২০২২–২৩ ভারতীয় মহিলা লিগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিরো ভারতীয় মহিলা লিগ
মৌসুম২০২২–২৩
তারিখ২৬ এপ্রিল – ২১ মে ২০২৩
চ্যাম্পিয়নগোকুলাম কেরালা
৩য় আইডব্লিউএল শিরোপা
৩য় ভারতীয় শিরোপা
এএফসি মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপগোকুলাম কেরালা
মোট খেলা৬৩
মোট গোলসংখ্যা২৬২ (ম্যাচ প্রতি ৪.১৬টি)
সেরা খেলোয়াড়ভারত ইন্দুমতি কাথিরেসান
শীর্ষ গোলদাতানেপাল সবিত্র ভাণ্ডারী (২৯ গোল)
সেরা গোলরক্ষকভারত মাইবাম লিনথোইঙ্গাম্বি দেবী
সর্বোচ্চ স্কোরিংগোকুলাম কেরালা ১৪–১ কাহানি
দীর্ঘতম টানা জয়সেতু (৫টি ম্যাচ)
দীর্ঘতম টানা অপরাজিতগোকুলাম কেরালা (১০টি ম্যাচ)
দীর্ঘতম টানা জয়বিহীনকাহানি
মাতা রুকমণি গার্লস (৭টি ম্যাচ)
দীর্ঘতম টানা পরাজয়কাহানি
মাতা রুকমনি গার্লস
লর্ডস এফএ (৬টি ম্যাচ)

২০২২-২৩ ভারতীয় মহিলা লিগ (স্পন্সরশিপের কারণে হিরো ভারতীয় মহিলা লিগ নামেও পরিচিত) হল ভারতীয় মহিলা লিগের ষষ্ঠ মৌসুম, ভারতের শীর্ষ বিভাগের মহিলাদের পেশাদার ফুটবল লিগ।[১] [২] [৩] ২১ মে, গোকুলাম কেরালা কিকস্টার্টের বিরুদ্ধে ফাইনাল জিতে সফলভাবে তাদের শিরোপা রক্ষা করে এবং ভারতীয় মহিলা লিগ শিরোপা জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করার প্রথম ক্লাব হয়ে ওঠে।[৪] [৫]

বিন্যাস[সম্পাদনা]

ড্র অনুষ্ঠিত হয়েছিল ৩০ মার্চ ২০২৩ এ ফুটবল হাউস, দ্বারকা, নয়াদিল্লিতে[৬] ড্রতে বক্তৃতা দিতে গিয়ে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল শাজি প্রভাকরণ বলেন, "সমস্ত ১৬টি দলের জন্য আমার শুভেচ্ছা ... ভারতীয় মহিলা ফুটবলের বিকাশ এবং দ্রুত বৃদ্ধির জন্য একটি সামগ্রিক পরিস্থিতি তৈরি করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে৷"[৭] [৮]

লিগে ১৬টি দল অংশ নেবে। ফাইনাল রাউন্ডে প্রতিটি গ্রুপে আটটি দল অংশগ্রহণ করবে গ্রুপ ফরম্যাটে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ চারটি দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।[৯] [১০] মৌসুমের শীর্ষ আট দল আইডব্লিউএল-এর পরবর্তী মৌসুমের জন্য সরাসরি জায়গা পাবে।[১১]

সম্প্রচার[সম্পাদনা]

২৫ এপ্রিল, ২০২৩-এ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ঘোষণা করেছে যে ভারতীয় মহিলা লিগের সন্ধ্যার ম্যাচগুলি ভারতীয় ফুটবল ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।[১২]

যোগ্যতা[সম্পাদনা]

বিভিন্ন রাজ্য ফেডারেশন দ্বারা আয়োজিত রাজ্য মহিলা লিগগুলি এই মরসুমের যোগ্যতা হিসাবে কাজ করেছে। ২০২১-২২ মৌসুমে শীর্ষ চারটি অবস্থানে থাকা ক্লাবগুলির সাথে বারোটি রাজ্য লিগের চ্যাম্পিয়নদের চূড়ান্ত রাউন্ডে একটি জায়গা দেওয়া হয়েছে। [১৩] রাজ্য লিগের জন্য স্লট যার বর্তমান বিজয়ী দলও শীর্ষ চার যোগ্যতার মাধ্যমে যোগ্যতা অর্জন করেছে, লিগের রানার্স-আপ হয়ে গেছে।

ক্লাব রাজ্য/অঞ্চল যোগ্যতা
২০২১-২২ ভারতীয় মহিলা লিগ
গোকুলাম কেরালা কেরালা বিজয়ী
সেতু তামিলনাড়ু রানার্স-আপ
কিকস্টার্ট কর্ণাটক তৃতীয় স্থান
স্পোর্টস ওড়িশা ওড়িশা চতুর্থ স্থান
২০২২-২৩ ভারতীয় মহিলা রাজ্য লিগ
সেল্টিক কুইন্স পুদুচেরি ২০২২-২৩ পুদুচেরি মহিলা লিগ চ্যাম্পিয়ন
সিআরপিএফ পাঞ্জাব ২০২২-২৩ পাঞ্জাব মহিলা লিগ চ্যাম্পিয়ন
চার্চিল ব্রাদার্স গোয়া ২০২২-২৩ গোয়া মহিলা লিগ চ্যাম্পিয়ন
ইস্টবেঙ্গল পশ্চিমবঙ্গ ২০২২-২৩ কলকাতা মহিলা ফুটবল লিগ চ্যাম্পিয়ন
ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়ন মণিপুর ২০২২-২৩ মণিপুর মহিলা লিগ চ্যাম্পিয়ন
এইচওপিএস দিল্লি ২০২২-২৩ এফডি মহিলা লিগ চ্যাম্পিয়ন
কাহানি গুজরাত ২০২২-২৩ গুজরাত রাজ্য মহিলা লিগ চ্যাম্পিয়ন
লর্ডস এফ.এ কেরালা ২০২২-২৩ কেরালা মহিলা লিগ চ্যাম্পিয়ন
মাতা রুকমনি গার্লস ছত্তিশগড় ২০২২-২৩ ছত্তিশগড় রাজ্য মহিলা ফুটবল লিগ চ্যাম্পিয়ন
মিসাকা ইউনাইটেড কর্ণাটক ২০২২-২৩ কর্ণাটক মহিলা লিগ রানার্স আপ
মুম্বাই নাইটস মহারাষ্ট্র ২০২২-২৩ ডব্লিউআইএফএ মহিলা ফুটবল লিগ চ্যাম্পিয়ন
ওড়িশা ওড়িশা ২০২২-২৩ ওড়িশা মহিলা লিগ চ্যাম্পিয়ন

দল[সম্পাদনা]

স্টেডিয়াম এবং অবস্থান[সম্পাদনা]

গুজরাতে আহমেদাবাদে অবস্থিত দুটি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে; ট্রান্সস্টেডিয়া ও শাহবাগ পুলিশ স্টেডিয়াম।[১৪]


ক্লাব শহর রাজ্য/অঞ্চল
সেল্টিক কুইন্স পুদুচেরি পুদুচেরি
চার্চিল ব্রাদার্স ভাস্কো দা গামা গোয়া
সিআরপিএফ জলন্ধর পাঞ্জাব
ইস্টবেঙ্গল কলকাতা পশ্চিমবঙ্গ
ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়ন ইম্ফল মণিপুর
গোকুলাম কেরালা কোঝিকোড় কেরালা
এইচওপিএস নতুন দিল্লি দিল্লি
কাহানি আহমেদাবাদ গুজরাত
কিকস্টার্ট বেঙ্গালুরু কর্ণাটক
লর্ডস এফ.এ কোচি কেরালা
মাতা রুকমণি বস্তার ছত্তিশগড়
মিসাকা ইউনাইটেড বেঙ্গালুরু কর্ণাটক
মুম্বাই নাইটস মুম্বাই মহারাষ্ট্র
ওড়িশা ভুবনেশ্বর ওড়িশা
সেতু মাদুরাই তামিলনাড়ু
স্পোর্টস ওড়িশা ভুবনেশ্বর ওড়িশা

কর্মী এবং স্পনসরশিপ[সম্পাদনা]

দল প্রধান কোচ ক্যাপ্টেন কিট প্রস্তুতকারক শার্ট স্পন্সর
সেল্টিক কুইন্স ভারত নীতেশ শর্মা ভারত সুজাতা শেঠি
চার্চিল ব্রাদার্স ভারত গিরিজাদেবী দেশাই ভারত লরা এস্তিবেইরো
সিআরপিএফ ভারত উত্তম সিং নেগি ভারত বিনিতা কেরকেট্টা
ইস্টবেঙ্গল India সুজাতা কর ভারত রত্না হালদার ট্র্যাক অনলি ইমামি
ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়ন ভারত লরেমবাম রনিবালা চানু ভারত ইরম প্রমেশ্বরী দেবী কার্কিনোস হেলথ কেয়ার
গোকুলাম কেরালা ভারত অ্যান্থনি অ্যান্ড্রুজ ভারত গ্রেস ডাংমেই এসইজিএ সিএসবি ব্যাংক
এইচওপিএস ভারত সঞ্জয় সিং ভারত রেনু রানী রোজেট ধরম ফাউন্ডেশন
কাহানি ভারত ললিতা সাইনি ভারত মায়া রাবারি সমীক্ষা ক্যাপিটাল
কিকস্টার্ট ভারত লঙ্গম চাওবা দেবী ভারত ডালিমা ছিব্বর হায়ার
লর্ডস এফ.এ ভারত নির্বাণ জগদীশ শাহ ভারত ভাগ্যশ্রী দলভি আইসিসিএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এবং এমজিএমটি, জয় ই বাইক
মাতা রুকমণি ভারত শান্তনু ঘোষ ভারত নীলিমা খাখা কসকো
মিসাকা ইউনাইটেড ভারত অনুপ থেরেস রাজ ভারত তারিণী কুমার হুমেল এমএফএআর কনস্ট্রাকশন, ফাইভ মোরসেলস প্রেস
মুম্বাই নাইটস ভারত রুতুজা গুনওয়ান্ট ভারত ভ্যালেন্সিয়া লর্দিনা ডি'মেলো
ওড়িশা ভারত ক্রিসপিন ছেত্রী ভারত বালা দেবী ট্রাক অনলি ওড়িশা পর্যটন
সেতু ভারত জোসেফ নায়েক ভারত নওরেম প্রিয়াংকা দেবী কসকো
স্পোর্টস ওড়িশা ভারত পরমিতা সিট ভারত মমতা পাত্র নিভিয়া স্পোর্টস ওড়িশা পর্যটন

বিদেশি খেলোয়াড়[সম্পাদনা]

এআইএফএফ প্রতি দলে সর্বোচ্চ তিনজন বিদেশী খেলোয়াড়ের অনুমতি দিয়েছে কিন্তু মাত্র দুজন একাদশে অংশ হতে পারে।

ক্লাব খেলোয়াড় ১ খেলোয়াড় ২ খেলোয়াড় ৩
সেল্টিক কুইন্স ঘানা রহমত আমোরকর তাগো কেনিয়া ইদাহ আতিয়েনো ওধিয়াম্বো -
চার্চিল ব্রাদার্স - - -
সিআরপিএফ - - -
ইস্টবেঙ্গল - - -
ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়ন - - -
গোকুলাম কেরালা নেপাল সবিত্র ভাণ্ডারী ঘানা ভিভিয়ান অ্যাডজেই ঘানা বিয়াট্রিস এনটিওয়া এনকেটিয়া
এইচওপিএস - - -
কাহানি - - -
কিকস্টার্ট নেপাল সারু লিম্বু নেপাল রেণুকা নাগরকোটে কেনিয়া কিওকো এলিজাবেথ কাতুংওয়া
লর্ডস এফ.এ ফিলিপাইন ক্যামিল রদ্রিগেজ নেপাল অনিতা বাসনেট -
মাতা রুকমণি - - -
মিসাকা ইউনাইটেড মালয়েশিয়া নুরুল আজুরিন মাজলান কেনিয়া লুসি কোয়েকওয়ে জিরা ঘানা সোনিয়া ওপোকু
মুম্বাই নাইটস মার্কিন যুক্তরাষ্ট্র আলেকজান্দ্রা মারি একার্ড - -
ওড়িশা ব্রাজিল সিনথিয়া সান্তোস ঘানা ফাউস্টিনা ওয়ার্নিও আকপো -
সেতু নেপাল অঞ্জিলা তুম্বাপো সুব্বা কেনিয়া ডরকাস সিকোবে কেনিয়া আইভি ফেইথ আতিয়েনো
স্পোর্টস ওড়িশা নেপাল রেখা পাউডেল -

গ্রুপ পর্ব[সম্পাদনা]

গ্রুপ এ[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
গোকুলাম কেরালা ৫৩ +৪৮ ১৯ কোয়ার্টার-ফাইনালে অগ্রসর এবং ২০২৩–২৪ ভারতীয় মহিলা লিগে যোগ্যতা অর্জন
স্পোর্টস ওড়িশা ১১ ১৩ −২ ১৩
ইস্টবেঙ্গল ১২ ১৩ −১ ১৩
এইচওপিএস ১৪ +৭ ১২
মিসাকা ইউনাইটেড +৭ ১০
মুম্বাই নাইটস ১৮ −১১ ১০
মাতা রুকমণি ১৮ −১৮
কাহানি ৩১ −৩০
উৎস: এআইএফএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড টু হেড পয়েন্ট; ৩) হেড টু হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলের সংখ্যা; ৬) লটারি

গ্রুপ বি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
সেতু ২৫ +২৩ ১৭ কোয়ার্টার-ফাইনালে অগ্রসর এবং ২০২৩–২৪ ভারতীয় মহিলা লিগে যোগ্যতা অর্জন
কিকস্টার্ট ৩০ +২৮ ১৬
ওড়িশা ২৮ +২৬ ১৬
ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়ন ১২ ১০ +২ ১৫
সিআরপিএফ ২৬ −১৭
সেল্টিক কুইন্স ২৫ −২০
লর্ডস এফএ ১১ ২৪ −১৩
চার্চিল ব্রাদার্স ৩৫ −২৯
উৎস: এআইএফএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড টু হেড পয়েন্ট; ৩) হেড টু হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলের সংখ্যা; ৬) লটারি

নকআউট পর্ব[সম্পাদনা]

বন্ধনী[সম্পাদনা]

কোয়ার্টার-ফাইনাল সেমি-ফাইনাল ফাইনাল
         
বি২ কিকস্টার্ট
এ৪ এইচওপিএস
কো১ কিকস্টার্ট
কো৩ সেতু
বি১ সেতু
এ৩ ইস্টবেঙ্গল
সেমি১ কিকস্টার্ট
সেমি২ গোকুলাম কেরালা
এ২ স্পোর্টস ওড়িশা ১ (২)
বি৪ ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়ন ১ (৪)
কো২ ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়ন
কো৪ গোকুলাম কেরালা
এ১ গোকুলাম কেরালা ১ (৩)
বি৩ ওড়িশা ১ (০)

কোয়ার্টার-ফাইনাল[সম্পাদনা]

১৬ মে ২০২৩ কিকস্টার্ট ২–১ এইচওপিএস আহমদাবাদ
০৮:০০ ইউটিসি+৫:৩০
প্রতিবেদন
স্টেডিয়াম: ট্রান্সস্টেডিয়া
দর্শক: ৫০
রেফারি: জি রুবা দেবী
ম্যাচসেরা খেলোয়াড়: ডালিমা ছিব্বর (কিকস্টার্ট)
১৬ মে ২০২৩ স্পোর্টস ওড়িশা ১–১
(২–৪ )
ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়ন আহমদাবাদ
০৮:০০ ইউটিসি+৫:৩০ মনীষা নায়েক গোল ৮০' প্রতিবেদন ল্হিংনেইকিম গোল ৬৭' স্টেডিয়াম: শাহীবাগ পুলিশ স্টেডিয়াম
দর্শক: ১০০
রেফারি: রচনা হাসমুখ কামানি
ম্যাচসেরা খেলোয়াড়: ল্হিংনেইকিম (ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়ন)
পেনাল্টি
ঋতু দেবী পেনাল্টিতে গোল করেছেন
পুনম পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
পুনম পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
খুমুকচাম সানামিজা চানু পেনাল্টিতে গোল করেছেন
পেনাল্টিতে গোল করেছেন ফঞ্জুবাম নির্মলা দেবী
পেনাল্টিতে গোল করেছেন কঙ্গাবাম অনিতা দেবী
পেনাল্টিতে গোল করেছেন কমলা দেবী
পেনাল্টিতে গোল করেছেন প্রমেশ্বরী দেবী
১৬ মে ২০২৩ সেতু ৯–০ ইস্টবেঙ্গল আহমদাবাদ
১৭:০০ ইউটিসি+৫:৩০
প্রতিবেদন স্টেডিয়াম: শাহীবাগ পুলিশ স্টেডিয়াম
দর্শক: ১০০
রেফারি: ফুরকি লামু ভুটিয়া
ম্যাচসেরা খেলোয়াড়: অপূর্ণা নার্জারি (সেতু)
১৬ মে ২০২৩ গোকুলাম কেরালা ১–১
(৩–০ )
ওড়িশা আহমদাবাদ
১৭:০০ ইউটিসি+৫:৩০ রোজা দেবী গোল ৪৫+৪' প্রতিবেদন বালা দেবী গোল ২' স্টেডিয়াম: ট্রান্সস্টেডিয়া
দর্শক: ৫০
রেফারি: কণিকা বর্মন
ম্যাচসেরা খেলোয়াড়: - বিট্রিস এনটিওয়া এনকেটিয়া (গোকুলাম কেরালা)
পেনাল্টি
আশালতা দেবী পেনাল্টিতে গোল করেছেন
ইন্দুমতী পেনাল্টিতে গোল করেছেন
ভান্ডারী পেনাল্টিতে গোল করেছেন
পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে তামাং
পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে বালা দেবী
পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে জাক্সা

সেমি-ফাইনাল[সম্পাদনা]

১৯ মে ২০২৩ কিকস্টার্ট ২–০ সেতু আহমদাবাদ
১৭:০০ ইউটিসি+৫:৩০
  • কিওকো এলিজাবেথ কাতুংওয়া গোল ১১'
  • লিম্বু গোল ৪৫+৫'
প্রতিবেদন স্টেডিয়াম: ট্রান্সস্টেডিয়া
দর্শক: ৫০
রেফারি: ফুরকি লামু ভুটিয়া
ম্যাচসেরা খেলোয়াড়: ডব্লিউ. লিনথোইঙ্গাম্বি দেবী (কিকস্টার্ট)

ফাইনাল[সম্পাদনা]

২১ মে ২০২৩ কিকস্টার্ট ০–৫ গোকুলাম কেরালা আহমদাবাদ
১৮:০০ ইউটিসি+৫:৩০ প্রতিবেদন স্টেডিয়াম: ট্রান্সস্টেডিয়া
দর্শক: ৪০০
রেফারি: কণিকা বর্মন
ম্যাচসেরা খেলোয়াড়: সবিত্র ভাণ্ডারী (গোকুলাম কেরালা)

মৌসুম পরিসংখ্যান[সম্পাদনা]

সর্বোচ্চ গোলদাতা[সম্পাদনা]

ক্রম. খেলোয়াড় ক্লাব গোলসমূহ
নেপাল সবিত্র ভাণ্ডারী গোকুলাম কেরালা ২৯
ভারত কাজল ডি'সুজা সেতু ১০
ভারত ইন্দুমতি কাথিরেসান গোকুলাম কেরালা
ভারত সন্ধিয়া রঙ্গনাথন গোকুলাম কেরালা
ফিলিপাইন ক্যামিল রদ্রিগেজ লর্ডস এফএ
কেনিয়া কিওকো এলিজাবেথ কাতুংওয়া কিকস্টার্ট
নেপাল সারু লিম্বু কিকস্টার্ট
ভারত অপূর্ণা নারজারি সেতু
ভারত লাইশরাম বিবিচা দেবী কিকস্টার্ট
ভারত বালা দেবী ওড়িশা
উৎস: দ্যা এআইএফএফ

হ্যাটট্রিক[সম্পাদনা]

খেলোয়াড় জন্য বিরুদ্ধে ফলাফল তারিখ
নেপাল সবিত্র ভাণ্ডারী গোকুলাম কেরালা ইস্টবেঙ্গল ২–৮ (আ) ২৬ এপ্রিল ২০২৩
ফিলিপাইন ক্যামিল রদ্রিগেজ লর্ডস এফএ সেল্টিক কুইন্স ৪–০ (ঘ) ২৭ এপ্রিল ২০২৩
ভারত কাজল ডি'সুজা সেতু চার্চিল ব্রাদার্স ৬–০ (আ) ২৮ এপ্রিল ২০২৩
নেপাল সবিত্র ভাণ্ডারী গোকুলাম কেরালা স্পোর্টস ওড়িশা ৮–১ (ঘ) ২৯ এপ্রিল ২০২৩
ভারত কবিতা পাক্কিরিসামি কিকস্টার্ট চার্চিল ব্রাদার্স ১০–০ (ঘ) ৩ মে ২০২৩
ভারত সন্ধিয়া রঙ্গনাথন গোকুলাম কেরালা কাহানি ১৪–১ (ঘ) ৬ মে ২০২৩
নেপাল সবিত্র ভাণ্ডারী গোকুলাম কেরালা কাহানি ১৪–১ (ঘ) ৬ মে ২০২৩
নেপাল সবিত্র ভাণ্ডারী গোকুলাম কেরালা মাতা রুকমণি ৯–০ (আ) ৯ মে ২০২৩
নেপাল সবিত্র ভাণ্ডারী গোকুলাম কেরালা মুম্বাই নাইটস ১১–১ (ঘ) ১২ মে ২০২৩
ভারত অপূর্ণা নারজারি সেতু ইস্টবেঙ্গল ৯–০ (ঘ) ১৬ মে ২০২৩
নোট
  • (ঘ) – হোম দল
  • (আ) – অ্যাওয়ে দল

গোল বাঁচানো[সম্পাদনা]

ক্রম খেলোয়াড় ক্লাব ক্লিন শিট
ভারত মাইবাম লিনথোইঙ্গাম্বি দেবী কিকস্টার্ট
নেপাল অঞ্জিলা তুম্বাপো সুব্বা সেতু
মালয়েশিয়া নুরুল আজুরিন মাজলান মিসাকা ইউনাইটেড
ভারত শ্রেয়া হুদা ওড়িশা
ভারত এলাংবাম পান্থোই চানু ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়ন
ঘানা বিয়াট্রিস এনটিওয়া এনকেটিয়া গোকুলাম কেরালা
ভারত আনশিকা এইচওপিএস

পুরস্কার[সম্পাদনা]

ম্যাচ পুরস্কার[সম্পাদনা]

মৌসুম পুরস্কার[সম্পাদনা]

পুরস্কার বিজয়ী
হিরো অব দ্য লিগ ভারত ইন্দুমতি কাথিরেসন (গোকুলাম কেরালা)
শীর্ষ গোলদাতা নেপাল সবিত্র ভাণ্ডারী (গোকুলাম কেরালা)
সেরা গোলরক্ষক ভারত মাইবাম লিনথোইঙ্গাম্বি দেবী (কিকস্টার্ট)
সেরা ডিফেন্ডার ভারত কে এনগোপাওদি (সেতু)
সেরা উদীয়মান খেলোয়াড় ভারত অস্তম ওরাওঁ (কিকস্টার্ট)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Indian Women's League 2023 Schedule"ESPN। ১৭ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩ 
  2. "Indian Women's League 2023: Meet the 16 teams"ESPN। ২৪ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩ 
  3. "Calendar: HERO IWL 2022-23"All India Football Federation। ২২ এপ্রিল ২০২৩। 
  4. "Gokulam Kerala steamroll Kickstart to complete hat-trick of Hero IWL titles"the-aiff.com। All India Football Federation। ২১ মে ২০২৩। ২২ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০২৩ 
  5. "Indian Women's League 2023: Gokulam Kerala thrash Kickstart FC 5–0 to win third consecutive title"sportstar.thehindu.com। Chennai: Sportstar। ২১ মে ২০২৩। ২২ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০২৩ 
  6. "IWL 2022-23: 16 teams divided into two groups; opening match on April 25"The Statesman। ৩১ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩ 
  7. "Indian Women's League to begin from April 25: All India Football Federation"The Sentinel (ইংরেজি ভাষায়)। ৩১ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩ 
  8. "IWL: Tough battle awaits for debutants Churchill Brothers"The Times of India। ২৪ এপ্রিল ২০২৩। ২৪ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩ 
  9. "IWL groupings announced; Gokulam Kerala, East Bengal in Group A"Sportstar। ৩০ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৩ 
  10. "Groupings from upcoming Indian Women's League announced"The Print। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৩ 
  11. "AIFF League Committee Meeting, March 27: IWL 2022-23 date, format & foreign quota announced"The Away End। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২৩ 
  12. "IWL 2023 LIVE Streaming: Indian Football Team YouTube channel to stream Indian Women's League, FanCode PULL out – Check out"insidesport/in। ২৬ এপ্রিল ২০২৩। 
  13. "AIFF League Committee Meeting: Format for IWL 2022-23 & I-League 2 announced"The Away End। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২২ 
  14. @IndianFootball (এপ্রিল ২১, ২০২৩)। "Here are the group stage fixtures for the Hero IWL season" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।