২০১৮ পাকিস্তান ক্রিকেট দলের ইংল্যান্ড সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৮ পাকিস্তান ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
 
  ইংল্যান্ড পাকিস্তান
তারিখ ২৮ এপ্রিল – ৫ জুন ২০১৮
অধিনায়ক জো রুট সরফরাজ আহমেদ
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান জস বাটলার (১৬১) হারিস সোহেল (১১৪)
সর্বাধিক উইকেট জেমস অ্যান্ডারসন (৯) মোহাম্মদ আব্বাস (১০)
সিরিজ সেরা খেলোয়াড় মোহাম্মদ আব্বাস (পাকিস্তান)

পাকিস্তান ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট খেলার জন্য ইংল্যান্ড সফর করে, যা এপ্রিল থেকে জুন ২০১৮-এ অনুষ্ঠিত হয়। [১][২][৩]

দলীয় সদস্য[সম্পাদনা]

 ইংল্যান্ড  পাকিস্তান

প্রস্তুতিমূলক খেলা[সম্পাদনা]

প্রথম শ্রেণীর ম্যাচ: কেন্ট ব পাকিস্তান[সম্পাদনা]

২৮ এপ্রিল–১ মে ২০১৮
১৬৮ (৫৫.২ ওভার)
ইমাম-উল-হক ৬১ (১১১)
উইল গিডম্যান ৫/৪৭ (১৫ ওভার)
২০৯/৪ (৬৪ ওভার)
জো ডেনলি ১১৩* (১৮৬)
শাদাব খান ২/৮৮ (১৮ ওভার)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ২ ও ৩ দিনে কোনও খেলা সম্ভব হয়নি। দুপুরের খাবারের আগে ৪র্থ দিনে কোনও খেলা সম্ভব হয়নি, বৃষ্টির কারণেও।

প্রথম শ্রেণীর ম্যাচ: নর্দাম্পটনশায়ার ব পাকিস্তান[সম্পাদনা]

৪–৭ মে ২০১৮
২৫৯ (৭৩.৪ ওভার)
অ্যাডাম রসিংটন ৯০ (১৩৫)
শাদাব খান ৬/৭৭ (১৯ ওভার)
৪২৮ (১১৬.৩ ওভার)
আসাদ শফিক ১৮৬* (২৮১)
স্টিভেন ক্রুক ৪/৮৯ (২৬ ওভার)
৩০১ (৯৫.৫ ওভার)
রব নিউটন ১১৮ (২২৫)
মোহাম্মদ আব্বাস ৪/৬২ (১৮ ওভার)
১৩৪/১ (২৭ ওভার)
ইমাম-উল-হক ৫৯* (৮১)
পাকিস্তান ৯ উইকেটে জয়ী
কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড, নর্দাম্পটন
আম্পায়ার: ইয়ান রামাগে (স্কটল্যান্ড) ও মার্টিন স্যাগার্স (ইংল্যান্ড)
  • নর্দাম্পটনশায়ার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

দুইদিনের ম্যাচ: লিচেস্টারশায়ার ব পাকিস্তান[সম্পাদনা]

১৯–২০ মে ২০১৮
৩২১/৯ঘো (৮৯.৫ ওভার)
আজহার আলী ৭৩ (১২৭)
আদিল আলী ২/২৮ (৫.৫ ওভার)
২২৬/৬ (৭৫ ওভার)
আতিক জাভিদ ৫৪ (১১৫)
শাদাব খান ২/৩২ (১৩ ওভার)
খেলা ড্র
গ্রেস রোড, লেস্টার
আম্পায়ার: পিটার হার্টলি (ইংল্যান্ড) ও ক্রিস ওয়াটস (ইংল্যান্ড)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

টেস্ট সিরিজ[সম্পাদনা]

১ম টেস্ট[সম্পাদনা]

২৪–২৮ মে ২০১৮
১৮৪ (৫৪.২ ওভার)
অ্যালাস্টেয়ার কুক ৭০ (১৪৮)
মোহাম্মদ আব্বাস ৪/২৩ (14 ওভার)
৩৬৩ (১১৪.৩ ওভার)
বাবর আজম ৬৮* (১২০)
বেন স্টোকস ৩/৭৩ (২২ ওভার)
২৪২ (৮২.১ ওভার)
জো রুট ৬৮ (১২০)
মোহাম্মাদ আমির ৪/৩৬ (১৮.১ ওভার)
৬৬/১ (১২.৪ ওভার)
হারিস সোহেল ৩৯* (৩২)
জেমস অ্যান্ডারসন ১/১২ (৩ ওভার)
পাকিস্তান ৯ উইকেটে জয়ী
লর্ডস, লন্ডন
আম্পায়ার: পল রেইফেল (অস্ট্রেলিয়া) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: মোহাম্মদ আব্বাস (পাকিস্তান)

২য় টেস্ট[সম্পাদনা]

১–৫ জুন ২০১৮
১৭৪ (৪৮.১ ওভার)
শাদাব খান ৫৬ (৫২)
স্টুয়ার্ট ব্রড ৩/৩৮ (১৫ ওভার)
৩৬৩ (১০৬.২ ওভার)
জস বাটলার ৮০* (১০১)
ফাহিম আশরাফ ৩/৬০ (২ ওভার)
১৩৪ (৪৬ overs)
ইমাম-উল-হক ৩৪ (৬৪)
স্টুয়ার্ট ব্রড ৩/২৮ (১২ ওভার)
ইংল্যান্ড একটি ইনিংস এবং ৫৫ রানে দ্বারা জয়ী
হেডিংলি, লিডস
আম্পায়ার: ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: জস বাটলার (ইংল্যান্ড)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে দ্বিতীয় দিন ১৪:৪৫ এ আগে কোনও খেলা সম্ভব হয়নি।
  • স্যাম কারেন (ইংল্যান্ড) ও উসমান সালাহউদ্দিন (পাকিস্তান) সব তার টেস্ট অভিষেক হয়।
  • অ্যালাস্টেয়ার কুক (ইংল্যান্ড) সর্বাধিক পরপর টেস্টে খেলতে একটি নতুন রেকর্ড স্থাপন করেছে (১৫৪)।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Future Tours Programme" (পিডিএফ)International Cricket Council। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৭ 
  2. "ECB consider annual day-night Test after Edgbaston success"The Telegraph। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৭ 
  3. "England schedule for 2018 confirmed"England and Wales Cricket Board। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]