হবিগঞ্জ গ্যাসক্ষেত্র
হবিগঞ্জ গ্যাসক্ষেত্র | |
---|---|
হবিগঞ্জ গ্যাসক্ষেত্রের অবস্থান | |
দেশ | বাংলাদেশ |
অঞ্চল | হবিগঞ্জ জেলা |
সমুদ্রতীরাতিক্রান্ত/ডাঙাবর্তী | ডাঙাবর্তী |
স্থানাঙ্ক | ২৪°০৮′ উত্তর ৯১°১৩′ পূর্ব / ২৪.১৪° উত্তর ৯১.২২° পূর্ব |
পরিচালক | বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড |
ক্ষেত্রের ইতিহাস | |
আবিষ্কার | ১৯৬৩ |
হবিগঞ্জ গ্যাসক্ষেত্র বাংলাদেশের হবিগঞ্জ জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র।[১] এটি বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড-এর নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান।[২]
অবস্থান
[সম্পাদনা]হবিগঞ্জ গ্যাসক্ষেত্রের অবস্থান সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়,[১] যা রাজধানী ঢাকা থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।[৩] এটি ১১ কিমি দীর্ঘ এবং ৪.৫ কিমি প্রশস্ত এলাকা জুড়ে বিস্তৃত।[৪]
আবিষ্কার
[সম্পাদনা]পাকিস্তান শেল ওয়েল কোম্পানি ১৯৬৩ সালে এই গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে।[৩]
খনন ও কূপ
[সম্পাদনা]এখান হতে উল্লম্ব-পদ্ধতিতে খননকৃত ৫,১০০ ফুট হতে ১১,৫০০ ফুট গভীরতার দশটি কূপ এবং পার্শ্বপ্রসারণ-পদ্ধতিতে খননকৃত ১১,৫৫২ ফুট গভীরতার একটি কূপের মাধ্যমে বিভিন্ন সময় গ্যাস উত্তোলন করা হয়েছে, যেগুলো ৪,৩৫৭ হতে ৯,৯১০ ফুট গভীরে অবস্থিত।[৫]
মজুদ ও উত্তোলন
[সম্পাদনা]এটি দেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র।[৪] পেট্রোবাংলার হিসাব অনুযায়ী, এখানে মোট উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ২,৭৮৭ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)।[৩] ১৯৬৮ সাল থেকে এখান হতে গ্যাস উত্তোলন করা শুরু করা হলেও অত্যধিক পানি উৎপাদনের কারণে এর চারটি কূপ থেকে গ্যাস উৎপাদন স্থগিত করা হয়;[৩] বর্তমানে এখান থেকে গড়ে দৈনিক ২২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।[৬]
বর্তমান অবস্থা
[সম্পাদনা]বর্তমানে এই গ্যাসক্ষেত্রটিতে অবশিষ্ট আছে মাত্র ৩৪৫ দশমিক ৫ বিলিয়ন ঘনফুট গ্যাস।[৭]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Bangladesh Gas Fields Company Limited"। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৯।
- ↑ "বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোং লি:, ব্রাহ্মণবাড়িয়া : এক নজরে"। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৪ জুলাই ২০১৯। ২৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৯।
- ↑ ক খ গ ঘ "বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোং লি:, ব্রাহ্মণবাড়িয়া : হবিগঞ্জ গ্যাস ফিল্ড"। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৪ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ বদরুল ইমাম (২০১২)। "প্রাকৃতিক গ্যাস"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "হবিগঞ্জ গ্যাস ফিল্ডের কূপসমূহ" (পিডিএফ)। ২৯ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৯।
- ↑ "হবিগঞ্জ গ্যাস ফিল্ডে নিরাপত্তা জোরদার"। দৈনিক প্রথম আলো। ১২ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৯।
- ↑ "২০ বছরের মধ্যেই গ্যাস-সংকটের শঙ্কা"। বাংলা ট্রিবিউন। ২২ জুন ২০১৯। ২৯ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- হবিগঞ্জ গ্যাসক্ষেত্র[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া'এর তথ্য বাতায়নে।