বিষয়বস্তুতে চলুন

নাচ বলিয়ে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Nach Baliye থেকে পুনর্নির্দেশিত)
নাচ বলিয়ে
ধরননাচ
রিয়েলিটি
নির্মাতাসানওয়ারী আলঘ নায়ার, ফজিলা আল্লানা, কামনা মেনেজেস
পরিচালকদীপক ঘটানি: (মৌসুম ১-২)
অসীম সেন: (মৌসুম ৫-৬)
অরুণ অবশিষ্টকুমার: (মৌসুম ৪, ৭-৮)
মূল দেশভারত
মূল ভাষাহিন্দি
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা২০১
নির্মাণ
প্রযোজকহেমন্ত রুপারেল (মৌসুম ৪-৬)
শোভা কাপুর (মৌসুম ৭)
সম্পাদককুমার প্রিয়দর্শী (মৌসুম ৮)
নির্মাণ কোম্পানিএসওএল প্রোডাকশন (মৌসুম ১-২)
উইজক্রাফ্ট ইন্টারন্যাশনাল (মৌসুম ৪-৬)
বালাজি টেলিফিল্ম (মৌসুম ৭)
বিবিসি ওয়ার্ল্ডওয়াইড (মৌসুম ৮)
সালমান খান টিভি (মৌসুম ৯)
মুক্তি
মূল নেটওয়ার্কস্টার ওয়ান: (মৌসুম ১-২)
স্টার প্লাস: (মৌসুম ৩-৯)
ছবির ফরম্যাট৫৭৬আই
এইচডিটিভি ১০৮০আই
মূল মুক্তির তারিখ১৭ অক্টোবর ২০০৫ (2005-10-17) –
৩ নভেম্বর ২০১৯ (2019-11-03)
ওয়েবসাইট

নাচ বলিয়ে (অনু. নাচের সঙ্গী) হল একটি ভারতীয় হিন্দি ভাষার সেলিব্রিটি নাচের রিয়েলিটি টেলিভিশন ধারাবাহিক যা স্টার প্লাসে প্রচারিত হয়। এটি ঢিলেঢালাভাবে তারকাদের সাথে নাচ এর উপর ভিত্তি করে।

উৎপাদন

[সম্পাদনা]

ধারণা

[সম্পাদনা]

অনুষ্ঠানটি একটি প্রতিযোগিতা যেখানে ১০টি টেলিভিশন সেলিব্রিটি দম্পতি একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতি সপ্তাহে প্রতিযোগীরা একটি ভিন্ন সুর, ভিন্ন থিম এবং বিভিন্ন শৈলীতে নাচে এবং বিচারকদের দ্বারা স্কোর দেওয়া হয়। জনগনের ভোটের দ্বারা এবং তাদের স্কোরের ভিত্তিতে প্রতি সপ্তাহে একজন দম্পতিকে বাদ দেওয়া হয়।

মৌসুম ৯-এ, প্রতিযোগীদের রেটিং ১ থেকে ১০০ স্কেলে পরিবর্তন করা হয়েছিল।

অভ্যর্থনা

[সম্পাদনা]

২০১২ সালে, যখন মৌসুম ৫ প্রিমিয়ার হয়েছিল তখন শোটি পুরো মৌসুম জুড়ে খুব ভালো করেছিল। গ্র্যান্ড প্রিমিয়ার ৪.১ টিআরপি পেয়েছিল। []

ধারাবাহিক

[সম্পাদনা]
মৌসুম বিচারকগণ প্রথম সম্প্রচারিত শেষ সম্প্রচারিত বিজয়ীরা রানার্স আপ
সরোজ খান ,

মালাইকা অরোরা, ফারহান আখতার

১৭ অক্টোবর ২০০৫ ১৯ ডিসেম্বর ২০০৫ শচীন পিলগাঁওকর সুপ্রিয়া পিলগাঁওকর মনীশ গোয়েল পুনম নরুলা
সরোজ খান ,

মালাইকা অরোরা, কুনাল কোহলি

২৫ সেপ্টেম্বর ২০০৬ ১৮ ডিসেম্বর ২০০৬ হোসেন কুয়াজেরওয়ালা টিনা কুয়াজেরওয়ালা যশ টঙ্ক গৌরী টঙ্ক
বৈভাবী বণিক ,

ইশা কোপ্পিকার, ডেভিড ধাওয়ান

২১ সেপ্টেম্বর ২০০৭ ২২ ডিসেম্বর ২০০৭ আমির আলী সানজিদা শেখ অভিষেক অবস্থি রাখি সাওয়ান্ত
ফারাহ খান, করিশ্মা কাপুর ,

অর্জুন রামপাল

১৭ অক্টোবর ২০০৮ ১ ফেব্রুয়ারি ২০০৯ শালিন ভানোট দলজিৎ কৌর নমন শ মেঘা গুপ্তা
শিল্পা শেঠি, সাজিদ খান, টেরেন্স লুইস ২৯ ডিসেম্বর ২০১২ ২৩ মার্চ ২০১৩ জয় ভানুশালী মাহি ভিজ রবি দুবে সরগুন মেহতা
৯ নভেম্বর ২০১৩ ১ ফেব্রুয়ারি ২০১৪ ঋত্বিক ধনজানি আশা নেগি গুরমিত চৌধুরী দেবীনা বনার্জী
মার্জি পেস্টনজি, প্রীতি জিন্টা ,

চেতন ভগত

২৬ এপ্রিল ২০১৫ ১৯ জুলাই ২০১৫ হিমাংশু এ. মালহোত্রা অমৃতা খানভিলকর নন্দীশ সান্ধু রাশমি দেশাই
সোনাক্ষী সিনহা, মোহিত সুরি ,

টেরেন্স লুইস

২ এপ্রিল ২০১৭ ২৫ জুন ২০১৭ বিবেক দাহিয়া দিব্যাঙ্কা ত্রিপাঠী সনম জোহর অ্যাবিগেল পান্ডে
রাভিনা ট্যান্ডন, আহমেদ খান ১৯ জুলাই ২০১৯ ৩ নভেম্বর ২০১৯ প্রিন্স নারুলা যুবিকা চৌধুরী রোহিত রেড্ডি অনিতা হাসানন্দানি
১০ টিবিএ টিবিএ টিবিএ টিবিএ টিবিএ টিবিএ টিবিএ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Star Plus races ahead of Zee and Colors"Times Of India। ২৫ মার্চ ২০১৩। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:STAR One