওভার)
লিজেল লি ১১৭ (১০৭)
সোফি একলস্টোন ৩/৫৪ (১০ ওভার)
ইংল্যান্ড মহিলা দল ৬৯ রানে জয়ী
কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড, হোভ
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও ডেভিড মিলেন্স (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: সারাহ টেইলর (ইংল্যান্ড)
  • দক্ষিণ আফ্রিকা মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • এটি ছিল প্রথম মহিলা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ যেখানে খেলোয়াড়গণ তিনটি সেঞ্চুরী পায়।[৯]
  • পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা মহিলা ০, ইংল্যান্ড মহিলা ২।

৩য় ডব্লিউওডিআই[সম্পাদনা]

দক্ষিণ আফ্রিকা 
২২৮ (৪৯.৫ ওভার)
 ইংল্যান্ড
২৩২/৩ (৪৪ ওভার)
  • দক্ষিণ আফ্রিকা মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • নাতালি সিভার (ইংল্যান্ড) তার ৫০তম মহিলা ওডিআই খেলে।[১০]
  • পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা মহিলা ০, ইংল্যান্ড মহিলা ২।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "England women to host South Africa, New Zealand in 2018"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৭ 
  2. "England confirm 2018 fixtures"England and Wales Cricket Board। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৭ 
  3. "England take on South Africa in first series at home since World Cup triumph"International Cricket Council। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৮ 
  4. "England v South Africa: Hosts secure series win with emphatic Canterbury victory"BBC Sport। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৮ 
  5. "Alex Hartley dropped; Sarah Taylor and ক্যাথারিন ব্রন্ট return for England"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৮ 
  6. "South Africa drop Trisha Chetty for limited-ওভার tour of England"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৮ 
  7. "England Add Kate Cross To Final ODI Squad"Cricket World। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৮ 
  8. "Proteas women go 1-0 up in England"Cricket South Africa। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৮ 
  9. "England beat South Africa to level women's ODI series – as it happened"The Guardian। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৮ 
  10. "Sciver Set For Landmark England Appearance"Surrey County Cricket Club (Kia Oval)। ১৫ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৮