বিষয়বস্তুতে চলুন

ডি-ব্লক মৌল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(D-ব্লক থেকে পুনর্নির্দেশিত)
পর্যায় সারণিতে হালকা নীল রঙে ডি-ব্লক প্রদর্শিত হয়েছে।

পর্যায় সারণীর ডি-ব্লক এর উপাদানগুলো সেইসকল গ্রুপের উপাদান নিয়ে গঠিত যাতে, সর্বোচ্চ শক্তির ইলেকট্রনগুলো d-অর্বিটালে অবস্থিত। ডি-ব্লক এলিমেণ্টগুলোকে অবস্থান্তর ধাতু বলা হয়ে থাকে। যদিও জিংক, ক্যাডমিয়াম এবং পারদ অবস্থান্তর ধাতুর অন্তর্ভুক্ত না। d-ব্লক মৌল সমুহ ৪০ টি। d-ব্লকভুক্ত মৌল গুলি অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়।

এবার ডি-ব্লকল্যান্থানাইডঅ্যাক্টিনাইড সিরিজের কোন উপাদান দুইটি অন্তর্ভুক্ত হবে - তার জন্য উপাদানগুলোর সর্ববহিঃস্থ ইলেকট্রনগুলোর বিন্যাস লক্ষ্য করতে হবে।

ল্যান্থানাম এর ইলেক্ট্রন বিন্যাস; La (৫৭) - [Xe] 5d1 6s2

অ্যাক্টিনিয়াম এর ইলেক্ট্রন বিন্যাস; Ac (৮৯) - [Rn] 6d1 7s2

তাহলে ল্যান্থানামঅ্যাক্টিনিয়াম উভয়ের ইলেক্ট্রন বিন্যাস এ সর্ববহিঃস্থ ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রনের একটি ইলেকট্রন ডি-ব্লক এ অবস্থান করছে। তাই উপাদান দুইটি ডি-ব্লক এর অন্তর্ভুক্ত।

অনুরূপভাবে,

লুটিশিয়াম এর ইলেক্ট্রন বিন্যাস; Lu (৭১) - [Xe] 4f14 5d1 6s2

লরেনসিয়াম এর ইলেক্ট্রন বিন্যাস; Lr (১০৩) - [Rn] 5f14 7s2 7p1

তাই লুটিশিয়ামলরেনসিয়াম উভয়ের ইলেক্ট্রন বিন্যাস এ ইলেকট্রন এফ-ব্লক সম্পূর্ণ পূর্ণ করে ( যদিও এখানে, এফ-ব্লক এর ইলেকট্রন সর্ববহিঃস্থ ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন নয়)। তাই উপাদান দুইটি এফ-ব্লক এর অন্তর্ভুক্ত, ডি-ব্লক এর নয়।

পর্যায় সারণীর ডি-ব্লক মৌলসমূহ
শ্রেণী → ১০ ১১ ১২
↓ পর্যায়
4 21
Sc
22
Ti
23
V
24
Cr
25
Mn
26
Fe
27
Co
28
Ni
29
Cu
30
Zn
5 39
Y
40
Zr
41
Nb
42
Mo
43
Tc
44
Ru
45
Rh
46
Pd
47
Ag
48
Cd
6 57
La
72
Hf
73
Ta
74
W
75
Re
76
Os
77
Ir
78
Pt
79
Au
80
Hg
7 89
Ac
104
Rf
105
Db
106
Sg
107
Bh
108
Hs
109
Mt
110
Ds
111
Rg
112
Cn

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]